নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমার আছে চমৎকার তীব্র আগ্রহ
কল্পনায় ঘুরি সব, গ্রহ-উপগ্রহ...
হতে পারে দেহ, হারাই কখন
আকাশ-পাতাল, মন চায় যখন!
সাগর-নদী, পাহাড়-মরুভূমি সবই
খালি খালি, নেই শুধু তুমি!
আমার দেখতে সুন্দর লাগে সবুজ
এই বয়সেও কেমন যেন অবুঝ!?
একলা থাকতে লাগছে খুব বিরক্ত
নিশ্চয়ই শেষ নবী, প্রিয়, ভক্ত!
যথেষ্ট হয়েছে একা থাকার অবিজ্ঞতা
তরুণী কেবল মুছতে পারে ব্যকুলতা!?
১৮.০১.২০২৩
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: সারা জীবন কি শুধু পদ্যই লিখে যাবেন? গদ্য লিখবেন না?