নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মুসলিম
সাইফুল ইসলাম সাঈফ
হিন্দু ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
বৌদ্ধ ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
খ্রিস্টান ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
ইহুদি ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
মুসলিম ঘরে জন্ম নিয়ে এখন সে মুসলিম
প্রায় প্রতিটি ধর্ম থেকে প্রত্যাবর্তিত মুসলিম
সৃষ্টিকর্তায় অবিশ্বাসীও প্রত্যাবর্তিত মুসলিম
এদের থেকে হয়েছে বড় বড় আলিম।
তুমি চাইলে করতে পারো ধর্ম ত্যাগ
তুমি চাইলে করতে পারো মনক্ষুণ্ণ, রাগ।
মুসলিম হয়ে জন্মে পৃথিবীর মানুষ
কারো থাকে হুশ, কেউ হয় বেহুশ।
সর্বশক্তি যার সে হলো সর্বশক্তিমান, স্রষ্টা
কত মধুর লাগে পানি পেলে তেষ্টা।
যে জানে সবকিছু সর্বজ্ঞাতা
তাকে মানলে পায় জীবন পূর্ণতা।
আল্লাহ এক অদ্বিতীয় তিনি
তিনি প্রজ্ঞাময় আমরা মানি।
এসো মুসলিম হই, সৃষ্টিকর্তাকে জানি
তাকে মানলে উভয় জগতে হবে সম্মানী।
বংশ পরম্পরায় সবাই হয় না মুসলিম
আদম ও হাওয়া আদি পিতা-মাতা মুসলিম।
উত্তরা, ঢাকা।
২১.১১.২০২৪
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
জটিল ভাই বলেছেন:
মুসলিম ধর্মে হওয়ার চেয়ে কর্মে হওয়া বেশি জরুরী।
সুন্দর লিখেছেন।
২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা পছন্দ হয়েছে।
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন খুশি হলাম
৪| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: মুসলিম আর ধার্মিক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে।
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০২
সাইফুলসাইফসাই বলেছেন: প্রকৃত মুসলিম ধার্মিক সত্যি খুব ভালো মানুষ হয় জগতে
৫| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৬
এম ডি মুসা বলেছেন: ধর্ম বিভক্তি তর্ক বিতর্ক পছন্দ করি না
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: নিজে চুপ থাকলে অন্যে চুপ থাকতেও দেয় না
তাই তর্ক বিতর্ক থাকবে, সমস্যাও সমাধণ হয় না।
৬| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩০
অগ্নিবেশ বলেছেন: তুমি চাইলে করতে পারো ধর্ম ত্যাগ। বাহে, ধর্ম নিয়ে লিখতে গেলে কিছু ত পড়াশোনা করবেন, মনের মাধুরী দিয়ে লিখলেই ধার্মিক হয়ে যাবেন?
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৯৩/ আহ্কাম (كتاب الأحكام)
হাদিস নম্বরঃ ৭১৫৭
৯৩/১২. বিচারক উপরস্থ শাসনকর্তার বিনা অনুমতিতেই হত্যাযোগ্য আসামীকে মৃত্যুদন্ড প্রদান করতে পারেন।
৭১৫৭. ‘আবদুল্লাহ্ ইবনু সাববাহ্ (রহ.) আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত যে, এক লোক ইসলাম গ্রহণ করার পর আবার ইয়াহূদী হয়ে যায়। তার কাছে মু‘আয ইবনু যাবাল (রাঃ) এলেন। তখন সে লোকটি আবূ মূসা (রাঃ)-এর কাছে ছিল। তিনি (মু‘আয (রহ.)) জিজ্ঞেস করলেন, এর কী হয়েছে? তিনি বললেন, ইসলাম গ্রহণ করেছিল। আবার ইয়াহূদী হয়ে গেছে। মু‘আয (রাঃ) বললেন, একে হত্যা না করে আমি বসব না। আল্লাহ্ ও তাঁর রাসূলের (এটাই) বিধান। (২২৬১) (আধুনিক প্রকাশনী- ৬৬৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৭১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: সবকিছু কী জেনে আসা সম্ভব বলুন?
৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩২
অগ্নিবেশ বলেছেন: এই ধর্ম একটা মাফিয়া গ্রুপের মত, ঢোকা সহজ কিন্তু বের হলেই কল্লা নাই।
৮| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: এরকম ফালতু কবিতা লেখা বাদ দেন।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪
সৈয়দ কুতুব বলেছেন: সত্য বচন!