নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাশ্মীরি কন্যা, আমি বাংলাদেশি
সুন্দর লাগে তোমার হাসি!
এসে জেনে যাও আমাকে
প্রতিরাতে আমার স্বপ্ন থাকে!
তুমি, তোমার উপত্যকা সুন্দর
আমার দেশ, আমিও চমৎকার!
আমার বাংলা ভাষা জানাবো
তোমার ভাষা আমিও শিখবো।
এক সাথে ঘুরবো কাশ্মীর...
সৌন্দর্য দেখবো, স্বর্গ পৃথিবীর!
দেখাবো দেশের শ্রেষ্ঠ বীর,
জানবে বাংলা-বন্ধু-জাতীর...
আমার দেশ, ১৯৭১এ স্বাধীন
আমার কষ্ট, তোমরা পরাধীন!
জানি এখন স্বদেশ থেকে-
বিশ্বে কীভাবে স্বপ্ন আঁকে!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
পোড়া বেগুন বলেছেন:
অসাধারণ! কোন কাশ্মীরি ললনার
দেখা পেয়েছেন কী?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: শুধু কল্পনা
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮
রানার ব্লগ বলেছেন: কাস্মীরী মেয়েরা বাংগালী ললনাদের থেকে মোটেও বেশি সুন্দুরী না।