![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপার বাংলার শিল্পী কবির সুমন শাহবাগের আন্দোলন নিয়ে দুটো চমৎকার গান লিখেছেন এবং গেয়েছেন। সশ্রদ্ধ সালাম কবির সুমন কে। আমাদের দেশের শিল্পীদের ও একইভাবে জেগে উঠতে হবে।
গণদাবী
বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনে না সুর।
সীমানা চিনি না আছি শাহবাগে
আমার গীটারও আছে,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে।
বাঁচো গণদাবী, বাঁচো গণদাবী
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবী একটাই।
গণদাবী গানের লিঙ্ক
শাহবাগে রাতভোর
শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী
রইল প্রজন্ম চত্বর।
শ্লোগানে শ্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলে মেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।
হাত ধরে ছেলে মেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছি প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।
শহীদ জননী দেখেছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি...
শাহবাগে রাতভোর গানের লিঙ্ক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
সাইক চৌধুরী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
আমি নিয়ন বলেছেন: অনেক ধন্যবাদ