নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

থমকে

০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫১

থমকে
সাইফুল ইসলাম সাঈফ

অর্পিত দায়িত্ব নিতে পারবো না-
তাই সাহস করিনি, করছি না!
এখনও সে আবহাওয়া আসে নাই
মনে হয় করে যাই যিনাই!
ভুলেও ছুটতে নিষেধ করেছেন সেজন্য-
ধৈর্য্য! তবুও আছে ত্রুটি-বন্য!
বলতে পারিনি, পারি নাই অসম্ভব
অনুকূল পরিবেশ আসেনি, শেষ সব!
পুরুষ মানুষ একটু দোষ করে-
তাতে কি? তাকে আসল গড়ে!
প্রতিশ্রুতি দিতে পারিনি এটাই দুর্বলতা
বৃথা গেলো সময়, আসেনি সফলতা!
জয়ী হবো স্বপ্ন বুনেছি এসো
একসাথে পথ চলবো সানন্দে ভালোবাসো!
কে ধরতে চাও? খালি দুহাত
বৈধ কাটাবো নির্জনে মধুর রাত!
সঞ্চিত নাই কোনো কিছুই, মুক্ত
প্রতিদিনই পড়ি সবর্ত্র, স্বশিক্ষিত, উন্মুক্ত!
আমারও আছে অপবাদ, জোছনার চাদ
অসংখ্য রূপ এড়িয়ে দিয়েছি বাদ!
চাহিদা থাকা সত্তেও সঙ্গী ছাড়া-
প্রতিমুহূর্তেই যন্ত্রণা, কঠিন, অভিশপ্ত, দিশাহারা...
আর পারছি না, সানন্দে এসো
রোজগার করেই দিবো খরচ ভালোবেসো!
আমিই আসল যুবক যে সংযত
এতো কষ্ট করেও হইনি নত!
থমকে গেছি শুনে, আছে কি?
শারীরিক অক্ষমতা! উপহাস বারবার একি!
প্রত্যক্ষ করি নিত্য ভ্যবিচার এলাকায়
আর ওরাই গর্বিত, খুব ভাবায়!

উত্তরা, ঢাকা।
০৪.১১.২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো। সময় হয়ে বিয়ে করে ফেলবেন। তা না হলে রোজা রাখবেন
ভালো থাকুন

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে নিষ্কর্মা ব্যাক্তিরা।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সাইফুলসাইফসাই বলেছেন: সত্যি আমি কোনো কাজে খাপ খাওতে পারি না নিষ্কর্মা.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.