নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রমণী

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

রমণী
সাইফুল ইসলাম সাঈফ

রমণী তোমায় খুঁজি রূপ-সৌন্দর্যে
এটার আছে গুরুত্ব কারণ সুন্দর!
রমণী তোমায় খুঁজি বংশ-মর্যাদায়
কারণ আভিজাত্যে বিদ্যমান গৌরব-সম্মান।
রমণী তোমায় খুঁজি ধন-সম্পদে
কারণ যা লাগে বিপদ-আপদে।
রমণী তোমায় খুঁজি দ্বীন-ধর্মে
কারণ গুণী বুঝা যায় কর্মে।
উন্নত চরিত্রের মানুষ হয় সফল
প্রেরণা-আশা পেলে অসম্ভব বিফল।
এসো হে তরুণী উজ্জীবিত করো
চিরদিনের জন্য আমার হাত ধরো।
কারণ আমার প্রাধান্যে সত্য অন্তর
ধৈর্য-সহ্য করে আছি অতঃপর-
এসো উৎফুল্ল, এসো প্রফুল্ল, রহস্য
সদা থাকি যেনো খুশি-হাস্য!
অল্প ধার্য করো তোমার দেনমোহর
নিঃসঙ্গ বিরহে কেটে যায় প্রহর।

উত্তরা, ঢাকা।
২৯.০৯.২০২৪


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯

জনারণ্যে একজন বলেছেন: ভাইজান, মাফ কইরা দেয়া যায় না?

আপনি নাহয় বদহজমজনিত কারনে এইসব উচ্চমার্গের কবিতা প্রসব করে আমাদের গলাঃধকরণ করতে বাধ্য করেন, কিন্তু প্রবল-অনিচ্ছাকৃত ওই গলঃধকনের পার্শপ্রতিক্রিয়া স্বরূপ আমরা যে বদহজমে আক্রান্ত হই, ওইটার দায়ভার কি আপনি নিবেন!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

অরণি বলেছেন: জনারণ্যে একজন বলেছেন যে, ভাইজান, মাফ কইরা দেয়া যায় না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.