নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ডালিম গাছ

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭

ডালিম গাছ
সাইফুল ইসলাম সাঈফ

একদিন একটি চারা কুড়িয়ে পাই
অবহেলা আর অযতনে জন্মেছে
চারাটি কী গাছের, অজানা ছিল
তুলে এনে লাগানো হয় আঙিনায়।
আমরা ভাড়া থাকতাম, আরো অনেকেও
নিজ বাড়িতে আমার থাকা হয়েছে কম।
ছোট একটি জায়গায় এটা-সেটা
লাগিয়ে খুব আনন্দ-সুখ পেতাম।
জানতে পারি গাছটা ছিল ডালিম গাছ
বনসাই প্রতি আমার ছিল আকর্ষণ।
তাই গাছটাকে ছেঁটে ছেঁটে রাখতাম
বাঁকিয়ে রাখতাম বিভিন্ন আকৃতিতে।
গাছটি যতবার শাখা-প্রশাখা ছেড়েছে
ততবার আমি ছেঁটে দিয়েছি কুঁড়ি।
বনসাই হয় না তাই বাদ দিলাম ছাঁটা
একদিন দেখতে পেলাম ফুল ফুটেছে
কী যে আনন্দ, ফল হবে ভেবে!
কিন্তু আর ফল হলো না!
সে বাসা আমরা দেই ছেড়ে
চলে যাই অন্য খানে।
গাছটি নিতে পারিনি সঙ্গে করে
দিয়ে যাই পাশের প্রতিবেশীকে।
তাদের ছিলো নিজ বাড়ি
গাছটা ছিল খুব বাহারি।

উত্তরা, ঢাকা।
০৫.০২.২০২৫

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯

নজসু বলেছেন:


সুন্দর!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.