নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আগ্রহ দেখালো
সাইফুল ইসলাম সাঈফ
যে আগ্র্রহ দেখালো, সে আশাহত
তাই আমার হলো না প্রভাত!
আমি ফিরে ফিরে তোমায় খুঁজিগ
ভয় কারণ আমার নাই রুটিরুজি!
তোমার পথপানে চেয়ে থাকার দুঃখ
আমায় করে বলিষ্ঠ আর সূক্ষ্ম!
এসো হাত বাড়িয়ে দিলাম তোমায়
আমিই খাওয়াবো ভাত করে কামায়।
বেলা গরিয়ে সন্ধ্যা যাবে চলে
নির্দিষ্ট সময়ে সনাক্ত না করলে।
আমি পেরেছি মনে হয়, আকর্ষণ
প্রতিউত্তর দিচ্ছো না যার কারণ।
এদিকসেদিক না ভেবে ধরো হাত
দেখবে যাবে সুখে দিন-রাত।
এলো না একথা বলো না
আমায় নিরাশ আর করোনা, যাতনা!
দেখো এই বুক মরু সাহারা
প্রেম দিয়ে জাগাও, কর আত্মহারা।
প্রতিদিন সূর্য ওঠে, না উষ্ণ
মনে আমার ভীষণ আঁধার কৃষ্ণ।
মিষ্টি হেসে বাকা নয়নে তাকিও
চোখের মায়ায় মুগ্ধ আমায় দেখিও।
তোমায় ভেবে হচ্ছি খুব খুশি
চাঁদের আলোয় আলোকিত, গভীর হাসি!
পূর্ণ করবো শূন্য-না-ফাঁকি
খুব খুব সুন্দর আঁখি একি...
খোঁজ নিলাম সাড়া-শব্দ নাই
কীভাবে আমি মনে সান্ত্বনা পাই।
সেক্টর- ০৫, উত্তরা, ঢাকা।
০২.০৩.২০২৪
০৩ রা মার্চ, ২০২৪ সকাল ১০:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: শিখতে চাই আপনার কাছে। ব্যবস্থা করুন পড়তে টাকা লাগে।
২| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:০৯
মু, আমজাদ হোসেন বলেছেন: বাংলা কবিতাকে আপনি পেছন দিকে ঠেলে দিচ্ছেন । কবিতার ছন্দ আর বাংলা বানান নিয়ে একটু পড়াশুনা করে নিন ।