নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শুধু বশ করার জন্যই ক্ষতি
সত্যি আজব তোমার চিন্তা-মতি!
আমাকে আমার মত থাকতে দিলে
স্বপ্ন পূরণ হতো, মিলতো দিলে!
আজও হয়নি লাভ, এতো লোকসান
আমায় করেছ উপেক্ষা, পেয়েছ অপমান!
তবুও হচ্ছে না নমনীয়; কঠোর-
আমায় করেছে উত্তেজিত, উগ্র, পরপর!
অনুগ্রহ আমায় ছেড়ে দাও স্বমতে
কিছু করে যেতে চাই জগতে।
আর করোনা দ্বন্ধ আমার সাথে
শেষ হয়ে যাবে নিশ্চয় তাতে।
একটু অতীত ভেবে দেখো না
সব ধ্বংস, চিন্তা করনা-ভাবনা?
খোয়াব দেখে দেখে বড়ই ক্লান্ত
আমার খেয়াল যেদিকে সেদিকে শান্ত।
সায় দাও, নয়তো তান্ডব চালাবো
সহজ-সরল পথ বেছে দেবো।
আমি চিনেছি বহু আগে সঠিক
আমি চোখ বুলাই অবশ্যই চারদিক।
ক্ষমা চাচ্ছি দাও থাকতে নিজমতে
তাহলে পাবো হৃদয় আনন্দে প্রভাতে।
কতকাল, কতদিন দিয়েছি কেটে ঘুমিয়ে
হয়নি আয় তাই নেই হৃদয়ে!
ফাঁকা, শূন্য-বন্য-ভিক্ষার অন্য
তাই হয়ে যাচ্ছি দিনদিন অনন্য!
পরিচিত সবাই ঠকিয়েছে করেছে অবহেলা
সেজন্য আজ আমার এই অবেলা।
০৩-০১-২০২৩
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: কী লিখবো তাহলে? আসে তাই মনের ভাব প্রকাশ করি, “বাংলা ভাষা”। বাস্তবে তো কেউ শুনার নােই। সবাই পাগলের প্রলাপ বলে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: এক কবি পনের হাজার কবিতা লিখেছেন। তারপর শেষ বয়সে আফসোস করেছেন।