নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পাখির মত

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭

পাখির মত
সাইফুল ইসলাম সাঈফ

পাখির মত কতদিন বের হয়েছি
খালি পেটে! এই শহর ঐ শহর
মাঠ-ঘাট ঘুরেও কোনো আহার-
জোটেনি! মানুষের খাবার বেচা-কেনা-
হয়! খাদ্যের পসরা সাজানো সবখানে
ছড়িয়ে-ছিটিয়ে থাকে না! কিনে খেতে হয়!
না বলে খেলেই আছে নিশ্চয়ই ভয়!
মানুষের আয় করতে হয়! তারপর...
বিনিময় করে চলতে হয়!
তবুও অনেকে দ্বারে দ্বারে যায়।
আবর্জনায় পচা-গলা যা মিলে-
গিলতে তা সত্যিই খুবই কঠিন!
আমরা পাখি নই, পাখির মত নই
কত না ভাবে আমরা রই!
কখনো কখনো জোটে
প্রতিদিন আশেপাশে ফুল ফোটে!
সুবাস ছড়ায়, মুগ্ধ করে
আবার কেউ মারে....
আমার আছে প্রতিবন্ধকতা
আমার আছে দৃঢ়তা!
সুখের জন্য প্রায় সবাই ছুটে
তবুও বহুর হৃদয় যায় টুটে!

উত্তরা, ঢাকা।
১১.০২.২০২৪

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.