নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আদান-প্রদানে
সাইফুল ইসলাম সাঈফ
প্রথম বার্তা আদান-প্রদানে আবদার
পূরণের জন্য উদ্গ্রীব হৃদয় আমার!
সে দেখতে চেয়েছে সাদা কাশফুল
কবে সুযোগ আসবে সেজন্য ব্যাকুল।
হায় পারবো কি যথা সময়ে
দেখার ইচ্ছে খুব মিলে উভয়ে।
অপেক্ষা করা তা যে কঠিন
তবুও চলে যায় যায় নিত্যদিন।
কিছুই আহামরি ঘটনা ঘটেনি
মনে হচ্ছে পেয়ে গেছি এখনি।
তবুও তো একপশলা সাড়া বৃষ্টি
কি-যে অপরূপ তরুণী, সৃষ্টি।
তার সাথে অনেক নিজের মিল
এক করে দাও না দিল!
তুমিতো জানো নিস্বঃসঙ্গ থাকা কঠিন
তবুও কেটে গেছে উত্তাল দিন।
সহ্য করতে পারছি না, সংযত
বিরত থাকতে থাকতে হয়েছে ক্ষত!
হে আল্লাহ দুচোখ কর শীতল
তাহলে ফিরে পাবো বুদ্ধি-বল।
যে কারণে হয়েছে আমার কষ্ট
সব হবে সবার কাছে স্পষ্ট।
সুখ চাই, সুখি হতে চাই
কেন আসে তবে দুঃখ, পাই!
উত্তরা, ঢাকা।
১৩.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৩
রাজীব নুর বলেছেন: ভালো।