নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

এসো প্রিয়

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৫

এসো প্রিয়
সাইফুল ইসলাম সাঈফ

চাঁদের মতো আমারও আলো আছে
বুঝে না স্বজন, থেকেও কাছে!
মাঝে মাঝে জ্বলে উঠি দীপ্তিতে
কেন যেন মেঘে ডাকে তাতে।
খুশি আর আলোকিত করেছি এসে
কিছু ভুলে দেখে না হাসে!
নারী ছাড়া পুরুষ ভীষণ দুখি
কত না রূপের সুন্দর আঁখি!
তপ্ত যৌবন কেটে গেলো কেন
বুঝেও তারা নিশ্চুপ কারণ যান?
নাই নাই আমার কিছুই নাই
তবুও বারবার বলি তোমায় চাই।
থাকা যায় না, জটিল একা
সব থাকতেও লাগে খুব ফাকা।
নিঃসঙ্গ থাকতে চাই না আর
সাড়া চাই, একাকী প্রিয় তোমার!
যে দিতে চাও, বার্তা দাও
আমায় জেনে নিজের করে নাও।
উৎসুক হয়ে বসে আসি চেয়ে
দুলে উঠবো খুশিতে তোমায় পেয়ে!
এসো প্রিয় আপন করে নাও
আমার সাথে নির্জনে হারিয়ে যাও...

উত্তরা, ঢাকা।
২১.১০.২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন। দরকারী কিছু লিখুন। বাংলাদেশে কবি ও কবিতার দাম নাই।

২| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। নিজের মতই লিখবেন । মানুষ যা ইচ্ছে বলে বলুক

৩| ২২ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৮

মু, আমজাদ হোসেন বলেছেন: ছন্দ এবং অন্তমিল সম্পর্কে একটু পড়াশুনা করে নেবেন ।

আধুনিক কবিতা চিত্রকল্প নির্ভর । মনের সুন্দর ভাবনাগুলিকে ছন্দে প্রকাশ করলে তা পদ্য হয়, কবিতা নয় ।
কবিতায় শব্দচয়ন করতে হয় একটা একটা করে । কবিতা হচ্ছে ভাষার বিউটি পার্লার । একটু এদিক ওদিক হয়ে গেলে কবিতা ভাষাকে কুৎসিত করে দেয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.