নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
গুছিয়ে নিবো
সাইফুল ইসলাম সাঈফ
অগোছালো হলে গুছিয়ে নিবো যতনে
সুখ রেখেছি জমিয়ে এতো পরাণে।
এসো তাহলে সানন্দে পাশে-কাছে
একলা থাকা বিশাল কঠিন, মিছে।
বাস্তব অবিজ্ঞতা আমার একলা থেকে
শুধুই যন্ত্রণা, সব গেছে বেঁকে।
বৈরী আবহাওয়া সবসময় নিজ আকাশে
অনেক আকুতি নিত্য রাতে দীর্ঘশ্বাসে।
আমিও এলোমেলো তালবেতাল অগোছালো চলি
অহেতুক কী যেন মনেমনে বলি।
কল্পনা করে করে, ভেবে ভেবে
এই দোষ গেলো না কোনোভাবে।
অপ্রাপ্তি যে কত বড় ব্যথা
কোন কাজে যায় না জিতা।
প্রস্তাব করছি চাই পেতে তোমায়
নিরাশ করে দিও না, কাঁদায়।
প্রকাশ্যে দিয়েছি বলে, রাখিনি গোপন
হয়ে যাও হয়ে যাও আপন।
বলো বলো জানাবে কখন প্রিয়ও
খালি সত্যি পূর্ণ কর হৃদয়ও!
না পাওয়াই হলো আমার রোগ
তুমি এলে হবে নিরাময়, আরোগ।
উত্তরা, ঢাকা।
১১.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: ভালো।