নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ইচ্ছে হয় গুজে দেই চুলে-
ফুল!
পেয়ে যেন উঠে হৃদয় দুলে!
ইচ্ছে হই আনন্দিত, মসৃণ স্পর্শে
সুখ আসুক, নতুন নতুন বর্ষে!
ইচ্ছে হয় দেখে তার চেহারা
হোক চোখের শীতলতা, প্রীতি সেরা।
ইচ্ছে ধরি হাত, হাটি একসঙ্গে
প্রফুল্ল চিত্ত হয় যেন বহুরঙে!
ইচ্ছে রেশমি চুলে বুলাই হাত
কেটে যাক, পাশে থেকে প্রতিরাত!
ইচ্ছে করি আলাপ, বৈধ রতি
বাড়ুক দুজনের নয়নপ্রীতি, জ্যোতি!
ইচ্ছে হয় আরো কত কী?
আশায় আছি, স্বপ্নে বিভোর আরকি!
২৪.০১.২০২৩
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: ওকে। ভাল।