নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

আমার দেশ
সাইফুল ইসলাম সাঈফ

ইয়াহিয়া খান এর আদেশে
সেনাবাহিনী
হত্যাযজ্ঞ চালায় নিজ দেশে।

শেখ হাসিনা এর আদেশে
পুলিশ
হত্যাযজ্ঞ চালায় নিজ দেশে

আসলে জাতে ওরা এক
ক্ষমতার লালসা ওদেরে অনেক।
পাকিস্তান সরকার করেছিল আত্মসমর্পণ
আওয়ামী লীগ পালিয়েছে ভয় পেয়ে মরণ।
যদি ইয়াহিয়ার সরকার জিতে যেতো
মুক্তিযোদ্ধারা সব দেশদ্রোহী হতো।
আজ হেরে গেছে হাসিনার সরকার
বলুন কী ওদের এখন আকার?
১৯৭১ এ পালিয়ে গিয়েছে ভারতে
২০২৪ এ পালিয়ে গিয়েছে তাতে।
ধ্বংস করা হলো মূল উদ্দেশ্য
মানুষ হত্যা করেছে প্রকাশ্য।
ওদের জন্য এই সোনার দেশ
থাকতে পারলো না বেশ।
ভাবতে পারেন কী, আছে জানা?
যদি জয়ী হতো হাসিনা
শিক্ষার্থীতে পূর্ণ হতো জেলখানা
বেড়ে যেতো জনগণের যন্ত্রণা।
আমার জন্মভূমির কতরকম নাম
যদিও আছে বাংলার সুনাম।

উত্তরা, ঢাকা।
২০.১১.২০২৪








মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

আহরণ বলেছেন: ভাইয়া, আপনি কি রাজাকারদের সাথে চলাফেরা করেন?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২

সাইফুলসাইফসাই বলেছেন: তাদের বিরুদ্ধে কিছু বললেই রাজাকার। সেজন্যই তো শেখ হাসিনার পতন হলো।

২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: মানে কি? শেখ হাসিনা ভিলেন? তার কোনো অবদান নেই?

রাজাকারদের বিচার কে করলো? শেখ মুজিবের হত্যাকারীদের বিচার কে করলো?
পদ্মাসেতু, মেট্রোরেল কে করলো? জংগীদের কে ধরলো? এলিভেটেড এক্সপ্রেসওয়ে কে তৈরি করলো?
জামায়াত শিবিরদের কে থামিয়ে রাখলো?

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১০

সাইফুলসাইফসাই বলেছেন: প্রতিটি মানুষের অবদান আছে কিন্তু তার মন্দ দিক তাকে ডুবিয়ে দেয়। সে যে এতগুলো মানুষ হত্যা করলো আপনি তাহলে সমর্থন দেন এই হত্যাযজ্ঞের ভাবতে অবাক লাগে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আমার দেশ সবার সেরা! কিন্তু দিল্লী এবং পাকিস্তান আমাদের পিছ ছাড়ছে না। খালি দাদাগিরি করে।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখছেন দলকানা কত। এরা হাসিনার পৈচাশিকতা দেখে নাই মনে হয়।

সুন্দর হইছে

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: ওরা দলকানা কিছু দেখেতে পায় না। পাকিস্তান আমলেও উন্নতি হয়েছে। শুধু ক্ষমতা হারানোর ভয়ে মত পার্থক্যের কারণে যুদ্ধে জড়িয়ে দেশ ধ্বংস করেছে।

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭

জুল ভার্ন বলেছেন: হাসিনার চাইতে অলরাউন্ডার স্বৈরশাসক দুনিয়ায় আর কখনো আসেনি এবং আসবেনা বলেই আমার বিশ্বাস।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.