নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয়

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

আমারও ভালো লাগতো জনপ্রিয় song
এখনো লাগে! আগে বিবিধ ধরন...
আমারও ভালো লাগতো জনপ্রিয় ঢঙ
তবে এখন উত্তম ঢিলেঢালা শালীন...
আমারও সুন্দর লাগতো জনপ্রিয় রূপ
না চাইলেও দেখি, থাকি চুপ।
আমারও সুন্দর লাগে সুন্দর চেহারা
যা এখন মনের যন্ত্রণা-দিশেহারা।
আমারও পছন্দ যতসব ভদ্র ব্যবহার
যদিও করেছি রাগ অসংখ্য বার।
আমারও আছে পছন্দসই প্রতিদিনের খাবার
মনের মতন হলেই করি সাবাড়।
আমারও চূড়ান্ত-শীর্ষ-শ্রেষ্ঠ আদর্শ
মানুষের কষ্টে পাইনা একটুও হর্ষ।
চমৎকার লাগে নৈসর্গিক-সৌন্দর্য-প্রকৃতি
সব প্রাণিই মগ্নও নিয়ে রতি!
ইচ্ছে হয় যা রচিত পড়তে-
খারাপ জিনিস, বিষয় পারিনা সইতে।
পৃথিবীতে পৃথক করা যায় মন্দ
ঠিক করলেই আসে হৃদয়ে আনন্দ!
সবাই মতে, বিশ্বাসে নই "এক"
কিছুই করার নাই আল্লাহ "এক"।
সবচেয়ে সেরা সেরা যত উক্তি
শুনলে-মানলে পায় জীবনে মুক্তি।
আমারও অভিলাষ-আকাঙ্ক্ষা হতে জনপ্রিয়;
হওয়া উচিত আল্লাহর কাছে প্রিয়।
২৩.০৫.২০২২

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.