নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমরা যদি হই মতে সঙ্গবদ্ধ
কেটে যাবে মনের যত দ্বন্দ্ব!
বাড়বে দীপ্তি, বাড়বে শক্তি-তৃপ্তি
সফল হবোই, দেবে অবশ্যই স্বীকৃতি!
উন্নত নিশ্চিত নিশ্চয় আমার মতি
ইচ্ছে করবো জীবনে বৈধ রতি!
দর্শন করি রোজ, করি খোঁজ
কে কে কীভাবে দেয় পোজ!
রঙের সাজানো দেহ, চমৎকার চাকচিক্য
বের হয়ে আসে আসল পার্থক্য।
যারা বাণী দেয় নিত্য নতুন
বলো জীবনী তোমার, নয়তো জানুন।
অস্বীকার করে কোনো লাভ নেই
মানুষ জাতি সৃষ্টি রহস্য একই।
বর্তমান হচ্ছে দেখে দেখে অতীত
এটাই সত্য সত্যের হয় জিৎ
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু ভাই,
বিড়ালের গলায়
ঘণ্টা বাঁধবে কে?
কুলীনের দল যে
আপনাকে
অচ্ছুত ভাবে!