নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা আমি

ছেঁড়া কবিতার খাতা থেকে যে পাতা গুলো হারিয়েছে সেই পাতা গুলো কে খুজে বেড়াই

সৈকতে আমি

সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে

সৈকতে আমি › বিস্তারিত পোস্টঃ

ছলনাময়ী তোমাকেই বলছি

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

মনে পড়ে কী তোমার

সেই পাতা ঝরা দিনের কথা

প্রথম যেদিন আমার হাতে হাত রেখে বলেছিলে

তুমি শুধুই আমার,

আজ যখন আমি গ্রীষ্মের দাবানলে পুড়ে যাচ্ছি

তখন কোথায় তুমি, কোথায় তোমার দেয়া সে কথা



বলেছিলে সামনের বর্ষাতে

দুজনে ভিজে যাব একসাথে,

ভিজেছি আমি কেবল তুমি পাশে ছিলেনা

বৃষ্টিতে ভিজে বহু দূর ঘুরে

বুঝেছি আমি তোমার কথা গুলো শুধুই ছলনা

তুমি কেবল অন্যকেই জ্বালাতে জানো

নিজে কখোনই জ্বলোনা,



আবার নিজেই নিজেকে দাবি করো

তুমি নাকি আদর্শ বঙ্গ ললনা

তুমি আসলে ভালোবাসা কাকে বলে সেটাই জানোনা

কান খুলে শুনেনাও আমাকে তুমি আার পাবেনা।



ছলনাময়ী থাকো তুমি তোমার ছলনার জালে

ভেবে দেখো তুমি জীবনে আসলে কী পেলে।









মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আমি বাঁধনহারা বলেছেন:






মেয়েদের মুখে মিষ্টি কথা
আর অন্তরে বিষ.।
মেয়েরা বহুরপী যেন
বিষধর আশীবিষ!!!

ভালো লাগল:+++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ আমি বাঁধনহারা

আপনার মূল্যবান মন্তব্যের জন্য :)
আর অবশ্যই মনে রাখব

ভালো থাকবেন

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫

আবু সাইফ শেখ বলেছেন: ভালোবাসার বিদ্রোহী কবিতা । ভালো লাগলো ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

সৈকতে আমি বলেছেন:
@আবু সাইফ শেখ

ভালোবাসার মানুষটা যদি আমাকে না বোঝে বিদ্রোহী হওয়া ছাড়া কী আর করার থাকে

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

রিক্ত রাহী বলেছেন: খুব এ সুন্দর হয়েছে ভাইয়া। চালিয়ে যান।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

সৈকতে আমি বলেছেন:
ধন্যবাদ রিক্ত রাহী আমার কবিতা কষ্ট করে পড়ার জন্য

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.