নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পরিপক্ক সময়ে

০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১০:২২

পরিপক্ক সময়ে
সাইফুল ইসলাম সাঈফ

একটি মুরগী আর একটি মোরগ
পরিপক্ক সময়ে হঠাৎ মিলিত হলো
এরপর মুরগী ডিম পাড়া শুরু করলো
ডিম পাড়া শেষে, চালাকি করে-
মুরগীর মালিক হাঁসের ডিম দিয়ে দিলো
মুরগী নিশ্চিন্তে তা দেওয়া আরম্ভ করলো
একদিন দেখতে পায় ‍মুরগীর বাচ্চার সাথে
হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হলো
চমকিত, অবাক দেখে ভিন্ন রকম ছা
পানির উপর দিব্বি সাঁতার কাটে
মা মুরগীর মুখে ফুটে ওঠে বিস্ময়
আমি পারি না, দেখলে লাগে ভয়!
আদরে-যতনে বেড়ে ওঠে হাঁসের বাচ্চা
ভুলে যায় একদিন মায়া-মমতা।
ফিরে যায় বড় হলে হাঁসের দলে….
ঘুরে বেড়ায় পুকুর, জলাশয়ে, বিল-ঝিলে।
প্রতিদিনই দেখি কতরকম চালাকি
চালাক বুদ্ধিমান নয়, দেয় নিজেকে ফাঁকি।
হয়ত সে জিতে, আসলে সে পরাজিত
যখন দেখতে পাবে দোষ, হবে কম্পিত!

উত্তরা, ঢাকা।
০২.০১.২৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৭

হুমায়রা হারুন বলেছেন: বাহ্‌ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.