নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
এসো
সাইফুল ইসলাম সাইফ
তোমার স্পর্শ না পেয়ে দ্বীর্ঘশ্বাস
চারপাশে রূপ দেখতে দেখতে হাঁসফাঁস...!
কত আর কল্পনা করা যায়
কত আর বলো ভাবা যায়!
কত আর স্বপ্ন দেখা যায়
কত আর আত্মবিশ্বাস রাখা যায়!
বিতৃষ্ণা লাগে এখন সব, সবখানে
দিশাহারা হই দেখলে ফুল বাগানে!
প্রতিটি পুষ্পের সৌন্দর্যই তো সুন্দর
এতো আকাঙ্ক্ষা থাকার পরেও পর!
এতো সুখের চিন্তা করতে করতে
দুখে কেনো থাকি মরতে মরতে!?
ক্ষুধা মিটতে আর কতটুকু লাগে
মনচায় নিতে চাই সব ভাগে!
এসো সানন্দে আনন্দে আমার বুকে
তুমি ছাড়া অহেতুক ভালোবাসবো কাকে?
সহ্য করে আছি ঊর্ধ্বে চেয়ে
তৃপ্ত হবো তোমায় পাশে পেয়ে!
বলিতে বলিতে আজ খুব ক্লান্ত
চাইলে পাড়ি দেবো বিশাল প্রশান্ত!
উত্তরা, ঢাকা।
০৯.০৭.২০২৩
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।