নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চূড়ান্ত ঠিক
সাইফুল ইসলাম সাঈফ
বিভিন্ন বিষয় পড়ে যা বুঝেছি
আমরা কী যেন খুঁজে চলেছি?
ক্ষতিগ্রস্ত কিন্তু প্রত্যেকে, ভুলে বসেছি
আমরাই বলি, আমরাই অস্বীকার করছি।
আমরাই অন্যায় করি আর ভালোবাসি-
কেড়ে নেই মানুষের মুখে হাসি।
দ্বন্ধ এড়িয়ে বসা উচিত আলোচনায়
কী থাকে প্রতিটি মানবের ভাবনায়?
আমার দেশের প্রধানই জানে না
মানে না নিশ্চয়ই, শেখায় না!
জানি না অবশ্যই, বুঝি না
পারি না, উত্তমভাবে শিখি না।
পড়তে বলেছেন প্রথমে, পড়ি না
যে জানে, যার অজানা, ভাবনা।
আল্লাহ, রাসুল (সা.) কথাই চূড়ান্ত ঠিক
যেদিকই ঘুরো না এটাই দিক!
তুমি “ক” ধর্মের হও মানুষ
তুমি “খ” ধর্মের হও মানুষ
তুমি “গ” ধর্মের হও মানুষ
তুমি “ঘ” ধর্মের হও মানুষ
আমরাই “এক” আমরাই কিন্তু মানুষ
আমাদের থাকে হুশ, আবার বেহুশ।
তুমি চিন্তা করেই যে মতের
লাভ নাই সৃষ্ট, আমরাই রবের।
ভেবে দেখো না, কে সর্বোত্তম
প্রতিটি প্রাণীই একমুহূর্তে হারায় দম।
উত্তরা, ঢাকা।
১৬.০৭.২০২৩
২| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: মৃত্যু যখন তখন এসে যেতে পারে। সে বিষয়ে আসলেই আমাদের কোন হুঁশ নেই। আমাদের তৎপরতায় মনে হয় আমরা এখানেই চিরদিন থাকব।