নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

খ্যাতি শুনে

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

খ্যাতি শুনে
সাইফুল ইসলাম সাঈফ

হাজার হাজার মানুষ তোমার গুণে
পছন্দ করতে পারে খ্যাতি শুনে।
প্রস্তাবও পেতে পারো বহু যুবকের
সারা দেওয়া, হওয়া অসম্ভব প্রত্যেকের।
তুমি মুগ্ধ করতে পারো সারা দুনিয়া
তবে বাঁচতে হবে একজনকে নিয়া।
একলা থেকে গেলোও হয় দোষী
ফলন আসে না, ছাড়া চাষী।
প্রশ্ন করবে কীভাবে কাটলো দিন
কীভাবে তুমি থাকলে একদম স্বাধীন?
সম্মান পেতে হলে সময়ের কাজ
করতে হবে সময়মত, নয়তো লাজ।
পরিপক্ক তুমি অবহেলা করো না
হারাবে দিন-রাত, বাড়বে যাতনা!
বাছাই করে নিতে হবে প্রিয়জন
যে মান দিবে করবে আপন।
মন্দ ক্রিয়া প্রায় সবার হয়
ফিরে আসাই হলো নিজ বিজয়।
আসলে আমরা কেউ যা ইচ্ছে-
তা করতে পারি না, চলছে…
প্রশংসা করি তুমি প্রশংসিত হও
অভিলাষ তুমি নতুন জীবন সাজাও।
অপেক্ষা সব নয় ছুড়তে কাদা
পৃথিবীর অনেক প্রাণের মন সাদা।
দোয়া রইলো বিবেক থাকুক তরতাজা
যদি রাণী হও আমি রাজা।

উত্তরা, ঢাকা।
১৯.১১.২০২৪

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

এম ডি মুসা বলেছেন: সময়ের কাজ সময়ে করতে পারি না। আমি ই ব্যর্থ

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: আমিও পারি না তাই আমিও ব্যর্থ

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: কলম চলুক অবিরাম!

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া জি

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন খুশি হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.