নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

শেষতক

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪০

শেষতক
সাইফুল ইসলাম সাঈফ

কখনো অনুভূত হতো না আমার
কিন্তু এখন ভীষণ অনুভব বারবার!
বাস্তবতা ছিল না, শুধু ভাবতাম
কত কিছু করব তাই করতাম।
তা ছিল কেবল কল্পনায়, ভাবনায়
প্রতিদিন-ই থাকি আমি ডুবে যাতনায়।
না ছুঁয়েই আমি শেষ, শেষ
কোনো ভাবেই পারছি না বেশ!
অহেতুক, ঝামেলায় জড়াতে চাই না
জড়িয়ে যাই। সমস্যা চাই না
জর্জরিত! একটুও ছাড়ে না, বেদনা!
দরিদ্র ঘরের ছেলে নিজে বুঝলে
বাবা হারিয়েছি সেই নবজাতক সময়ে
সঞ্চয় রেখে যায়নি, গেছে ক্ষয়ে।
ভাই-বোন মিলেমিশে রেখেছে যতনে
তবুও ইচ্ছে অপূর্ণ, পূর্ণ স্বপনে।
অসময়ে আগ্রহ হলো অনুরাগ পড়তে
ছুটতে শুরু করলাম চূড়ায় পৌঁছতে।
বাধা দিলো স্বজন, কী হবে?
হলো না তাই আমার তবে।
সংগ্রহে থাকা সব দিলাম বিক্রয়
আর পারছি না করতে ক্রয়।
আমার স্তরে থাকা সবার অপছন্দ
পড়াশোনা! যখন বুঝলাম তখনই আনন্দ!
কত আত্মচিৎকার করেছি ভালো লাগে
বুঝাতে বুঝাতে ধ্বংস করলাম রাগে।
শেষতক সব বদনাম আমার, দোষও
ভালবাসি বলল না, অসম্ভব বলতেও!
রয়ে গেলাম একলা, খুবই শূন্যতা
কেনো আমার এত এত বিষণ্ণতা।
কেনো আমার এত হারানোরে প্রবণতা
কেনো আমি হই, এত বিফলতা।
তুমি আসলে কি হবে সমাধান
এসো তবে চেষ্টা করব আপ্রাণ।


দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৩.০৪.২০২৪

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। যে আসার নয় তারে নিয়া ভাবার দরকার নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.