| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তেঁতুল ফুল
সাইফুল ইসলাম সাঈফ
জড়িয়ে ধরে লাগল পেতাম না
এতই মোটা ছিলো তেতুল গাছটা
বিশাল বিশাল শাখা-প্রশাখা
‘তেঁতুল ফুল’ এই গাছেই প্রথম দেখা।
চিকন ডাল যেগুলো ধরতে পারতাম
সেগুলো ধরে বেয়ে বেয়ে ওঠে যেতাম
গাছটার নিচে খেলতাম বিবিধ খেলা
আবার ঢিল ছুড়েও পারতাম বন্ধরা
তেঁতুল খেয়ে সংগ্রহ করতাম বিচি
বাদ দিতাম না পাতা কচি।
বীজ দিয়ে খেলতাম জোড়-বেজোড়
তখন দেখতাম প্রতিদিন ভোর।
ফুল থেকে সদ্য বের হওয়া তেঁতুল-
পেকে যাওয়া অবধি খেতাম।
খেয়াল করে দেখতাম তেঁতুল ফুল
কী সুন্দর! কী যে ব্যাকুল!
উত্তরা, ঢাকা।
১৪.১২.২৫
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২০
সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও তেঁতুল ফুলের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:

ফুলহীন তেতুল ফুল
নীরবে ধরে টক স্বাদ
ফুটানো কোন ফুল থাকলে
সে বাড়াতো কবিতার স্বাদ।
তেতুল ফুলের শুভেচ্ছা রইল