নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সানন্দে অনুরাগে
সাইফুল ইসলাম সাঈফ
তোমার দুষ্টুমি আমার খুশির কারণ
দোষ নয়, করছি না বারণ।
ছেড়ে যেতে আসিনি, চাই অনন্তকাল
তোমার সাথে ঘুরবো সারা বিকাল।
তোমার কাছেই সুখ খুঁজি প্রতিমুহূর্ত
দিতে হবে না কোনো শর্ত।
প্রতিদিন কত কত রূপ দেখি
ওগুলো না হৃদয়দোলা, না মাখি।
সারাদিন এদিক সেদিক কত চলি
দিনশেষে ঘরে ফেরা, কথা বলি।
নজির আছে পৃথিবী জুড়ে অজস্র
কেমন প্রেমে মানুষ খুশি সর্বত্র।
মিলেমিশে যদি থাকি আমরা দুজন
চারদিকে শুনবে সবাই মধুর কূজন।
সন্ধ্যা হলে যায় ডুবে যায় সূর্য
আবার উঠে, হয় প্রভাত আশ্চর্য!
সবসময় কী থাকা সম্ভব আনন্দে?
যদি হও মনঃক্ষুণ্ণ, কখনো দ্বন্ধে।
ভুলিয়ে দিবো যাতনা সানন্দে অনুরাগে
সুবাসিত করে দিবো নিমিশে গুলবাগে।
উত্তরা, ঢাকা।
১৮.১১.২০২৪
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ
খুব সুন্দর
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ কবিতা।
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
এম ডি মুসা বলেছেন: সুন্দর
১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০
আজব লিংকন বলেছেন: সুন্দর অনুভূতি।।
১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: চমৎকার অভিব্যক্তি!
১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যাবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।