| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মিল নেই
সাইফুল ইসলাম সাঈফ
বাইশ তেইশ বছরের এক যুবক
ফুটপাতে ঘুরে ফিরে
দুটো কম্বল ঘাড়ে
রাত হলে একটি বিছায়-
আর আরেকটি গায়ে দেয়
চুপচাপ থাকে, মলিন চেহারা।
উস্কোখুস্কো চুল, দাড়ি গোঁফ-
ছাঁটাই হয়নি দীর্ঘদিন।
কেউ কিছু দিলে খায়
নয়তো অভুক্ত রয়ে যায়।
যেখানে ঘুরে সেখানে
চা ও খাবার হোটেল আছে।
তারা পানি আনায় ও এটা সেটা
ছোট ছোট টুকটাক কাজ করায়।
গ্রামের বাড়ি সিলেট
নাম তাঁর রফিক
এখানে এসেছে কারণ
স্বজনের সাথে মিল নেই।
উত্তরা, ঢাকা।
২৫.০১.২৬
২|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বাস্তব কবিতা
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে এসেছে কারণ
স্বজনের সাথে মিল নেই।
...............................................
অন্যর সাথে সংযোগ স্হাপন করা
জীবন যুদ্ধে নামার প্রথম র্শত ।