![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে
বৈশাখেই প্রথম দেখা
জৈষ্ঠে পরিচয়
কেমন করে করি প্রপোজ
মনে লাগে ভয়
কেমন করে করি
তোমার মনকে জয়
করলাম কত ছলাকলা
হয়নি তোমায় আজো বলা
কেমন করে বলি তোমায়
আমি তো আর আমার নাই!!!!
তুমি থাক মেঘের উপর
আমি থাকি মর্তে
তোমাকে দেখতে যেয়ে
কখন যেন পড়ে গেলাম গর্তে!!!
গর্ত থেকে উঠে দেখি
তুমি আমার নাই
দূর ছাই
আসেন সবাই মিলে এই
আনন্দে পান্তা-ইলিশ খাই!!!!
সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা এবং শুভকামনা রইল
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
সৈকতে আমি বলেছেন: ধন্যবাদ অন্য পুরুষ
শুভ নববর্ষ
ভালো থাকবেন
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২২
পরিবেশ বন্ধু বলেছেন: নব বারতায়
নব আয়োজনে
এস হে বৈশাখ
উৎসব মনে
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০
সৈকতে আমি বলেছেন:
বৈশাখ মানে
প্রানে প্রানে
নতুনের আওহ্বানে
নতুনের জাগরন
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
রক্তাক্ত সাগর বলেছেন: জোস হয়েছে কবি শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫
সৈকতে আমি বলেছেন: খালি মুখে নববর্ষে জমবে না রক্তাক্ত সাগর
বাসা থেকে খাবার নিয়ে আসতে হবে
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮
অন্য পুরুষ বলেছেন: চরম !!