নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দেখে ভীতু হই সব চাকচিক্য
আমার সাথে তোমার খুব পার্থক্য।
সাদাসিধা স্বীয়, অসাধারণ হতে ছুটছি
যতই চেষ্টা, আঁধারেই প্রবেশ করছি।
হতে চাই অন্ধকারে বাতি-দীপ্তি
হারিয়ে ফেলেছি সবার কাছে প্রীতি।
হতে চেয়েছি সকলের নজরে মানানসই
সম্ভব হয়নি, খুয়ান সেজন্য বই।
যতই পথে ঘুরি পথ ততই-
দেখা দেয় নতুন দিশা-পাই...
০৯.০২.২০২৩
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিশা না হারাইলেই হইলো