![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কে যে যত ভাবে রাজনীতির বেড়া জালে আটকে রাখার চেষ্টা করুক না কেন তারা কোনো দিনও সফল হবে না এখন শুধু মরিচীকা গুলোকে দূর করাটা কেবল সময়ের ব্যাপার সময়ই বলে দেবে এর পরবর্তী পর্বে কী অপেক্ষা করছে
কত দিন ধরে সূর্যাস্ত দেখিনা
দেখা হয় না তোমার ঐ রাঙ্গা মুখ
কত গুল দিন চাঁদের আলো দেখি না
দেখা হয় না তোমার ঐ চাঁদ মুখ
চাঁদের আলোতে আর,
লুকিয়ে দেখা করা হয় না
তোমার সাথে,
কত দিন রাখিনা হাত
তোমার হাতে
আর তোমার সাথে মধুর ঐ স্মৃতি গুল
পুরান দিনের ভিডিওর মত অডিও ছাড়া বাজে,
তাই মনটাকে আর ধরে রাখতে পারি না
সকাল বিকাল আর সাঁঝে,
দিন যায় রাত আসে
তোমাই নিয়ে দেখা স্বপ্ন গুল,
কেবলই ফিকে হয়ে আসে
ফিকে হয়ে আসা সপ্নের ভিড়ে
তোমাই দেখি নতুন করে
তুমি ফিরে এলে কোনো এক নতুন ভোরে।
©somewhere in net ltd.