নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রধান পথ

২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩

প্রধান পথ
সাইফুল ইসলাম সাঈফ

মনে মনে ভাবতাম প্রধান পথ
ধরে হেঁটে হেঁটে যাবো বহুদূরে
দেশের সীমানা পেরিয়ে দূর বিদেশে
অলিগলি ঘুরে ডুবে গেলে দিনশেষে!
কিছুই করতে পারলাম না, সূর্যাস্ত
আমার নাই, আমার নাই সমস্ত!
পাশে কেউ এলো না সানন্দে
যৌবনে থাকতে পারলাম না আনন্দে!
দুখেই গেলো সোনালী সময় আমার
পছন্দের হতে পারলাম, হৃদয় চুরমার!
সবকিছু ঠিকঠাক ছিলো, এলো বাধা
কুলিয়ে উঠতে পারলাম না, কাঁদা!
যদি পারতাম প্রশংসা পেতাম সবার
উপহাস, অবহেলায় জীবন আমার ছারখার!
একটা মানুষও দিলো না প্রেরণা
একটা মানুষও হাত ধরলো না!
খালি হাতে নিজে কত লড়বো
এগিয়ে যাবার গতি কীভাবে ধরবো!
পেরে উঠি না বারবার হার
আবার জেগে উঠি তোমায় দরকার।

উত্তরা, ঢাকা।
২৬.০১.২০২৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কিছুেই

টাইপো হয়েছে, ঠিক করে নিবেন।

জীবনে প্রশংসা করার, উৎসাহ দেবার, সব অবস্থায় পাশে থাকা একজন মানুষ অন্তত দরকার। আপনার জন্য শুভ কামনা৷

২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.