নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পৃথিবী
সাইফুল ইসলাম সাঈফ
আমিই ফিলিস্তিন
আমিই বাংলাদেশি
আমিই আমেরিকান
আমিই ইন্ডিয়ান
আমিই আফ্রিকান
আমিই রাশিয়ান
আমিই ফরাসি
আমিই মুসলমান
আলাদা আলাদা দেশ
আলাদা আলাদা বেশ!
আলাদা আলাদা ভাষা
কিন্তু সবার একই আশা।
এক স্রষ্টা,
এক পথটা।
তুমি অস্বীকার কর তাই ভিন্নতা
সবাই এক কেউ নয় অন্যতা।
একই পিতার সন্তান পৃথক মতামতে
হতে পারি পার্থক্য রাত-প্রভাতে।
উত্তরা, ঢাকা।
১৩.১০.২০২৩
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: ভালোই লিখেছেন।