নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভাব প্রকাশ

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১২

ভাব প্রকাশ
সাইফুল ইসলাম সাঈফ

দিনে দিনে বাড়ছে অর্থে দাম
খ্যাতি চূড়ায় ওঠছে তোমার নাম।
আমি নগণ্য, তোমায় চেয়েছি পেতে
বিফল হবে, কষ্ট দিনে-রাতে।
সম্ভব হয়নি, পারিনি ডাক্তার হতে
সম্ভব হয়নি, পারিনি ইঞ্জিনিয়ার হতে
সম্ভব হয়নি, পারিনি অফিসার হতে
সম্ভব হয়নি, পারিনি বিত্তশালী হতে।
তবে স্বপ্ন দেখেছি, চেয়েছি হতে
সবসময় যথেষ্ট অর্থযুক্ত ভাবে চলতে।
আকর্ষণ করিনি ওৎ পেতে থেকে
কখনো ভাবিনি সুন্দর চিত্র একে।
চঞ্চল ছেলেটা আজ ভাবুক,উদাসীন
ভাব প্রকাশ করে যাচ্ছে দিন।
তোমার চেহারা দেখার জন্য আকুলতা
তোমার সাথে কথা বলার ব্যাকুলতা।
পাত্রী হিসেবে একবার দেখা দাও
আমার মনে একটু সান্ত্বনা দাও।
তোমায় রাখব খুবই যতনে আদরে
ভালোসায় যন্ত্রণা দিবো দূর করে।

উত্তরা, ঢাকা।
২৭.১০.২০২৪







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ে করে ফেলেন এবার।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: করতে তো মন চায়, আয় তো নেই। কেউ যদি এই গরীবে কাছে বিয়ে দিতে চায় জানাবেন।

২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৬

জনারণ্যে একজন বলেছেন: @ সাইফুল, যদি কিছু নাই হইতে পারেন, তবে অনেকের মতো চাপাবাজ হইয়া যান।

জ্ঞানগর্ভ কথাবার্তা বলবেন, গুগল-মুগল কইরা, অন্যের থেকে কপি-পেস্ট মাইরা, ফেসবুকে-ব্লগে বিশাল সব পান্ডিত্যপূর্ণ পোস্ট দিবেন। মন্তব্য করবেন এমন ভাবে, যেন সবাই আপনের জ্ঞানের পরিধি সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করে - তবেই মনে করেন জয় সুনিশ্চিত। কারো না কারো চোখে পইড়া যাইবেন'ই।

পরবর্তী ফলাফল - প্রেম, বিবাহ ইত্যাদি ইত্যাদি। অন্ততঃ হাতের উপর ভরসা কইরা রাত কাটাইতে হইবো না।

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: চাপাবাজ হওয়া সম্ভব না! চাপাবাজী পারলে সমস্যাই থাকতো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.