নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কী করিব পথে ঘুরি
ঘুরে ঘুরে স্বপন দেখি
উঁচু উঁচু রঙিন বাড়ি
যেতে ইচ্ছে দেশ ছাড়ি।
লক্ষ্য আমার হয়না পূরণ
নিজে নিজের ভাবনা-কথন।
হতে চাই রাজার মতন
দাস-দাসীরা নিবে যতন!
মনে চায় ভ্রমণ করি
সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর দেখি!
ঘুরে-ভেবে ঘরেই ফিরি
ধরা পরে যাই আনাড়ি!
দুঃখ দুঃখ কান্না করি
সমস্যা সমাধানে টেষ্টায় মরি!
মেলে-মিশে থাকলেই সুখি
তবুও প্রায় সবাই দুখি!
সফল মানুষেও ব্যর্থ হয়
সবারও হয় জীবন ক্ষয়।
টাকা হলেই উত্তম চেষ্টা
ভুলে যাই অন্যের তেষ্টা।
দেশে দেশে সেরা প্রধানমন্ত্রী
স্বাধীন বাংলাদেশি, সরকার গণপ্রজাতন্ত্রী।
জানো কি প্রজা কে?
রাজার অধীনস্থ জনগণ কে!
জয়ী কি চিরদিন রয়
কিন্তু জিতে অহংকারী হয়!
এই দেশ নিয়ে ভাবি
বলে লোকে কী খাবি!
নাই নিজের কিছুই নাই
নেতারই সব যে চাই।
পুরো বিশ্ব জানে দরিদ্র
স্বদেশে আছে সুন্দরবন-সমুদ্র।
পেটের ক্ষুদা কতটুকু বেশি
খেতে চায় এতো খুশি!
কত কথা বলে ফেলেছি
ঘুমে ধরেছে, ঘুমাতে যাচ্ছি!
২৭.০৮.২০২২
©somewhere in net ltd.