নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তুমি কি আমায় পছন্দ কর? তুমি কি আমায় ভালবাসো? তুমি কি আমায় ভাবো? কোনো উত্তর নাই। কারণ আমি আজও জানতে পারি নাই কে আমাকে পছন্দ করে, কে আমাকে ভালবাসে, কে আমাকে ভাবে। আমিও কাউকে পছন্দ করি কি? ভালবাসি কি? ভাবি কি? বুঝতে পারলাম না নির্দিষ্ট ভাবে, বলতে পারছি না। তবে ভাবি, ভাবছি অহেতুক অনেক কিছু...। এই ভেবে প্রতিদিন, প্রতিরাত, প্রতিমুর্হূত যাচ্ছ। এখন খুব ইচ্ছে করে একজন তরুণীর সাথে কথা বলতে, হাত ধরে পথ চলতে। আগেও চাইতো মন, তবে সাহস পেতাম নাহ্, আদৌ নাহ্! কারণ আমি প্রতিষ্ঠিত পুরুষ নই। চাইলেই চাওয়া পূরণ করতে পারি না পারছি না। খুব কষ্টে আছি! চেষ্টা করতে করতে ক্লান্ত। তবুও চেষ্টায়রত।
পড়াশোনাও মানসম্মত করতে পারি নাই। মোটকথা কোনো কাজেই আমি নিখুঁত নই। পেরে উঠি না, পারছি না! সবাই এগিয়ে যায় আমি যাই পিছিয়ে তাই ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াতে হয়। যে দেখে সেই উপদেশ দেয় খুব বিরক্ত রাগে! আজ পর্যন্ত কোনো ঘনিষ্ট বন্ধু পেলাম না যে একটু সান্ত্বনা দেবে, প্রেরণা দেবে।
©somewhere in net ltd.