নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
১
অনুপ্রাণিত, প্রশংসিত, আনন্দিত স্বীয় কাজে
প্রেরণা পেয়েছি "সুন্নাহ আই.টি"র মাঝে!
এগিয়ে যেতেই হবে অনেক দূরে
যাতে আফসোস হয়! দিয়েছে যারা পর করে!
২
ফুল ফোটে ঝরে যায় সময়ে
ফল তৃপ্তি করে, বীজ হয়ে!
কিছু ফুল সুন্দর, সুগন্ধ ছড়ায়
দুর্গন্ধ ছড়িয়ে বহু ভাবায়-কাঁদায়!
৩
ছেড়ে গেছে প্রিয়জন, হৃদয়ের স্পন্দ
তারা ছিল প্রেরণা, অনেক ফলন!
ইচ্ছে গুলো হারিয়ে যাচ্ছে এখন
আমিও আড়াল, চুপ হবো বুঝুন!
জেগে উঠতে মন চায় না
তরুনী হচ্ছে চিত্তের বাড়াবাড়ি ভাবনা!
২৯।১২।২০২
২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪০
নীলসাধু বলেছেন: ছন্দ বা অন্তমিলে বেশি জোর দেয়ার কিছু নেই। এটা রপ্ত করার পর নিজে নিজেই কবিতা বা ছড়ায় চলে আসে। কবিতা বা ছড়া বা গদ্য বা কথাসাহিত্য যাই লিখুন তর নিজস্ব একটা ছন্দ তৈরি হয় যা মূলত পাঠককে ছুঁয়ে যায়।
ধন্যবাদ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: আগের থেকে ভালো হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+