নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.shahanur.blogspot.com www.facebook.com/Shahanur.Saikot

সৈকত বিআইএইচআর

আধুনিক দাসত্বের জীবন, চিন্তার স্বাধীনতাহীন বাক্সবন্দী বিবেক! মনুসত্ত্বহীন........মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই- আদিম থেকে আদিমে!পাহাড়, বন, নদী, ঝরনাধা্রা আর পাখির কলতান অথবা.....

সৈকত বিআইএইচআর › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণ: মাতৃভাষা বাংলায় কথা বলা যে বিদ্যালয়ে অপরাধ…

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

বাংলা ক্লাস ব্যতীত অন্য কোন সময় বিদ্যালয় প্রাঙ্গনে বাংলা ভাষায় কথা বললে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এ কেমন কথা, অবাক হচ্ছেন নিশ্চয়! আর অবাক হবেন না বা কেন?

যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা, যে দেশের ৯৯.৯৯% নাগরিক যেখানে বাংলা ভাষায় কথা বলে, আর বাংলা ভাষাকে মার্তৃ ভাষায় রূপ দেয়ার দাবীতে ৫২ সালে যেখানে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে সে দেশের একটি বিদ্যালয়ে এমন একটি নিষেধাজ্ঞা!

হ্যাঁ, কালের পরিক্রমায় আজ একাবিংশ শতাব্দীতে বাংলা ভাষা ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাধীন বাংলাদেশের একটি বিদ্যালয়ে! রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে এই নিষেধাজ্ঞাটি জারি করেছে।

১৯৮৩ খ্রীষ্টাব্দে প্রতিষ্টিত এই বিদ্যালয়ের ফাউন্ডার প্রিন্সিপাল লুবনা চৌধুরী কর্তৃক জারীকৃত এই নিষেধাজ্ঞা প্রদান শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, বরং ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উপর তদুপরি সমগ্র বাঙালি জাতির জন্য অবমাননা এবং রাষ্ট্রভাষা আইন ও দেশের সংবিধান লংঘনের অপরাধের সামিল।

যে বিদ্যালয়ে মার্তৃভাষাকে অবমাননা করা হয়, সে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কি শিক্ষা প্রদান করা হয় তা খুবই চিন্তার বিষয়। মার্তৃভাষা বাংলাকে অবমাননাকারী বিদ্যালয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া উচিত।

শিক্ষামন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই বিদ্যালয় ও বিদ্যালয় কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক …

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

গেম চেঞ্জার বলেছেন: ধিক্কার জানাই এইসব স্কুলের অধিকর্তাদের!! X(

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

সৈকত বিআইএইচআর বলেছেন: শুধু ধিক্কার দিলে চলবে না, সামাজিকভেবে প্রতিরোধ গড়ে তুলতে হবে!

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

নতুন বলেছেন: এরা আধুনিক হতে গিয়ে একটু বেশি আধুনিক হয়ে গেছে।

স্কুল কতি`পক্ষকে কারন দশাতে বলা উচিত শিক্ষামন্ত্রানয়ের।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

সৈকত বিআইএইচআর বলেছেন: নিজের আস্তিত্বকে এরা অস্বীকার করতে শুরু করেছে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

মোঃ আলামিন বলেছেন: সর্বনাস

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

সৈকত বিআইএইচআর বলেছেন: হুম!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মামার বাড়ির আবদার নাকি? এটা কেমন আইন হতে পারে? অবশ্যই এটা সরকারের নজরে আসা উচিত। সবাই ফেসবুকে শেয়ার করুন প্লিজ।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

সৈকত বিআইএইচআর বলেছেন: কর্তৃপক্ষের নজরে আনার জন্য লিখাটি স্টিকি করা হোক!

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আধুনিকতার অন্য শক্তি।। ধীক্কার ছাড়া কিছু নেই।।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

সৈকত বিআইএইচআর বলেছেন: ধীক্কারের পাশাপাশি এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত!

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

আনামুল হক ইনাম বলেছেন: কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

সৈকত বিআইএইচআর বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি!

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৯

পথে-ঘাটে বলেছেন: আজব দেশে আজব সব কারবার।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

সৈকত বিআইএইচআর বলেছেন: আজব না উদ্ধত কারবার!

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

কালনী নদী বলেছেন: মাতৃভাষা ছাড়া আরেকটি ভাষা কি করে শিখতে পারা যায়? দূর্জন বিদ্যান হইলেও পরিতাহ্য কথাটি এইখানে যায়।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

সৈকত বিআইএইচআর বলেছেন: যেখানে মার্তৃভাষায় পাঠদানের জন্য সারা বিশ্ব সোচ্চার সেখানে আমরা এসব কি শুরু করেছি!

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৪

সাগর মাঝি বলেছেন: ইংলিশ মিডিয়াম স্কুল ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ দ্রুত বন্ধের দাবী জানাচ্ছি।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

সৈকত বিআইএইচআর বলেছেন: আপনার দাবী সবার মাঝে ছড়িয়ে দিন!

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:
অনেক ইংলিশ মিডিয়াম স্কুলেই অলিখিতভাবে এই নিয়মটি আছে।

স্কুলটি বাংলা ক্লাস ছাড়া আর কোন সময় বাংলা কথা বলতে মানা করেছে...এর সাথে যদি বাংলা উৎসব, পার্বণগুলোকেও বাদ দিয়ে স্কুল চালায় অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিকে পুরোপুরি বাদ দিয়ে স্কুল চালায় তবে অবশ্যই ব্যাপারটা দুঃখজনক।


শুধু নোটিশ দেখে কোন সিদ্ধান্তে আসার আগে আমাদের জানা উচিত কেন এই নোটিশ দিয়েছে। আমার যেটা মনে হয়েছে বাচ্চারা স্পোকেন ইংলিশ এ যেনো দূর্বল না হয়ে যায় সেজন্যেই এই ব্যবস্থা। তবে অবশ্যই স্পোকেন ইংলিশ-এর কথা ভাবতে গিয়ে বাংলা বলায় যদি "ক্ষেয়েষি" গ্যিয়েষি" টাইপ বাংলায় বাচ্চাদেরকে উৎসাহিত করা হয় তবে এমন স্কুল আসলেই চাই না।

অন্য ভাষার দখল চাই পেশাগত কারণেই তবে নিজের ভাষা, সংস্কৃতিকে কবর দিয়ে অন্য ভাষা চাইনা।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

সৈকত বিআইএইচআর বলেছেন: আপনার সাথে শতভাগ সহমত! আমরাও চাই ইংরেজী বা অন্য ভাষায় আমাদের ভাল দখল থাক। তবে তা কোন ভাবেই মার্তৃভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে নয়!

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন স্কুল এটা?

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

সৈকত বিআইএইচআর বলেছেন: ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’, উত্তরা মডেল টাউন

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

খন্দকার আঃ মোমিন বলেছেন: ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উপর তদুপরি সমগ্র বাঙালি জাতির জন্য অবমাননা এবং রাষ্ট্রভাষা আইন ও দেশের সংবিধান লংঘনের অপরাধের সামিল।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

সৈকত বিআইএইচআর বলেছেন: হুম!

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

অগ্নি সারথি বলেছেন: নিন্দা তো অবশ্যই, কিন্তু এর জন্য পুরো একটা বৈশ্বিক কর্পোরেট ব্যবস্থা দায়ী। কেউ প্রকাশ্যে আবার কেউ অপ্রকাশ্যে! পিছিয়ে নেই অফিস পাড়া গুলোও। এমনো অফিস রয়েছে যেখানে কাশি পর্যন্ত ইংলিশে দিতে হয় অথবা আপনার ইংলিশ যত ভাল আপনি তত ওপরের দিকের মানুষ। কিচ্ছুটি করবার নেই, ইংরেজী জানেন না তো না খেয়ে থাকেন।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

সৈকত বিআইএইচআর বলেছেন: ইট পাথরের শহরে উপরে উঠার সিঁড়ি!

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: শত ধিক, সহস্র ধিক। X((
কর্তৃপক্ষের প্রতি যথাযথ ব্যবস্থা নেবার আহ্বান রইল। :|

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

সৈকত বিআইএইচআর বলেছেন: কর্তৃপক্ষের নজরে আসলে ত!

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

যোগী বলেছেন:
আমার মতে অবশ্যই সব ইংলিশ মিডিয়াম স্কুলে বাধ্যতা মূলক এমন নিয়মই করা উচিৎ। এমন কী সাধারন স্কুলেও সপ্তাহের কোন কোন দিন এমন নিয়ম চালু রাখা উচিৎ।

এখন আমি ভাবি ইস যদি ভালো কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারতাম তাহলে এত দিনে কোয়ান্টাম ফিজিক্সের এ্যাট লিস্ট একটা মডেল দাঁড় করাতাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

সৈকত বিআইএইচআর বলেছেন: নিশ্চয় নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এই ভুল আর করবেন না?

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্কুল কর্তৃপক্ষের সবাইকে জুতাপেটা করা উচিৎ।

আরজু পনিকে বলছি- স্পোকেন ইংলিশ শেখানোর জন্য লিখিতভাবে প্রকাশ্যে এমন নোটিশ জারি করা ঠিক হয়নি। আপনি নিজেই বলেছেন, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে অলিখিতভাবে এরকম নিয়ম চালু আছে। তো এরাও সেটা করতে পারতো। তা' না করে প্রকাশ্যে লিখিত নোটিশ দিয়ে বাংলাকে ব্যান করা এদের একেবারেই উচিৎ হয়নি। এটা ১০০% আমাদের মাতৃভাষাকে অপমান করা ছাড়া আর কিছুই না, যেটা পাকিস্তানীরা করতো। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্কুল কর্তৃপক্ষের শাস্তি দাবী করছি।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

সৈকত বিআইএইচআর বলেছেন: জুতা পেটা নাইবা করলাম হাজার হলেও ত শিক্ষক!

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

আলম 1 বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্কুল কর্তৃপক্ষের সবাইকে জুতাপেটা করা উচিৎ।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

সৈকত বিআইএইচআর বলেছেন: আপনার কি মনে হয়?

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৩

মহা সমন্বয় বলেছেন: আরজু পনি এবং যোগী ভাইয়ের সাথে একমত।
বাংলার জন্য তো অন্যান্য স্কুল আছেই আর যেহেতু এটা ইংলিশ মিডিয়াম তাই এখানে এই নিয়ম জায়েজ আছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

সৈকত বিআইএইচআর বলেছেন: ক্লাসের সময় মেনে নেয়া যায়, ক্লাসের বাহিরে্‌্‌্‌্‌্‌্‌্‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.