নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পূর্ণ্যতা-শূন্যতা
সাইফুল ইসলাম সাঈফ
পূর্ণ্যতার পরেও হতে পারে শূন্যতা
তখন ছুটলেও পূরনের জন্য ব্যর্থতা!
কারণ সব পাওয়া, মনমত না
হয়তো হতে পারে বিপদ, যাতনা!
নজির আছে পৃথিবীতে, রয়েছে ভিন্নতা
আছে হৃদয়ে হৃদয়ে অহং-কপটতা!
সব প্রাপ্তি পছন্দসই না হয়
কেউ মেনে নেয়, থাকে ভয়!
স্বাদ, গন্ধ, মনের জন্য প্রশান্তি
সবসময় মিললে একঘেয়েমি ও অশান্তি!
খুঁজে খুঁজেই আমরা খুব দিশাহারা
না খুঁজে অনেকে পেয়ে আত্মহারা!
জিৎ হওয়ার পরে আবার হারে
হারের পরেও আবার জিৎ মনকারে!
কত রকমের ঘটনা জগত জুড়ে
তবুও কারো কারো মন পোড়ে!
কেউ চাওয়া মাত্রই পেয়ে যায়
কেউ ছুটতে ছুটতে ক্লান্ত! হারায়!
আসলে সার্থকতা কি নিজের পছন্দমত
যদি তা হয় তাহলে ক্ষত!
সৃষ্টিকর্তা নিখুঁত ভেবে রেখেছে সব
কঠিন মনে হলেও কল্যাণ, রব!
তোমার সব কি খুব সুন্দর
না! কিন্তু অনেক কিছু সুন্দর!
সেটা কারে কারো তড়িৎ অন্তর
ভালো লাগা সৃষ্টি করে অতঃপর...
অবাক হওয়ার কিছু নেই কারণ
হারোনো পর খালি হলেই এমন!?
আসলে আমরা ছুটতে থাকি কেবল
আড়াল হলেই হয়ে যায় দখল!?
উত্তরা, ঢাকা।
০৯.১১.২০২৩
২| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
সাইফুলসাইফসাই বলেছেন: আমি কখনো কবিতা লিখবো ভাবিনি। লিখতে চেয়েছিলাম প্রবন্ধ যা এখনো লেখা অথবা তেমন পড়াও হয়নি। আসলে আমার পরিবারে শিক্ষার হার নাই বললেই চল। আমার পড়ার আগ্রহ হয়ে আমি মসিবত এ পড়ে যাই। তার মধ্যে আমার ভালো কোনো জব নেই লেখার পরিবেশ নেই। আমাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই। যারা আমার পরিচিত তারাও আরো বিরোধিতা করে।
আমার যা বই ছিলো তাও স্বজনে জ্বালা্য় বিক্রয় করে দেই।
আপনি যেহেতু উৎসাহ দিচ্ছেন বলুন কি নিয়ে লিখবো একটা আইডিয়া দেন। চেষ্টা করি।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া অন্য কিছু লেখার ক্ষমতা আপনার আছে?