নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শোধরাতে দেয়নি
সাইফুল ইসলাম সাঈফ
কেউ কাউকে এমনিতে দেয় না
কারো মন এমনিতে পেতে চায়না!
আমারও ইচ্ছে, স্বপ্ন, চাহিদা রয়েছে
চেষ্টা করে যাচ্ছি, অভাব আছে।
কিশোর সময় থেকেই ছুটছি কাজে
এড়িয়ে গেয়েছি রমণী, থাকতাম লাজে।
ভয়ও হতো, সুযোগও আসেনি অত
দেখা যায় রূপ শত শত।
আমারও মায়া হয়, মায়া আছে
কাঁদে মন, চোখে অশ্রু ঝরছে!
আমি তো শিক্ষিত হতে চেয়েছি
বুঝে প্রভুকে বিশ্বাস করতে চেয়েছি।
আমার দ্বারা অর্থ হয়েছে লোকসান
সেটার জন্য সবার পাশে বেমানান।
শোধরাতে দেয়নি, নিয়েছে সে উসুল
স্বীকার করছি হয়েছে আমার ভুল।
মাফ কর, নিজ চিন্তায় চলো
হয়তো পেতে পারো আঁধারে আলো।
আমায় আর দিও না বাধা
সুখ আমার হয়ে গেছে কালোসাদা!
পেরে উঠি নাই সেজন্য অবহেলায়
দুর্বল বিধায় হয়রানি আমার অবেলা।
আমার পছন্দই সুন্দর স্বীয় আনন্দিত
ঠিকই হবে একদিন খুব নিন্দিত।
পড়তে চাওয়া কখনো না বেঠিক
এটাই দেখায় সহজ সরল দিক।
ছাড় দাওনি নিয়েছো ত্রুটির প্রতিশোধ
ঘুরে বেড়িয়েছি অহেতুক, তীব্র রোদ।
খালি হাতে কী করতে পারি
সুপারিশ করে না, গিয়েছি ছাড়ি।
চুরি করি নাই, ডাকাতি না
খুন করি নাই, করিনি যেনা।
কারো মাথায় আঘাত করি নাই
সাজা দিবে এমন অপরাদ নাই।
তবুও আমি পরাজিত! বাড়ছে ক্ষত
ধ্বংস হোক মূর্খ, অহংকারী যত!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৫.০৪.২০২৪
©somewhere in net ltd.