নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চাঁদের সৌন্দর্যে
সাইফুল ইসলাম সাঈফ
চাঁদের সৌন্দর্যে প্রায় প্রত্যেকে মুগ্ধ
প্রায় প্রতিটি পুরুষ রমণীতে দগ্ধ।
সুন্দর রূপে সবার চোখে বিস্ময়
এই সুরম্য দেখে শীতল, তন্ময়!
তরুণীর দেহে এত যে আকর্ষণ
নজরে পড়লেই শুরু হয় বর্ষণ।
তুমি একলা আছো বিধায় বিষণ্ণ
তুমি ঠিক, বৈধ নিয়মে অনন্য।
মনোহর, না দেখলে অশান্ত চিত্ত
জড়াতে হয়, না থাকলেও বিত্ত।
ব্যভিচারের কাছেও যেওনা তা জঘন্য
বিরত থাকাই উত্তম, কাঙ্ক্ষিত স্বপ্ন।
যুবক-যুবতীর করতে হয় রতিক্রিয়া
না করলে ক্ষতিগ্রস্ত প্রিয়া।
সত্য পন্থায় হয়ে যাও একত্র
খুশিতে থাকবে তুমি নিত্য সর্বত্র।
সঠিক পথে থাকলে যত কণ্ঠকময়
সহজে জড়ানো যায় ভুলে, ক্ষয়।
প্রস্তাব করছি হতে পারো আমার
ভালোবাসবো সারাজীবন দিন-রাত বারবার।
ত্রুটি যদি করি শুধরে দিও
যেওনা পেলে তুমি দূরে কখনও।
সহজ সরল পথে থাকো একাগ্রচিত্তে
শেষমেশ প্রশান্তি থাকে নিশ্চয় তাতে।
শোনো তুমি এখন পরিপূর্ণ রূপবতী
একাকিত্বে হারাবে সুখ যা ক্ষতি।
এ সমাজ জটিল করছে সব
পাখিরা করতে পারে না কলরব।
ধ্বংস করে দিচ্ছে, নগ্ন পরী
দিনদিন বাড়ছে গ্লানি, পেরেশানি।
তোমার প্রতি আমি ভীষণ উদগ্রীব
তুমি খুব সুন্দর আর আজিব।
তোমায় ভাবলে হয়ে যাই উষ্ণ
আমায় জানার জন্য কর প্রশ্ন।
মনে করেছি সময় হলে পাবো
তোমায় নিয়ে জীবন তরী ভাসাবো।
ছুটেছি অর্থের জন্য, জোগাড় হয়নি
তাই কেউ আমায় নিয়ে ভাবেনি।
তুমি হতে পারো আমার জোছনা
তোমায় আমি করি খুব কামনা!
উত্তরা, ঢাকা।
১০.০১.২০২৫
১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৪
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০২
সাহাদাত উদরাজী বলেছেন: ুগ পাল্টেছে ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৫
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা দেখি ১৮+