![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অনুশোচনা
সাইফুল ইসলাম সাঈফ
অনেক বার সংকল্প করে
বাড়ি থেকে বের হয়েছি
ফিরবো প্রচুর উপার্জন করে
চলেও গিয়েছি রাগ করে
কিন্তু থাকতে পারিনি
ফিরে এসেছি বারবার
আর ফিরে আসাই ছিল
বিশাল ভুল! বড় ভুল
সেজন্য এখন দেই খেসারত
পারছি না আর যেতে ফেরত।
সময় নষ্ট হয়ে গেছে
হারিয়ে গেছে তারুণ্য, লাবণ্য।
ভুল হলে দিতে হয় মাশুল
যা দিয়েছে, উঠিয়ে নিয়েছে উসুল।
জনপ্রিয় ব্যক্তি কত জয়, কত সাপোর্ট
তারাও হেরে গেলে শোনে কত কথা
আর আমি প্রতিবার হেরে যাই
তাহলে আমার কী অবস্থা
নিত্য শুনি উপহাস, ঠাট্টা-বিদ্রুপ
কখনো রেগে যাই, কখনে চুপ।
আমি শুধু জ্ঞানী হতে চেয়েছি
হতে চেয়েছি শিক্ষিত
টেনে হেঁচড়ে নামিয়েছে প্রতিবার
এত বাধা, এখন আমি ভয়ংকর!
বিজ্ঞের মত বুঝাতে না পেরে
হয়ে ওঠি মূর্খ আর মন্দ
আবার তা চিত্তের না আনন্দ
তখন করি আত্মসমালোচনা,অনুশোচনা।
উত্তরা, ঢাকা।
১৩.০৯.২০২৫
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: ভাব আসলে খুব সহজ না আসলে খুবই কঠিন।
আপনার লেখাগুলো খুব ভালো শেখার আছে অনেক কিছু
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি কবি নন, এগুলো কবিতা নয়, এগুলো গার্বেজ!
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: গার্বেজ কি মূল্যহীন- আমি খুবই কম জানি নিজের কথাগুলো বলার চেষ্টা করি এই যা..। অসংখ্য ধন্যবাদ আপনাকে, লেখাটা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম । কবিতা লেখা খুব কঠিন কাজ ।