নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
টগবগে
সাইফুল ইসলাম সাঈফ
প্রভু পড়তে বলেছেন, কয়জন পড়ে
সবাই চায়, দালান-কোঠা, গড়ে।
টগবগে যৌবন, তারুণ্য, লাবণ্য, অনন্য
যত্ন না পেলে হয় বন্য!
দিন বেলা খাদ্য-ই জীবনে সব?
না মিললে মনের খোরাক, ভাব!
দিন শেষে সবশেষ সব হারা
যতই থাক স্বজন, প্রিয়জন তারা।
অর্থে কি পূণ্যই হয় সব?
না! হয় পাপ, লোকসান, ক্ষোভ!
অর্জন নাই বিধায় স্বীয় অবহেলিত
যদি থাকত, কবেই হতাম বিবাহিত!
সংযত, ভদ্র, সৎ থাকা কঠিন
আসে না ফিরে জগতে সুদিন।
অল্পেই তুষ্ট ছিলাম, আছে স্বপ্ন
এগিয়ে উঠেছি চূড়ায়, হঠাৎ ভগ্ন!
কারণ সমর্থন, সহযোগীতা ছিলো না
একা চেষ্টায় সফলতা এলো না!
কারণ মানুষের একা থাকা অসম্ভব
যদি বুঝতাম আগে হতো সব।
আমাকে পরাজিত আর করতে বিরত
তৈরি হয়েছে বাধা, রয়েছে অবিরত।
একাগ্র থাকার কারণে নিজ চিন্তায়
লাঞ্ছিত, উপহাস, নিত্য থাকি ভাবনায়।
আমি জিততে চাই এসো না
প্রিয়, মুছে দাও যত যাতনা।
দড়িপাড়া, তুরাগ, ঢাকা।
১৯.০৪.২০২৪
©somewhere in net ltd.