নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কোণঠাসা

২০ শে মে, ২০২৪ রাত ১১:০৯

কোণঠাসা
সাইফুল ইসলাম সাঈফ

সম্ভবত প্রায় সময় দেখা যায়
মেয়েরা বয়ঃসন্ধি কাল থেকেই ভাবায়।
চলাচলে প্রায় প্রত্যেকের নজরে পড়ে
বিত্তবান ছেলে হলেই উপযুক্ত ধরে।
বিত্তের অনেক ধরণ আছে সমাজে
উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তও বিয়েতে সাজে।
কোনো বিত্তে না থেকেও যদি-
মনে মিল হলেও হয় শাদি।
বিভিন্ন ঘটনা দেখায় যায় দেশে
অর্থ উপার্জন থাকলেই খুশি-বেশে।
যথা সময়ে বোনদের হয়েছে বিয়ে
ভাইরাও করেছে, নিজে কী দিয়ে!?
সেজন্যই আজ আমি খুব একা
দেখা হয় কত তবে ফাঁকা।
ছিলো না বিধায় তারা ভাবেনি
আমি পাইনি আমার উচিত সম্মানি।
খালি তামাশা দেখেই গেলাম প্রতিদিন
কোণঠাসা করে রেখেছে, ঘরেই পরাধীন।
কারণ নাই আমার নাই টাকা
চলে না আমার গাড়ির চাকা।
সুযোগ এলেও হয়তো কাজে আসেনি
পরাজিত তবুও দিন শেষ হয়নি।
ইচ্ছে, চাওয়া, স্বপ্ন, চাহিদা আছে
নেই প্রেরণা, সান্ত্বনা, সব মিছে!


দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২০.০৫.২০২৪


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য

সুন্দর হয়েছে কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.