নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধ কর

০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৩

মুগ্ধ কর
সাইফুল ইসলাম সাঈফ

যদি বাঁচতে চাও মুগ্ধ কর
প্রায় সকলের পছন্দ! প্রশংসা কর।
মন্দ মানুষের ভালো লাগে না
প্রায় সবার মনে বিদ্যমান আবর্জনা।
তুমি চাওনা তবুও হয় ত্রুটি
সবার প্রয়োজন খাদ্য আর ছুটি।
আমার কিছুই নাই, শক্তিও না
তবে রাগ ওঠলে ছাড়ি না-
প্রবল শক্তি দেখাই! খুব শক্তি
ক্রোধ কমলে হই শান্ত-প্রশান্তি!
মেনে নিতে পারি না মিথ্যে
হয় না আমার কিছুই যথাযথে।
কষ্টের পরে স্বস্তি সুনিশ্চিত, চূড়ান্ত
এই অনুভূতি সবার আছে। ঘুমন্ত।
প্রায় মানুষ ক্ষমতা দেখায়! দুর্বল
সেও দেখায় হলে ক্ষমতাধর-বল।
শক্তি কাছে সবাই হার মানে
মিল হলে মনে, হৃদয়ে, প্রাণে।
সকল প্রশংসা আল্লাহর কারণ সর্বশক্তিশালী
বিপথগামী হলে সব ভুলি, বলি।
রাগ ওঠার বহুকারণ, তুমি নাই
এটাও একটা কারণ, তোমায় চাই।
পাশে থেকে দেখো হবো শীতল
বুঝে আসবে সব কিছুর অতল।
দোষ আগে না দেখে জানো
বিচার কর ন্যায় বিচার, প্রাণো।
একা একা থাকা খুবই কঠিন
বেদনায় যায় খুশির সব দিন।
তুমি ছাড়া কোথাও নাই আনন্দ
মনে জাগে হয় রোগ সন্দ!
একলা আর থাকতে চাই না
চলে এসো চিত্তে, পাশে, যাতনা।

সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
০৩.০৩.২৪

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.