নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.shahanur.blogspot.com www.facebook.com/Shahanur.Saikot

সৈকত বিআইএইচআর

আধুনিক দাসত্বের জীবন, চিন্তার স্বাধীনতাহীন বাক্সবন্দী বিবেক! মনুসত্ত্বহীন........মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই- আদিম থেকে আদিমে!পাহাড়, বন, নদী, ঝরনাধা্রা আর পাখির কলতান অথবা.....

সৈকত বিআইএইচআর › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সমকামীদের মৃর্ত্যুদন্ডের পক্ষে বাংলাদেশ ভোট দেয়ায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন!

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

গত ২৯ সেপ্টেম্বর ২০১৭ খ্রীষ্টাব্দে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গৃহিত সমকামীদের মৃর্ত্যুদন্ড বিলোপ সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ সমকামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে বাংলাদেশ ভোট দেয়ায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন!

জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত সমকামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে বাংলাদেশ সরকারের ভোট দেয়ার মত এমন নেতিবাচক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে অ্যাডভোকেট ইসলাম সমকামী ব্যক্তিদের মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদানের জোড় দাবী জানিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও সমকামীতা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে সমকামীতার জন্য সর্বোচ্চ শাস্তি মৃরত্যুদন্ড না হলেও দণ্ডবিধির ৩৭৭ ধারা সমকামিতাকে অপরাধ হিসাবে গন্য করে সর্বোচ্চ যাবতজ্জীবন ও সর্বনিম্ন দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড আরোপ করেছে। যদিও পৃথিবীর বেশ কিছু দেশে সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে ।

জাস্টিসমেকার্স বাংলাদেশ সহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সমকামী গোষ্টী দীর্ঘদিন যাবত সমকাম যে কোন অপরাধ নয়, স্বাভাবিক যৌনপ্রবৃত্তি তা দাবী করে এবং সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে সমকামীদের মৃত্যুদণ্ডের শাস্তি বিলোপ করা হোক মর্মে একটি প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উত্থাপন করা হয় ।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৭ জন সদস্য রাষ্ট্রের মধ্যে ২৭ টি সদস্য মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে ভোট প্রদান করলেও বাংলাদেশ, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৩ টি সদস্য রাষ্ট্র উক্ত প্রস্তাবের বিপক্ষে ভোট প্রদান করে। তবে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ভোটে সমকামীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপের প্রস্তাবটি পাস হয়েছে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পশুদের মৃত্যুণ্ড দেওয়াই শ্রেয়।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

সৈকত বিআইএইচআর বলেছেন: কারা পশু আর কারা মানুষ তা ভাবার অনেক বেশি অবকাশ রয়েছে!

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালই হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

সৈকত বিআইএইচআর বলেছেন: কিভাবে?

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বলেছি যে, বাংলাদেশ মৃত্যুর পক্ষে ভোট দিয়ে ভালই করেছে। আপনি কি অন্য কিছু জানতে চেয়েছিলেন?

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭

সৈকত বিআইএইচআর বলেছেন: সেখানে যেকোন অপরাধের শাস্তি হিসাবে বিশ্ব মৃর্ত্যুদণ্ড বিলোপের পথে এগুচ্ছে সেখানে বাংলাদেশ সমকামিতার মত স্বাভাবিক একটা বিষয়কে অপরাধ হিসাবে গন্য করে তাঁর শাস্তি মৃর্ত্যুদণ্ড দেয়ার পক্ষে ভোট প্রদান করছে, আর আপনে তাকে ভাল বলছেন কিসের ভিত্তিতে?

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

লোনার বলেছেন: ৯০% মুসলিমের দেশের চাওয়া এমনই তো হবার কথা! শোনেন নি সাম্প্রতিক জরীপে দেখা গেছে বাংলাদেশের ৮০% মানুষ গণতন্ত্রের পাশাপাশি শরীয়াহ্ আইন চায়। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতও নাকি সমকামীদের মৃত্যুদন্ড চায়!!

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

সৈকত বিআইএইচআর বলেছেন: জরীপটা কে করেছিল একটু রেফারেন্স দিলে ভাল হত!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু মানসিক রোগী অন্য কিছু মানসিক রোগীর জন্য কান্না করবেই...

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৪

সৈকত বিআইএইচআর বলেছেন: নিজে মানসিকভাবে সুস্থ ও মানসিক সংকীর্নতা থেকে মুক্ত হবেন বলে আশা করছি!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

হাফিজ হুসাইন বলেছেন: অবশ্যই মৃত্যুদন্ড হওয়া উচিত। সব স্বাভাবিকতাই সুন্দর। অস্বাভাবিকতা প্রকৃতিবিরোধীতাই কুৎসিত। জঘন্য।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯

সৈকত বিআইএইচআর বলেছেন: সমকামীতা বিষমকামীতার মতই স্বাভাবিক যৌন প্রবৃত্তি।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সমকামীতাকে সামাজিক স্বীকৃতি দেয়া অসুস্থ সমাজ ব্যবস্থার লক্ষণ।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

সৈকত বিআইএইচআর বলেছেন: একটি স্বাভাবিক যৌন প্রবৃত্তিকে কিসের ভিত্তিকে অসুস্থ বলছেন?

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

আবু তালেব শেখ বলেছেন: জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত একজন বিকৃত মনের মানুষ মনে হচ্ছে। সমকামি ধর্মীয় সামাজিক উভয় দিক থেকে একটি ঘৃন্য কাজ।। তবে মৃত্য দন্ড গ্রহনযোগ্য মনে হচ্চেনা। কারন সমকামিরা মনে সাইকো। তাদের চিকিৎসা দরকার।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২

সৈকত বিআইএইচআর বলেছেন: আপনি কি নিজেকে স্বাভাবিক বলে মনে করছেন? আগে নিজে চিকিৎসা করান তাঁর পর অন্যকে বলেন। সমকামীটা সম্পর্কে
সমসাময়িক চিকিৎসা বিজ্ঞান কি বলে তা ভাল্ভাবে যেনে তারপর মন্তব্য করুন।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এখন চাই এই আইনের যথাযথ প্রয়োগ।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

সৈকত বিআইএইচআর বলেছেন: কেন তা চান?

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

আবদুল মমিন বলেছেন:

লেখক কি সমকামিতা কে পছন্দ করেন ?

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

সৈকত বিআইএইচআর বলেছেন: প্রান্তিক জনগোষ্টীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রান্তিক জনগোষ্টীর সদস্য কিনা তা কি জানা খুব বেশী প্রয়োজন?

১১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

চুলবুল পান্ডে বলেছেন: লেখক নিজেই মনে হয় সমকামী এর কড়া কাউন্সেলিং ও কিছু উত্তমমধ্যম দরকার। তাহলে ভূত নামতে পারে।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

সৈকত বিআইএইচআর বলেছেন: আপনার মত প্রতিক্রিয়াশীল অপরাধীদের জন্যই তা প্রযোয্য!

১২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: What the hell did they do to you or anyone else to get any punishment, let alone a death sentence?

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

সৈকত বিআইএইচআর বলেছেন: কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.