নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রথম শুরু

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

জানি না, তুমি জানো সব
আমার তন্দ্রা; তোমার নাই রব।
সম্পত্তি নাই; যা দেখি সমস্ত-
তোমার একমাত্র কর্তৃত্ব এবং রাজত্ব।
নিদ্রা যাই, তুমি যাওয়া না
খেয়াল করা হয়নি, কতকিছু অজানা...
মন আর দেহ হলে সুন্দর-
হয় নিখুঁত; ফুড়ুৎ নিশ্চয় পরপর...
তুমি দেখে পৃথিবী বলেছ ভাবতে
অনেকে খুঁজে পায় রহস্য তাতে।
প্রথম শুরু সৃষ্টি “এক” থেকে
তা জেনেও বহু গেছে বেঁকে!
পেলাম না জগতে এখনও কিছু
মৃত্যুর পরে না পেলে সবকিছু-
হায় হায় সব যাবে বৃথা
জীবনে দেখো অতি এতো ব্যথা!
এড়িয়ে গেছি রমণীর রূপ, সৌন্দর্য
এককী থেকে খুব বিস্মিত, আশ্চর্য।
যুবক-যুবতী করলে মিলন অবশেষে
জন্ম নেই মানুষ নতুন বেশে!
এটাই ঘটছে যা দেখছে সকলে
আন্দাজে কেন করে, কেন বলে?
পুর্বে ঘটেছে অনেক ঘটনা, নিয়ম
চূড়ান্ত হয়েছে; করেছে মানুষ অনিয়ম।
মোরগ-মুরগির মিলন দেখিছি সকলে
তারপর ডিম বাচ্চা তার ফলে!
৩০.০১.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত কিছু নিয়ে ভাবেন বাপরে

সুন্দর হয়েছে

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: একটুও ভাল হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.