| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
টের পাই
সাইফুল ইসলাম সাঈফ
তোমার শূন্যতা টের পেয়ে
ধরেছি তোমায় হৃদয় দিয়ে আঁকড়ে!
একাকিত্বের আগুনে পুড়ে দিশাহারা
কিছু লাগে না ভালো!
জেগে উঠতে মন চায় না ঊষায়
আগ্রহ হারিয়ে ফেলেছি
ভাবি আর যদি না হয় দিন
তোমায় দেখে খুশি সেদিন!
নীরবে তোমায় অনুভব করি
বুঝি তোমার চোখে তাকিয়ে
হাহাকার, তোলপাড় তোমার মতো…
তোমাকে নিয়ে আমি স্বপ্নে বিভোর
থাকি রাত দিন প্রতিমুহূর্ত
তোমায় চাই, দিওনা শর্ত।
আড়ালে আমি প্রতিক্ষণ কাঁদি
আনন্দিত হবো পাশে থাকো যদি!
এসো সুন্দর একটি সংসার সাজাই
সাড়া দাও আছি আশায়।
উত্তরা, ঢাকা।
২১.১১.২৫
©somewhere in net ltd.