নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পুরুষ
সাইফুল ইসলাম সাঈফ
সাহস করে নক করেছি দরজায়
তবুও তরুণী আগ্রহ না দেখায়!
খোলা জানালা, আশায় আশায় দিন
মিললে উজ্জীবিত, পাবো ফিরে সুদিন!
পুরুষ তোমার কি কি থাকা উচিত
যা থাকলে তোমার হবে জিৎ!
কেন আমার দায়িত্ব নিতে ভয়
কেন দেয়না কেউ সুযোগ, অভয়!
কেন সাফল্য দেয়না আমায় ধরা
স্কিল থাকা সত্বেও পিছিয়ে পড়া।
একই সময়ে বন্ধুরা যায় এগিয়ে
আমি কেন যাই সব হারিয়ে!
সঙ্গীর প্রেরণা, সহায়তা ছাড়া অসম্ভব
দুজনে লড়ে পাবো ফিরে সব।
হে পুরুষ কর্ম ছেড়ো না
এ ছাড়া জীবন শেষ, যাতনা।
লাঞ্ছিত, তুচ্ছ-তাচ্ছিল্য হবে নিত্য
অর্জন করলে পাবে সত্য কর্তৃত্ব!
হে নারী তোমায় পাশে চাই
তুমি আনন্দ আর সুখ তাই!
উত্তরা, ঢাকা।
৩০.১০.২০২৩
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৮
সাইফুলসাইফসাই বলেছেন: আমি লিখতে পারি না কিছু
এসে যায়, তাই ছুটি পিছুপিছু।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: আপনি কেন কবিতা লিখেন? কেন?