নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ইনসাফ
সাইফুল ইসলাম সাঈফ
কারো না কারো অধীনে করেছি কাজ
ইনসাফ করেনি, বললে লাগে লাজ!
দেশে কি হলো সুবিচার কই
সহজ সরল তাই চুপ, সই।
এতো সস্তা কেন আমার শ্রম
আমার সবশেষ, তবে রয়েছে দম!
নিরুদ্দেশও হতে পারিনা সর্বত্র সীমানা
ধরা পড়লেই করে নাশ, জরিমানা।
পড়তেও পারিনা, পারিনা লিখতেও নিজে
চতুর-চালাকও নই তাই বাজে।
দেখায় কেবল কর্তা অতি কর্তৃত্ব
কেড়ে নেয় আমার অর্জিত স্বত্ব।
সম্মান দেয় না চায় শুধু
কারণ ওরাই খায় খাটি মধু।
ধ্বংস হয়ে যাক মিথ্যের আশ্রয়
সত্যের হোক বিজয়, চাই অভয়!
কৈফিয়ৎ দিতে হবে মনে রাখ
যখন থাকবে না কোনো ফারাক।
আমারও আছে ইচ্ছা, দীপ্তি, রাগ
আমারও আছে স্বপ্ন, সুপ্ত অনুরাগ।
উত্তরা, ঢাকা।
১০.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: পতন, সম্ভবনা তারপর আজ ইনসাফ।