![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
তারে তুনা তুনা তুন না না না,
নাচোতো দেখি আমার পুতুল সোনা......
পুতুলসোনাদের এই গানটির সাথে নেচেছিলো সেদিন আমার পুতুলগুলো। আর গল্পদাদু শুনিয়েছিলেন ইশপের সেই মিথ্যেবাদী রাখালছেলে ও বাঘের গল্প।
পহেলা বৈশাখ, গান, নাচ,আবৃত্তি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা নিয়ে আমি বরাবরের মত ব্যাস্ত ছিলাম এবারও। তবে এবার যখন আমার স্কুল কর্তৃপক্ষ বৈশাখের অনুষ্ঠানে পেশাদার পুতুলনাচের দলকে আনার প্রস্তাব করলেন। আমি জানালাম, আমি করবো এবারের পুতুলনাচ। সবাই তো গুল্লু গুল্লু চোখ করে তাকিয়ে রইলো আমার মত এমন বেসম সাহসী, অসীম যাচ্ছেতাই করে ফেলা ব্যাক্তির দিকে। কারো কারো ঠোঁটে তাচ্ছিল্য। ভাবখানা এমন, করোইনা বাছাধন, বেশী বাড় বাড়ার ফল এবারে বুঝবে যাদুমনি। কেউ কেউ বললো, ভেবে বলছো? এটা কিন্তু যা তা ব্যাপার নয়। অনেক অনেক ঝামেলার কাজ। অনেক প্ল্যানিং, অনেক খাটুনি।
আমি মনে মনে ভাবলাম যা থাকে কপালে, একবার যখন মুখ ফসকে বলেই ফেলেছি। আর কি পিছু হটা যায় ? বিপদে ডরিনা আমি বীর। যাই হোক চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দিলাম। ( এই কাজে আমি আবার ভীষন এক্সপার্ট।
)
আর ঝাঁপ দিতেই বুঝলাম অকূল দরিয়ায় বুঝি কূল নাই রে.....কূল নাই কিনার নাই, এমনকি পায়ের তলায় মাটিও নাই। আমার সাথে কেও নাই। কেউ আসতে চাইলো না।সবার ভয়, না বাবা সাধ করে ঝামেলা ঘাড়ে নেবার কোনোই দরকার নেই । শেষে ফেইল করে মান সন্মান খোয়াবো নাকি? যাইহোক অনেক কষ্টে রাজী করালাম আমাদের একজন মিউজিক টিচারকে। সে রাজি করালো কম্পিউটার টিচারকে। ব্যাস হয়ে গেলো আমার পুতুল থিয়েটারের মিউজিক, লাইট ও সাউন্ড এক্সপার্ট পাওয়া। আরও দুজন পাওয়া গেলো। ছোট্ট পাঁচ জনের গ্রুপ।
এবার প্রথম কাজ স্ক্রিপ্ট লেখা। সামুর বদৌলতে যে কোনো কিছুই নির্ভিক চিত্তে লিখে ফেলাতে আমি এখন এক্সপার্ট হয়ে গেছি। ছাতা হোক, মাথা হোক বা হিমালয় পর্বতই হোক না কেনো যে কোনো হাবিজাবি বিষয়েই আমি বেশ লিখে ফেলতে পারি লাইনের পর লাইন আজকাল।
তাই লিখে ফেললাম মনপ্রাণ দিয়ে এক মজাদার (নিজের কাছে)স্ক্রিপ্ট। সে লেখা এক চান্সেই ওকে হয়ে গেলো আমাদের কালচারাল কো অর্ডিনেটরের কাছে।
স্ক্রিপ্টটা পড়ালাম ফারিহান ভাইয়াকে। আচ্ছা যাইহোক এখন সবাইকে পড়াই-
!!! পাপেট শো- রাখালছেলে ও বাঘ !!!
মিউজিক....... নাচো তো দেখি আমার পুতুল সোনা (৫০ সেকেন্ড)
গ্যালারী লাইট অফ
স্ক্রিন ওপেন
স্পটলাইট অন - গল্পদাদু এর উপরে....
ব্যাকগ্রাউন্ড- কুঁড়েঘর-কলাগাছ-কলস-সিকা.......
গল্পদাদু- শুভ নববর্ষ সোনামনিরা। কেমন আছো তোমরা সবাই? তোমরা কি জানো আমি কে? চেনো আমাকে? আমি গল্পদাদু। আজ এখানে এসেছি তোমাদেরকে গল্প শোনাতে। তোমরা নিশ্চয়ই সবাই গল্প শুনতে ভীষন ভালোবাসো। হু হু হু হু .......
কিটলি-আমি ভালোবাসি। আমি গল্প শুনতে ভীষন ভালোবাসি দাদু। আমাকে গল্প শুনাও । তাড়াতাড়ি শোনাও। আমি গল্প শুনবো।
গল্পদাদু- ও হো হো হো । গল্পের গন্ধে গন্ধে তুমি ঠিক হাজির হয়ে গিয়েছো। তো তোমার পরিচয় দাও তো আমাদের বন্ধুদের কাছে।
কিটলি - শুভ নববর্ষ বন্ধুরা। আমি কিটলি।কিটলি....... হ্যাঁ কিটলি। আমাকে যেন আবার চা বানাবার কেটলী ভেবোনা, আমি ছোটবেলায় খুব কট কট কটকট করে কথা বলতামতো তাই আমার বাবা আদর করে নাম রেখেছেন কিটলি। আর এটা আমার দাদু। উনি সবার গল্পদাদু। বলো বলো দাদু। তাড়াতাড়ি গল্প বলো।
গল্পদাদু- আচ্ছা আচ্ছা বলছি বলছি। তাহলে চলো সবাই মিলে ঘুরে আসি গল্পের রাজ্য থেকে। শোনা যাক ইশপ'স ফেবল থেকে সেই রাখাল ছেলে আর এক বাঘের গল্প।
কিটলি- হ্যা হ্যা শোনা যাক শোনা যাক। চলো সবাই গল্প শুনি.... ( মিউজিক)
স্ক্রিন ক্লোজ ও ব্যাকগ্রাউন্ড পিকচার চেন্জ।
ব্যাকগ্রাউন্ড- গরু ছাগল চরানোর চারণভুমি- গাছ, আকাশ, সূর্য্য, পাখি,মেঘ.........
মিউজিক- স্ক্রিন ওপেন।
এদিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার,
আজি প্রাতে সূর্য্য ওঠা সফল হলো কার?
(গান গাইতে গাইতে গরু নিয়ে রাখাল ছেলের প্রবেশ)
রাখাল ছেলে- আহা আজকের দিনটা কি সুন্দর!! কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে! কি সুন্দর চারিধার তকতকে করছে! কি সুন্দর টকটকে লাল ফুল!
ঝকঝকে তকতকে টকটকে .....বাহ বাহ মিল মিল, মিলে গেলো, মিলে গেলো! অনেক ভালো লাগছে আমার!! চল হাম্বা আমরা দুজন মিলে গান গাই।
হাম্বা- মো.......... মো ......মো .......
রাখাল ছেলে- গান ধর হাম্বা। হাম্বা- মো.......... মো ......মো .......
হাই তুলবে রাখাল ছেলে। (এদিক ওদিক ঘুরে।)
রাখাল ছেলে- ধ্যাৎ!কোথাও কেউ নেই । কিচ্ছু করার নেই। কিচ্ছু ভালো লাগছেনা। কি করা যায় কি করা যায়?
ইঁদুরের গর্তে খোঁচা দিলো। (মিউজিক) ইঁদুর বেরিয়ে এসে রেগে বললো,
ইঁদুর- এ্যই দুষ্টু ছেলে আমার ঘুম ভাঙালে কেনো? কিচকিচকিচক।
রাখাল ছেলে- হি হি হি । আসলে কিছু করার মত পাচ্ছিলাম নাতো তাই একটু তোমাকে জাগালাম অথবা রাগালাম। হি হি হি
ইঁদুর- রেগে গিয়ে বললো, খবরদার, কখনও কাউকে বিরক্ত করবেনা। মজা করে কাউকে বিরক্ত করা মোটেও ভালো নয়।
রাখাল ছেলে-মজা করে কাউকে বিরক্ত করা মোটেও ভালো নয়। (জিব ভেংচি)
ইঁদুর- বুঝেছি দুষ্টু ছেলেরা কখনই কারো ভালো কথা কানে তোলে না। ( ফিরে গেলো গর্তে)
রাখাল ছেলে আবার এদিক ওদিক ঘুরে ( লা লা লা লা )
হঠাৎ লাফ দিয়ে উঠে, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি চিৎকার করে বলি, বাঘ বাঘ , আমাকে বাঁচাও, বাঘ আমার গরু খেয়ে ফেললো, তাহলে নিশ্চয়ই গাঁয়ের সব মানুষজন, ক্ষেতে যারা কাজ করছে কৃষক সবাই আমাকে বাঁচাতে ছুটে আসবে। খুব মজা হবে। হা হা হা হা হা
ভাবতেই আমার মজা লাগছে। তাহলে তাই করা যাক।
রাখাল ছেলে: বাঘ !!!! বাঘ!!! আমাকে বাঁচাও!!!! বাঘ আমার গরু খেয়ে ফেললো!!! বাঁচাও!!!! আমাকে বাঁচাও
গায়ের মানুষ লাঠি হাতে কাস্তে হাতে ছুটে আসবে। আর তাই দেখে রাখালছেলে হা হা হো হো করে হাসবে।
গায়ের মানুষ- কই কই কোথায় বাঘ? পালিয়েছে? কই কোথাও বাঘ দেখতে পাচ্ছিনাতো।
রাখালছেলে-হো হো করে হাসতে হাসতে। আরে আমি তো মজা করেছি। বাঘ আসেনি। আমি শুধু মজা করে চেঁচিয়েছি আর তোমরা সবাই ছুটে এসেছো। এটা মজা ছিলো মজা!!! হা হা হা হো হো হো।
গায়ের মানুষ- শোনো ছেলে। সবকিছু নিয়ে মজা করা ভালো না। অনেক সময় মজা করতে গিয়ে বিপদ হয়। চলো সবাই যে যার কাছে ফিরে যাই।
সবাই ফিরে চললো।
রাখালছেলে হো হো করে হাসতে লাগলো: কেমন মজা। সবাই কেমন ছুটে আসলো। হা হা হা হো হো হো । আমার খুবই হাসি পাচ্ছে।
স্ক্রিন ক্লোজ ও ব্যাকগ্রাউন্ড পিকচার চেন্জ।
ব্যাকগ্রাউন্ড- গরু ছাগল চরানোর চারণভুমি- গাছ, আকাশ, সূর্য্যহীন মেঘলা দিন.......
মিউজিক- স্ক্রিন ওপেন।
রাখাল ছেলে গরু সাথে নিয়ে প্রবেশ।
রাখাল ছেলে-আজকের দিনটা মেঘলা। মন খারাপ করা । হাম্বা তুই তাড়াতাড়ি ঘাস খা। পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ধ্যাৎ কি করা যায় কি করা যায়? আচ্ছা সেদিনের মত আজও চিৎকার করে বলি, বাঘ বাঘ , আমাকে বাঁচাও, তাহলে নিশ্চয়ই আজও গাঁয়ের সব মানুষজন সবাই আমাকে বাঁচাতে ছুটে আসবে। খুব মজা হবে। হা হা হা হা হা
টিয়াপাখি: টুউট , টুউট, টুউট!!!! রাখালছেলে রাখালছেলে, তুমি একটা ভুল করছো। তোমাকে নিষেধ করা সত্বেও তুমি আবারও মিথ্যে কথা নিয়ে মজা করতে চাইছো। মিথ্যে বলা ভালো না। মিথ্যে কথা মজা করেও বলা উচিৎ না।
রাখাল ছেলে: যা ভাগ টিয়া পাখি। মিথ্যে বলা ভালো না, মদা কলেও ভালো না( ভেংচি কেটে, রাগ করে, তার কথা না শুনে)
টিয়া ভয় পেয়ে একটু উড়ে গিয়ে দূরে বসে বলতে লাগলো। মিথ্যে বলা ভালো না। মিথ্যে করেও মজা করা উচিৎ না। তা তুমি একদিন ঠিকই বুঝবে। একদিন এর জন্য তোমাকে কাঁদতে হবে।
রাখাল ছেলে- যা যা !!হুস হুস!!!
টিয়াপাখি উড়ে গেলো।
রাখাল ছেলে: যাক আমি আবার মজা করি। আমার খুব হাসি পাচ্ছে। আমার চিৎকারে আজও গায়ের মানুষেরা ভয় পেয়ে যাবে, ছুটে আসবে। তাহলে শুরু করা যাক,
: বাঘ !!!! বাঘ!!! আমাকে বাঁচাও!!!! বাঘ আমাকে খেয়ে ফেললো!!! বাঁচাও!!!! আমাকে বাঁচাও
গায়ের মানুষ- তুমি আজকেও মজা করেছো। তোমাকে না সেদিন বলেছি, সবকিছু নিয়ে, বিশেষ করে বিপদ নিয়ে মজা করা ঠিক না। শোনো ছেলে, এইভাবে মজা করলে একদিন বিপদের সময় কাউকে কাছে পাবেনা।
রাখালছেলে- ( কাঁদো কাঁদো গলা করে) আমার ভুল হয়ে গেছে। আর আমি এমন করবোনা। এবারের মত মাফ করে দিন।
গায়ের মানুষ- আচ্ছা আচ্ছা। আর কখনও এমন করোনা।
সবাই চলে যেতেই রাখালছেলে আবারও হো হো করে হাসতে লাগলো।
হঠাৎ বাঘের গর্জন। হালুম হালুম
রাখাল ছেলে ভয় পেয়ে। : বাঘ !!!! বাঘ!!! সত্যিই বাঘের গর্জন!! আমাকে বাঁচাও!!!! বাঘ আমাকে খেয়ে ফেললো!!! বাঁচাও!!!! আমাকে বাঁচাও
বাঁচাও!!!! আমাকে বাঁচাও( চিৎকার)
(নেপথ্যে) নাহ! ছেলেটাকে নিয়ে আর পারা গেলোনা। কেবলি নিষেধ করা হলো। আবারও সে ভুলে গেলো। থাক আর যাবার দরকার নেই।
এইদিকে বাঘ হালুম করে লাফ দিয়ে গরুটাকে টেনে নিয়ে গেলো।
রাখাল ছেলে কাঁদতে লাগলো। সবাই ঠিকই বলেছিলো বিপদ নিয়ে সবসময় মজা করা ভালো না। তাহলে একদিন সত্যিকারের বিপদের সময় কারো সাহায্য পাওয়া যায়না। আজ আমাকে কেউ বিশ্বাস করলো না। আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি। আজ বড়দের কথা শুনলে আমার প্রিয় হাম্বাকে হারাতে হ্ত না। ( কান্নার শব্দ)
গল্পদাদু: দেখলে তো সোনামনিরা। মজা করেও মিথ্যে বলতে নেই। আর সবকিছু নিয়ে মজা করতে নেই।বিপদ নিয়ে মজা করলে একদিন তাকে কেউ বিশ্বাস করেনা। তাই তোমরা সবসময় সত্যি কথা বলবে। ভালো থেকো সোনামনিরা। তোমাদের সকলের নতুন বছর শুভ হোক। বিদায়!!!!!
স্ক্রিপ্ট লেখার পরের কাজ ভয়েস দেওয়া। মানে আমি চেয়েছিলাম সিডিতে পুরো গল্প বলাটা চলতে থাকবে আর আমি ও আমার দল পুতুলগুলো দিয়ে ব্যাকস্টেজ ও ব্যাকগ্রাউন্ডের ফাঁকা জায়গাটায় বসে অভিনয় করাবো। এতে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। এখন ভয়েস দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়না। যাও বা সাউন্ড, মিউজিকের লোক পেলাম কেউ সাহস করে ভয়েস দিতে রাজি নয়। কাজেই ছাই ফেলতে ভাঙা কুলা এই আমিই সেই অসাধ্য সাধন করে ফেললাম। গল্পদাদু থেকে রাখালছেলে, টিয়াপাখি, গরু, ইঁদুর গায়ের লোক সবই হতে হলো আমাকেই।
রেকর্ডিং শেষ করে নিজেকেই নিজে বললাম- চলবে।
এরপর মনে হলো, ব্যাক গ্রাউন্ড মিউজিক জুড়ে দিলে বেশী ভালো হতো। যেমন সকাল বেলা পাখির ডাক, প্রকৃতির শব্দ! নেট ঘেটে বের করে ফেললাম ইউ টিউব থেকে সেসবও। কিন্তু মিক্সিং জানিনা।
সব কিছু কি আর ভাঙা কুলায় ধরে?
মন খারাপ করে ভাবছিলাম ঠিক এ কথাটাই। এমন সময় ফয়সাল তূর্য ভাইয়াকে অনলাইন দেখে কথার কথা জিগাসা করলাম, ভাইয়া তুমি মিউজিক মিক্সিং জানো? ভাইয়া বললো, জানিনা তবে টেরাই কইরা দেখতে পারি।
আর কি আশ্চর্য্য একবারেই ভাইয়া ঠিক ঠিক বুঝে গেলো আমার মনের কথা। মানে আমি ঠিক কি রকম চাইছি। গল্পদাদুর কথার পিছে গিটারের সফট মিউজিক, রাখালছেলের গরু চারনভূমিতে সকালবেলার পাখির ডাক। সব একদম ঠিক ঠিক। খুশীতে চিৎকার দিলাম আমি। ভাইয়া তোমার কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমার। জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো তোমাকে।লাভ ইউ ভাইয়ামনি।
যাইহোক এরপর পালা পুতুল বানানোর। কিছু পাপেট যোগাড় করা হলো আর কিছু নরমাল পুতুল কিনে তাকে লুঙ্গী, গামছা পরিয়ে আমার পুতুল নাচের যোগ্য করে তোলা হলো। তারপর নানা ঝামেলা। স্টেজ বানানো, পর্দা সেলাই, লাইটের কানেকশন দেওয়া, সাউন্ড সিসটেম। এক সময় দেখি পুরা স্কুল আমার সাথে!!!! মনে পড়লো দাদীমার কথা, আমি নাকি বাঘে গরুকে একঘাটেই জল খাওয়ানো শিখছি সেই ছোটবেলা থেকেই।
যাইহোক শেষ মেষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো স্কুলের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ও পাঁচ পাপেটিয়ারদেরকে নিয়ে রিহার্সেল করে, করেই ফেললাম একটা সফল পাপেট শো। সফল বলার কারণ পাপেট শো দেখে সকল বাচ্চাদের উচ্ছাস ও আমার স্কুল কর্তৃপক্ষের হাসি ও মন জুড়ানো, প্রাণ ভুলানো এপ্রিসিয়েশন!!!!!!
আবারও বিশেষ বিশেষ ও বিশেষ কৃতজ্ঞতা ফয়সাল তূর্য ভাইয়াকে। তার সহযোগীতা ছাড়া এত সুন্দর একটা সাকসেসফুল পাপেট শো কখনও করাই হতনা আমার।
এই সেই অডিও যাতে গলা দিয়েছি আমি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিক্সিং করেছে.......ফয়সাল ভাইয়া
রাখালছেলে ও বাঘের গল্প
https://www.youtube.com/watch?v=DFlLDbdcitQ
Click This Link
https://www.youtube.com/watch?v=0iUTOWTY4W4
উপরে আমার সেই ঐতিহাসিক পুতুলনাচের ভিডিও থেকে একটু একটু ও একটু খানি অংশ....
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!!!!!
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: আরে ভিডিওগুলা দেখো ভাইয়া.........
স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস, মিউজিক মিক্সিং, স্টেজ, পুতুলনাচ.......
২| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৪
ফয়সাল তূর্য বলেছেন: আহা....লজ্জা পাহিয়া গেলুম!!
নিতান্তই চাইন্ডিশ একটা কাজ করলাম, অফিসের ব্যাস্ততায় সময়ও খুব কম দিতে পারছি। আরেকটু সময় পেলে হয়ত বা আরো ভাল কাজ হইত।
যাই হোক, থ্যাংকু ফোর ট্রাস্টিং অন মি।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
চাইল্ডিস আবার কি???????
এটা অনেক অনেক ভালো হয়েছে!!!!!!!!!!!!!!!
অনেক অনেক ভালো!!!!!!!!!!!!
৩| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৬
অপু তানভীর বলেছেন: আপু এটা কোথায় হয়েছে?? আমাকে দাওয়াত দাও নি কেন???
খুব রাগ করলাম
রাগ করলাম । রাগ করলাম । রাগ করলাম ।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: আরে আমাদের স্কুলে তো।
দাওয়াৎ দেবো নেক্সট টাইম । রাগ করোনা ভাইয়া।
৪| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯
অপু তানভীর বলেছেন:
ভিডিও দেখলাম । সরাসরি দেখতে পারলে আরো ভাল লাগতো !!
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪১
শায়মা বলেছেন: পুরা ভিডিওটা আমি সোমবারে দেবো।
পুরা ভিডিও একসাথে পেলেই দিয়ে দেবো ভাইয়া।
৫| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯
শিশিরের শব্দ বলেছেন: অনেক অনেক সুন্দর
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!!!!!!
নিজে করেই আমি নিজেই খুশী এই দুনিয়ায় সবচাইতে বেশী!!!!!!!!!!
৬| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪২
শহিদুল ইসলাম বলেছেন: আহ!! পুতুল নাচ !
আগে দেইখা আসি
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: দেখো দেখো ভিডিওটা দেখো ভাইয়া।
৭| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আমি কখনো পুতুল নাচ দেখিনি। কিছুটা দেখা হলো
শায়মা কত কিছু পারে
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া এইটা আবার ঠিক সেই পুতুলনাচ না.....
হ্যান্ড পাপেট দিয়ে করা।
কিন্তু অডিও, পুতুল রেডি করা, স্টেজ বানানো, সবশেষে পুতুল দিয়ে একটিং করা মোটেও সহজ কর্ম নহে।
আমার সারা হাত পা ব্যাথা আজকে।
সারাদিন নিজে নাচলেও এমনটা হবেনা মনে হয়।
৮| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৯
আলিম আল রাজি বলেছেন: হা হা হা। মজার পোস্ট অনেক
নাচটা দেখতে হবে ভালো করে। নেট স্লো এখন
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫০
শায়মা বলেছেন: ভাইয়া ভিডিওটা দেখো অবশ্যই।
এইগুলা টুকরা টাকরা আর পঁচা ভিডিও।
সোমবারে ভালোটা পাবো।
৯| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
টিনটিন` বলেছেন: দেখবো আপনাদের পার্ফমেন্স। আপাতত মন্তব্য করে গেলাম।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া ভিডিওগুলা দেখো শিঘ্রী।
১০| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫২
নিশাচর ভবঘুরে বলেছেন: করছেন কি! আপনি কি সব কাজের কাজি?
++++++++++++++++
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া আমি অনেক খুশী এই মজার কাজটা করতে পেরে।
১১| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫
ঘুমন্ত আমি বলেছেন: ভালো ভিডিওর অপেক্ষায় ! পোষ্টে প্লাস ।সুন্দর স্ক্রীপ্ট ।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০২
শায়মা বলেছেন: এইগুলা আপাতত দেখো আগে!!!!!!!!!!!!!
সোমবার ভালোটা দেবো।
১২| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৩
সহ্চর বলেছেন:
দারুন।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!
অনেক মজা পেয়েছি এই পাপেট শো করে......
১৩| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১০
সায়েম মুন বলেছেন: মহাযজ্ঞে নেমেছিলা দেখি। লাফিয়ে আধাঘন্টাব্যাপী হাততালি দেয়ার ইমো
এপ্রিশিয়েট ইউ। চালিয়ে যাও বহুমাত্রিক কর্মযজ্ঞ।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১১
শায়মা বলেছেন: উফ সে কি আর বলতে!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তাই তো তখন বলেছিলাম।
আজ জানাবো কি নিয়ে মাথাখারাপ টাইপ বিজি ছিলাম!!!
১৪| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১২
শারমীন মাহমুদ রীমা বলেছেন: সুন্দর হয়েছে।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!
আমিও অনেক অনেক মজা পেয়েছি......
১৫| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৯
পীরসাহেব বলেছেন:
সাইবেরিয়া থেকে শ্বেত ভল্লুক
আফ্রিকা থেকে এলো কালো ভল্লুক
অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙারু
হাতি এলো, ঘোড়া এলো, এলো শজারু
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৪
শায়মা বলেছেন: বাপরে পীরভাইয়া
হঠাৎ কি ছোটবেলার গান মনে পড়ে গেলো!!!!!!!!!!!!!!
বাহ তুমি তো ভালোই গান জানো!!!!!!!!!!!!!!
১৬| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৫
পীরসাহেব বলেছেন:
লাগবে এইটা? অন্তরার পিচকি কালের দুইটা সিডি আছে আমার কাছে
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩১
শায়মা বলেছেন: আরে আমার কাছেও আছে তো.......
তবে তুমি চাইলে গিফট পাঠাতে পারো পীরভাইয়া।
১৭| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৬
আলুমিয়া বলেছেন: খুবই ভাল হয়েছে। আমি একবার একটা ডেস্কটপ কম্পিউটার এসেম্বল করেছিলাম। আমার সেই আনন্দ এখোন মনে আছে। আপনারটা আরো ক্রিয়টিভ। আপনার আনন্দ কিছুটা হলেও অনুভব করতে পারছি। শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্লগ হওয়া উচিত এমন।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৯
শায়মা বলেছেন: আলুভাইয়া
তোমার নামটাও কিন্তু ক্রিয়েটিভ।
এতত পঁচা নাম আমি স্বপ্নেও ভাবতে পারতাম না।
হাহাহাহাহা আমার কথা শুনে যেন আবার রাগ করোনা। আসলেই তোমার নামটা মজার। আমার ধারনা তুমি আলু খুবই লাইক করো। ফ্রেন্চ ফ্রাইজ তাইনা।
ভাইয়া ক্রিয়েটিভ কাজ কম করলাম না এই জীবনে। কিন্তু এই পাপেট শোটা করে আমার নিজের যেমন আনন্দ হয়েছে। আশাতীত ভালো হওয়ায় আমার আশেপাশের মানুষজন স্কুল সবার আনন্দ দেখেও অনেক ভালো লেগেছে।
আমি বুঝেছি তুমি আমার ভালোলাগাটা ঠিক ঠিক বুঝেছো দেখেই এমন একটা কমেন্ট করেছো।]
তবে তোমার
ব্লগ হওয়া উচিত এমন।
এই কথাটায় মুগ্ধ হলাম।
১৮| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮
পীরসাহেব বলেছেন:
থাকলে আর দিয়ে কি হবে
তবে এমনি যদি কোনো গান লাগে যেইটা হার্ড টু ফাইন্ড, জানায়ে রাখতে পারেন।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: হায় হায় পীরভাইয়া!!!!!!!!!!!!!!
তুমি জানোনা???
গান শোনা, গাওয়া, দেখা সব হারাম!!!!!!!!!!!!!!!!!!!!
ওকে ভাইয়া তোমাকে জানাবো.....
কিছুদিন আগে
গগণে গগণে ধায় হাঁকি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী
গানটা খুঁজেছিলাম অনেক অনেক। পাইনি। শেষ পর্যন্ত এই নাচটাই করা হলোনা।
এখনও পাইনি।
১৯| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৯
অরুনাভ বলেছেন: WOW............... এর চেয়ে অন্য কোনো শব্দ পাচ্ছি না তো বলার মত.............
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তোমাকেও অনেক জালিয়েছি পাপেট শো পাপেট শো করে করে !!!!!!!!!!!!!
২০| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪০
রাতুল_শাহ বলেছেন: একটু প্রতিভা ধার চাই।
কসম হিংসাত্নক মনোভাব জাগ্রত হবে না।
পুতুল গুলো সুন্দর হয়েছে।
আর শেষ ছবিটার উপর কার হাতের লেখা??
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: সব এমনিতেই দিয়ে দিলাম।
একটু ধারের দরকার নেই।
পোস্টটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
শেষ ছবিটার লেখাটাও আমার তবে সেটা লেখা না আঁকা আর কি.....
বাংলা লেখা ঐভাবে অনেক ঝামেলা আর কষ্টের। পঁচা হইসে তাই।
২১| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাচ্ছা কাচ্ছা পোস্ট!
বয়স বেড়ে যাচ্ছে
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫০
শায়মা বলেছেন: আমার অবশ্য কমছে ।
থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
ভিডিও দেখো জলদি!!!!!!!!!!!!
২২| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০২
রাতুল_শাহ বলেছেন: রাখালের খ এর উপর টান মারছেন কেন?
যারা আবার এই ভুল করে, তারা কিন্তু স্যারদের কাছে খুব প্রিয়।
যাহোক কালারের ব্যবহার চমৎকার লাগছে।
রাখাল ছেলে দেখছেন?
মনে হয় দেখেন নি, কারণ রাখালদের হাতে কিন্তু বাঁশি থাকে।
আমি একদিন আম্মুর সাথে রাগ করে সারাদিন রাখালদের সাথে ছিলাম। ভালই কাটছে দিনটা। তবে অনেক হাটতে হয়।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৬
শায়মা বলেছেন: আরে রঙ দিয়ে লিখে দেখোনা ও ঐ সব কিছুর উপরেই টান আসবে।
জানি জানি রাখালের হাতে বাঁশী থাকে।
আমার রাখালছেলে বেবি তো তাই এখনও বাঁশী বাজানো শেখেনি।
কদিন পর শিখে যাবে।
২৩| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৯
একজন বাউন্ডুলে বলেছেন: darun too........
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৭
শায়মা বলেছেন: আসলেই দারুন মজার!!!!!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
২৪| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৩
মাহমুদা সোনিয়া বলেছেন: এটারই অপেক্ষায় ছিলাম আপু!! যতটুকু ভেবেছি তার চেয়ে অনেক অনেক ভালো হয়েছে!! অনেক অনেক শুভকামনা।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৭
শায়মা বলেছেন: আমিও যা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি ভালো হয়ে গেছে কেমনে আমি নিজেও জানিনা আপুনি।
অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে।
২৫| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৩
ঈষাম বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: বাচ্ছা কাচ্ছা পোস্ট!
বয়স বেড়ে যাচ্ছে
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৮
শায়মা বলেছেন: আরে তোমাকে তো দেখা যাচ্ছে পিচ্চি একটা বেবি।
২৬| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৫
রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন:
আমার রাখালছেলে বেবি তো তাই এখনও বাঁশী বাজানো শেখেনি।
কদিন পর শিখে যাবে।
তাহলে তো প্রবলেম। রাজকন্যার তো বিয়ে হয়ে যাবে।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: আরে হয়ে যাক।
রাজকন্যারা কি আর রাখালছেলেকে বিয়ে করে নাকি?
তাই তো তারা মনের দুঃখে বাঁশী বাজায়।
২৭| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৯
জিকসেস বলেছেন: বেশ বেশ
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: ভিডিওগুলা দেখো ভাইয়া।
আর অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!
২৮| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৩
ইমন কুমার দে বলেছেন: অভিনন্দন শায়মা।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!!
টুকরা টাকরা ভিডিওগুলা দেখেছো???
পুরাটা সোমবারে দেবো।
২৯| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪
একরামুল হক শামীম বলেছেন: দারুন
আমাকে দাওয়াত দেওনি
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১২
শায়মা বলেছেন: তোমাকে দাওয়াৎ দিয়েছিলাম তো।
মনে নাই?????????????
এত ঘুমালে কি আর মনে থাকে???
৩০| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৮
রাহি বলেছেন: অভিনন্দন ভগিনী/নানী
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১৫
শায়মা বলেছেন: হা হা রাহিবেবি
চুল পড়া বন্ধ হয়েছে???
৩১| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪০
মিরাজ is বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!!
অনেক সুন্দর একটা কাজ করেছেন।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর অনেক মজাও পেয়েছি.......
বলতে গেলে ছোটবেলার পুতুলখেলা.........
৩২| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: অডিও শুনলাম , ভিডিও দেখলাম , এক কথায় অসাধারন । এত স্বল্প কিছু দিয়ে যা দেখিয়েছো !!
ব্লগে বললেই তো অনেকে কন্ঠ দিত , আরো ভালো হইত । তবে তুমি কন্ঠ চেঞ্জ করার ব্যপারেও খুব পারদর্শী , যদিও অল্প অল্প বুঝা যাচ্ছিল ।
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৬
শায়মা বলেছেন: নেক্সট টাইম তূর্যভাইয়া রাখালছেলে, তুমি গল্পদাদু আর আমি কিটলী ওকে???
এখন বাঘ, গরু, ইঁদুর, টিয়া, গায়ের লোকজন, মোটামানুষ এদের জন্য মানুষ খুঁজে বের করতে হবে।
আমি কন্ঠ চেন্জ করার ব্যাপারে তেমন পারদর্শী না মাঝে মাঝে ভুল হয়ে যায় তো। কিন্তু কে কি করা আর কাউকে তো পাওয়া গেলো না তখন।
যাইহোক যা হয়েছে তাতেই আমি খুশী!!!!!!!!
৩৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩৮
মুনসী১৬১২ বলেছেন: ইতুল বিতুল পুতুল নাচ
শায়মামণির বোশেখ কাজ
গল্প দাদুর গল্প ছলে
রাখাল ছেলের ফেবল বলে
ঠিক না এমন মিথ্যে খেলা
শিশুরা শিখে
সত্য বলা সুপথ চলা
তুর্য্য ভাইয়ের মিউজিক চয়ন
নাচ দেখে সব মুগ্ধ নয়ন
...............................
বাংলা আমার ফুটিয়াছে দেখ
নবারুণ এই পুতুল নাচে
কৃষক মজুর মুটে কুলি
এতেই কাঁদে আবার হাসে
বাঘ ভাল্লুক ঘোড়া নাচে
হাতি পিঠে রাজা আসে
রাজকন্যার লাজুক লাজে
স্বপ্ন কুমার পঙ্খিরাজে
ঢাল তোলোয়ার যুদ্ধ ভীষণ
কার কাছে যায় ময়ূর আসন
হাজার বছরের পুঞ্জিত ক্ষোভে
রুদ্র কোমল ফোটে
কাঠ পুতুলের সুতোর তালে
রক্ত তুফান ছোটে
জীবন মঞ্চ এমন পাপেট
চিত্ত সুরে বাঁধা
অদৃশ্য এক সুতোর টানে
নিত্য হাসা-কাঁদা-----------------
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৭
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার কবিতাটাও তো জুড়ে দিতে হবে।
৩৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৩:১৫
মোঃমোজাম হক বলেছেন: বেশ ভাল কাজ করেছো।
ছোট্ট বেলায় আমি পুতুল নাচ দেখেছিলাম এবং একবারই
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৯
শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে ফুল ভিডিওটা হাতে পেলেই পাঠিয়ে দেবো।
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
৩৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৪০
বেঈমান আমি বলেছেন: শায়মা রকযযযযযযযযযযযযযযয
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫০
শায়মা বলেছেন: ভাইয়া অনেক মজা পেয়েছি এই পুতুলগুলো নিয়ে কাজ করে!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৩৬| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:০৪
ফারিয়া বলেছেন: অনেক মজাতো!
আপু এটা কোথায় হয়েছে? :!>
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫১
শায়মা বলেছেন: আপুনি এটা আমি আমার স্কুলে করেছি।
আসলেই অনেক অনেক মজার!!!!!!!!
৩৭| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০১
যাযাব৮৪ বলেছেন: যাক একটা পুতুল নাচের শো দেখা হল.............
পরের বার দাওয়াত দিও
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০৩
শায়মা বলেছেন: দেখেছো টুকরা টাকরা ভিডিওগুলা???????????????
নেক্সট টাইম একদম চোখের সামনে দেখবা ওক ভাইয়া!!!!!!!!!!!
৩৮| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১২
যাযাব৮৪ বলেছেন: হ্যা দেখছি
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!
৩৯| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৩
আহমেদ চঞ্চল বলেছেন: গ্রেটজ, শায়মা।।। অদ্ভুত সুন্দর হইছে। তোমার প্রতিভা তো দেখছি দেশ কাল পাত্র ছাড়িয়ে যাচ্ছে।।।।খুবই মজা পাইলাম পুতুল নাচের আয়োজন ও পুতুল নাচ দেখে।।।
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩১
শায়মা বলেছেন: ভাইয়া আমি জানি তুমি মজা পাবে তাই তোমাকে ডেকে আনলাম।
৪০| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৮
আমি তানভীর বলেছেন: আমি পুতুল নাচ দেখেছি অনেক আগে, এবং মাত্র একবারই
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩২
শায়মা বলেছেন: আমার ফুল ভিডিওটা পেলেই তোমাকে দেখাবো ভাইয়া।
৪১| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩০
খন্ডকাব্য বলেছেন: আমি ভাবছিলাম তোমার নাচ দেখবো.....এ তো দেখি পুতুলের নাচ
পাপেট শো ভাল হয়েছে....তোমার নাচ কভে দেখব
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: আমার নাচ!!!!!!!!!!!!!!!!!
বাপরে শেষে নাচের ভিডিও দিলে মৌলবাদী ভাইয়ারা আমার ব্লগে দোররা মারবে।
না বাবা কোনোই দরকার নেই।
এর চাইতে পুতুলের গুলাই দেখো।
৪২| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০০
নাফিজ মুনতাসির বলেছেন: পুতুল নাচ দেখতে পারছি অনেকদিন পর...........ইয়েসসসসসসসসসসসসস
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:১১
শায়মা বলেছেন: শুধু দেখলেই হবে????????????
ভাইয়া ভয়েস, স্টেজ পুতুল সাজানো সব দেখতে হবে তো.....
কারণ এসব অনেক অনেক কষ্ট করে নিজ হাতে করেছি।
৪৩| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২১
~মাইনাচ~ বলেছেন: সুন্দর একটা পোষ্ট
মাইনাচ
২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২৯
শায়মা বলেছেন: আরে এই ছবির পিচচিটা কে????????????
ঠিক হুবুহু এমন একটা শাড়ি আছে আমার!!!!!!!!!!!!!!!!
দাঁড়াও ছবি খুঁজে পাই কিনা দেখি।
৪৪| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০
স্বর্ণমৃগ বলেছেন: ওয়াও! ফাটাফাটি হয়েছে শায়মাপু!
জীবনে কোনদিন পুতুলনাচ দেখার সৌভাগ্য হয়নি, দাওয়াতটা দিলেই পারতা!
আপাতত ভিডিও গুলো দেখে সাধ মেটালাম!
জীবনে পেত্থমবার এমুন একটা কীর্তি করলা, ভাল মানের ক্যাম দিয়ে ভিডিও করা গেলনা? তাইলে সাউন্ড আর ডিটেইল গুলা আরো ভাল আসতো!
+++++
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: ভালো ক্যামেরটা সোমবারে পাবো ভাইয়া।
ভালো ক্যাম দিয়েও করা হয়েছে তো!!!!!!!!!!!!!
ভিডিও পেলেই তোমাকে দেখাবো।
৪৫| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৬
জামিনদার বলেছেন: জামিনদার বলেছেন: অসাধারণ কর্ম। এ কাজ তোমাকে দিয়েই সম্ভব।
তবে বাগের যে সিং থাকে এই প্রথম দেখলাম।
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: না না বাঘের শিং নাই তো!!!!!!!!!!!!!!!
তোমার চোখে চমশা লাগাতে হবে ভাইয়া........
পোস্টারে গরুর ছবি দিয়েছি। ওটা ব্যাঘ্র নহে। হাহাহাহা
এত কাঁচা কাজ করবো কি করে ভাবলে ভাইয়ামনি???
৪৬| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: আহ! এতো ভালো লাগলো পুতুলনাচের ইতিকথা! আমি কখনোই পুতুলনাচ দেখিনি। একটা চমৎকার ভালো লাগার অনুভুতি হল মনের ভিতর। মাঝে মধ্যে মনে হয় মন খারাপ করে থাকাটা খুব কঠিন
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: না ভাইয়া মন খারাপ করে থাকার কোনো মানেই নেই।
তুমি ভিডিওগুলা দেখো।
আর ভালো ভিডিও আর পুরাটা পেলে আমি আবার লিন্ক দেবো।
আমি অনেক অনেক মজা পেয়েছি এই কাজটা করে।
৪৭| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৪
~মাইনাচ~ বলেছেন: খবরদার আমার বাবুটির শাড়ি নিয়ে টানাটানি করবেন না
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: এহ আমার শাড়িটা তুমি কবে চুরি করেছো সেটাই ভাবছিলাম।
শাড়িটার ছবির কথা তো ভুলেই গেছিলাম।
দাঁড়াও পিকটা আনি।
৪৮| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৯
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: উহুঁ! ভিডিওটা দেখি নাই। ভিডিও দেখে আবার কমেন্ট করবো।
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৫
শায়মা বলেছেন: ভিডিও দেখো ভাইয়া.....
https://www.youtube.com/watch?v=DFlLDbdcitQ
https://www.youtube.com/watch?v=0iUTOWTY4W4
৪৯| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫২
নস্টালজিক বলেছেন: স্ক্রিপ্ট ভালো হইসে!
আমি শিওর, তোমাদের পাপেট শো-ও মজা হইসে অনেক!
অভিনন্দন!
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৬
শায়মা বলেছেন: তুমি একটা টুকরা টাকরা ভিডিও দেখো.....
https://www.youtube.com/watch?v=DFlLDbdcitQ
https://www.youtube.com/watch?v=0iUTOWTY4W4
ভালো ক্যামের পুরা ভিডিওটা আসলে তোমাকে লিন্ক দেবো।
৫০| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭
রোকন রাইয়ান বলেছেন: বৈশাখি শুভেচ্ছা, সাথে পুতুল নাচের কাহিনী শোনানোর জন্য এক্সট্রা... আপনি যে এত সময় পান কই ভেবে অবাক হই....
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: আমিও অবাক হই ভাইয়া।
কোনোকিছু শেষ করার পর ভাবি কেমনে করলাম!!!!
কেমনে এত সময় পেলাম!!
৫১| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন হইসে। পুরাটা আপলোড করলে পিচ্চিগুলাকে রাইট করে দিবো। তুমি বহুমুখী প্রতিভার অধিকারী আপু।
অনেক অনেক ভালো লেগেছে।
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: ভাইয়া পোস্ট করেই তোমার কথা মনে পড়েছে।
তোমাকে কথা দিয়েছিলাম কিছুদিনের মাঝে মজার একটা অডিও শোনাবো।
৫২| ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪০
গাধা মানব বলেছেন: অনেক অভিনন্দন তোমাকে।
রাতে ভিডিওটা দেখব এখন নেট স্লো।
আবারও অভিনন্দন এত্ত সুন্দর ক্রিয়েটিভিটির জন্য!
২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!
৫৩| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৯
রাতুল_শাহ বলেছেন: আচ্ছা আপু এটা কি রাখালছেলের পুরান ভার্সন না নয়া ভার্সন?
মনে হচ্ছে পুরান ভার্সন। এখনকার রাখাল ছেলের হাতে কিন্তু চায়না মোবাইলও থাকে। পরনে হাটু গুজানো স্টাইলিশ জিন্স থাকে।
কোন মতেই রাখাল ছেলের মত মনে হচ্ছে না।
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: হ্যাঁ অবশ্যই পুরান ভার্সন!!!!!
এখনকার সত্যবাদী রাখালছেলে সত্যি সত্যি বাঘ আসলে চিললায় গলা ফাটালেও কেউ আগায় আসতো কিনা সনদেহ।
এ শুধু পুরান দিনেই সম্ভব ছিলো।
৫৪| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: এবারের নববর্ষে জীবনে প্রথমবারের মত পুতুলনাচ দেখলাম। চারুকলায়।
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৩
শায়মা বলেছেন: আমার গুলা হ্যান্ড পাপেট দিয়ে করা।
ঐ পুতুলনাচ সুতা দিয়ে করানো হয়। নেক্সট টার্গেট আমার..।
বৌমাকে রবীন্দ্রসঙ্গীত শিখাতে আমার স্কুলে পাঠাও হামাবেবি।
৫৫| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৭
সকাল রয় বলেছেন:
নেট স্লো তবে অন্য উপায়ে দেখবো।
দারুন কাজ করেছেন মনে হচ্ছে
অভিনন্দন!
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: কখন দেখবা???????????
শিঘরী দেখো কবিভাইয়া।
দারুন মারুন জানিনা।
কিন্তু আমি অনেক খুশী এটা করে।
৫৬| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১১
নাঈম আহমেদ আকাশ বলেছেন: আপনার পুতুলগুলা কি হাত দিয়া নাচাইছেন? নাকি সুতা সুতা ?
ভিডিওগুলা পরে দেখব । অভিনন্দন ।
ভালো লাগা রইল ।
২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শায়মা বলেছেন: হাত দিয়ে ভাইয়া।
এইগুলা হ্যান্ড পাপেট।
ভিডিও না দেখলে কিছু বুঝবেনা।
ভিডিও টুকরা দেখো আমি পরে ফুল ভিডিও দেবো।
৫৭| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৪
রাতুল_শাহ বলেছেন: রাখাল আর দরবেশ বাবার কন্ঠ ২টায় কি আপনার? ৪টা ভিডিও নামালাম, ২টা চলে না।
তবে আপনার দর্শক গুলো তো সেই রকম ভিআইপি। যদি দেখতে যেতাম, মনে হয় টিকিট পাইতাম না।
অবশেষে দর্শকদের জন্য অনেক গুলো ভাল লাগা রইল।
২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৭
শায়মা বলেছেন: হা হা হা আরে ভাইয়া .......
দরবেশবাবা না.........
সেটা গল্পদাদু। আর গল্পদাদু, রাখালছেলে, কিটলী টিয়াপাখি ইঁদুর সবগুলাই আমি করেছি ।
সবগুলাতেই আমার ভয়েস। চেন্জ করে সবার মত করে এ্যাক্ট করেছি। রেডিওতে যেমন করে।
৫৮| ২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডাউনলোড করে দেখেছি সাড়ে চার মিনিটের একটা পর্ব। আমার আগ্রহ ছিল জানার যে, কীভাবে পাপেট নাচানো হয় দেখলাম, পাপেটের পেছনে অন্ধকার ছায়ার মতো হাত
আমি ভাবছি, এমন কী কাজ আছে যেটা আপনি পারেন না
২১ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪২
শায়মা বলেছেন: ভাইয়া যে ভিডিওগুলা দেওয়া হয়েছে সেসব আনাড়ি ক্যামে তোলা। এক সাইড থেকে। সামনে থেকে ভালো ক্যামে তোলা ভিডিও আমি সোমবারে পাবো। তখন দেখবে পুরোটা এক সাথে। মোট ১২ মিনিটস এর।
আমি সব থেকে ভালো কি পারি জানো??? সমুদ্রে চোখ বুঝে ঝাঁপ দিতে। হাহাহহাহাহাহাহাহাহা
৫৯| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৫
আহাদিল বলেছেন: অভিনন্দন শায়মা'পু!
নিশ্চয়ই অনেক মজা হইসে!
সমুদ্রে কেমনে ঝাঁপ দেয়? সাঁতার জানো তো?
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১১
শায়মা বলেছেন: হা হা হা
সাঁতার জানিনা। তবে প্রতিবার চোখ বুজে সমুদ্রে ঝাঁপ দেবার পর পরই অকূল দরিয়ার পানির তলায় চোখ একটু একটু করে খুলতে শুরু করে আর তারপর হাঁচড়ে পাঁচড়ে ঠিকই খুবই সুন্দর ভাবে ভাসতে শিখে যাই আর তারপর তর তর করে সাতরে ডাঙায় উঠে পড়ি।
হাহাহাহাহা
৬০| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৩
মাথা খারপ মানুষ বলেছেন: ৩০ তম ভালো লাগা পরী আপু
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ মাথা খারাপ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা নিকটা আসলে মজার!!!!!!!!!!
আমার মাথাটাও প্রায়ই খারাপ হয়ে যায় আর আমার মা বলে প্রায় না সবসময়ই নাকি খারাপ।
৬১| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২০
ত্রিশোনকু বলেছেন: বিশাল এক কাজ করে ফেলেছো।
অভিনন্দন।
এবার সামনে থেকে দেখার অপেক্ষায়।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৬
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শেষমেষ আসলে!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!
সোমবারে ফুল ভিডিও পেলেই তোমাকে দেখাবো।
৬২| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: তা না না না নাচোতো দেখি* গানটা ছোট্টবেলায় আমার চরম প্রিয় একটা গান ছিল, এই গান না শুনলে নাকি আমি ঘুমাতাম না আম্মু বলছে! এখনও গানটা শুনলে খুব ভালো লাগে আমার। শিরোনামে প্লাস!
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৩০
শায়মা বলেছেন: শিরোনামে +++?????????????
আর আমার এমন সুন্দর কাজটা চোখে পড়লো না পিচকা ভাইয়া???
বুঝেছি তোমার চোখের ঠুলিটা খুলে একটা হাই পাওয়ারের চমশা পরাতে হবে এইবার।
৬৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৩৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সেরা ব্লগারের কাজ বলে কথা, আমি বরং চুপই থাকি, মুখ খুললে আবার একটু বেশি বলে ফেলি তো
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: এইটা (পাপেট শো) কোন কোন ব্লগার করবে আল্লাহ জানে.......
বাট এটা ব্লগারের কাজ না এটা একজন শিল্পীর কাজ। এইটাও বুঝোনা ভাইয়া?????????
হায় হায় আসলেই তো তোমার মুখ খোলা আর বন্ধ করানো শেখাতে হবে ।
৬৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৩৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না।
এই পুতুল নাচ ছোটবেলা থেকেই দেখে আসছি নানা মেলা উৎসবে। আর তখন বিটিভি'তে তো মাঝে মাঝে এগুলো দেখাত।
তবে বেশ কয়েক বছর হল এই পুতুল নাচ আর দেখা হয় না। সময় এবং সুযোগ এর অভাবে। আপু তোমার এই এক গলা দিয়ে কয়েকরকম কন্ঠস্বর খুবই উপভোগ করলাম। তবে এতে তোমার যে খুব খাটুনি গেছে তা বোঝাই যাচ্ছে। এখন যেহেতু একবার মুখ ফসকে বলেই এই সুন্দর কাজটি হয়েছে আশা করি আগামী তোমার অংসখ্যবার মুখ ফসকে এই রকম অনেক কথা বের হোক
পরেরবার সুতা দিয়ে পাপেট করা দেখতে চাই।
এর পরেরবার যেন তোমার পাপেট শো-তে এখানে ২/১টা পরী থাকে। পরীর রাজ্যে থাকো... আর তোমার পাপেটদের মধ্যে পরী থাকবে না
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: ওকে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
ভালো প্রস্তাব!!!!!!!!!!!!!!!!!!!!!!
এরপরের পাপেটশো হবে পরীদের রাজ্য নিয়েই......
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।
৬৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯
কান্টি টুটুল বলেছেন:
তাইতো বলি নতুন বছরের আপনার পোষ্ট এখনো আসতেছে না কেন,
অনেক কষ্ট করে বানিয়েছেন,খুব সুন্দর
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: এইটা নিয়ে অনেক ঝামেলায় ছিলাম ভাইয়া।
আমার ভিডিও গুলা দেখো ভাইয়া।
ভালো ভিডিও হাতে পেলেই সেটার লিন্ক জুড়ে দেবো।
এটা আপাতত দেখো।
৬৬| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৩
খাতা কলম বলেছেন: পুতুল নাচ আমার ভাল লাগেনা, সত্যিকারের পুতুলের নাচ ভাল লাগে।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: সেইটা আবার কি??
৬৭| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৩
মুগ্ধ মানুষ বলেছেন: মজার তো!
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ভীষন মজার কাজ ছিলো এটা ভাইয়া।
৬৮| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৭
আহাদিল বলেছেন: সাধারণ সাঁতার কাজে লাগে না কোন সমুদ্রে! সমুদ্রে নেমে যে ভাসা শেখা সেটা-ই আসল!
আমিও চোখ-কান বুজেই সমুদ্রে ঝাঁপ দেই! চোখ-কান খুললেই বিপদ!
হা হা!
কী কী যে বলছি!
অস্থির অবস্থা আপু চারপাশে-
দেশে অস্থিরতা, দেশের ক্ষুদ্র অংশ বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তা থেকে আবার ব্যক্তিজীবনে ছটিয়ে পড়া অস্থিরতা- এর মাঝখানে পুতুল নাচের গল্পটা খানিক শান্তি দিল!
ভালো লেগেছে!
পারেনও বটে আপনি!
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২০
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক থ্যাংকস আপুনি।
চোখ কান বুজে থাকাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। যতটুকু চোখ খুলবো শুধু পুতুলনাচ টাইপ কিছু নিয়ে থাকলে যতটুকু বেঁচে থাকা যায়।
নইলে তো মরার আগেই মরে যাই বার বার আপুনি।
৬৯| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫১
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো পুতুল নাচের ইতিকথা।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫২
শায়মা বলেছেন: ভিডিওগুলা দেখো ভাইয়া।
৭০| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫৭
সাকিন উল আলম ইভান বলেছেন: বাপরে তুমি পারোও এতো কিছু ম্যানেজ করলে কিভাবে?
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:২০
শায়মা বলেছেন:
আমি না ???????
৭১| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:২১
খাতা কলম বলেছেন: মানে পুতুলগুলো যে পুতুলরা নাচায় সেই পুতুল
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৩
শায়মা বলেছেন: হায় হায় তারা পুতুল না তারা মানুষ।
৭২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:৫৪
ইসরা০০৭ বলেছেন: আপু,,,,,,,,,,,,,,,,,,, তুমি না !!!!!
এতো কিছু পারো কি করে????
অনেক অনেক সুন্দর ++
প্রিয়তে নিলাম।
ভালো থেকু আরও ভালো করো
২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:০৩
শায়মা বলেছেন: ইসরামনি !!!!!!!!!!!!!!!
অনেক অনেক অনেক থ্যাংকস আপুনি।
৭৩| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:১৯
মুনসী১৬১২ বলেছেন: পুতুলদের মা দেখি জেগে আছে
২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:২৭
শায়মা বলেছেন: হা হা হা
সেই তো এত রাত আমি জাগিনা কিন্তু!!!!!!!!!!!
৭৪| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:৩৫
মুনসী১৬১২ বলেছেন: মাঝে মাঝে নিয়ম ভাঙতে হয়.. আর এতে তো তুমি ওস্তাদ শ্যাম্পু
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: হা হা সে কি আর বলতে।
সেই ছোট থেকে আমাল মামনি থাকতো ডালে ডালে তো আমি পাতায় পাতায়......
৭৫| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৩৪
কামরুল হাসান শািহ বলেছেন: সব কাজের কাজী, শায়মা আপা পাজী
দারুন হইছে
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৫
শায়মা বলেছেন:
আমাকে পাজী বলে কে রে ?????????????????
৭৬| ২২ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:১৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক বড় কাজ করে ফেলেছেন। এবার সামনের কোন এক দিনে যেন চিত্র পরিচালিকা হিসেবে আবির্ভূত হন সে দোয়াই রইলো।
নতুন বছর সুন্দর কাটুক।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৬
শায়মা বলেছেন: হি হি হি
ঠিক ঠিক ।
আমারও তেমনই মনে হচ্ছে।
৭৭| ২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:০২
রেজোওয়ানা বলেছেন: ওয়াও!
দারুন কাজ শায়মা!
কনগ্রেটসসসস
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রেজুমনি!!!!!!!!!!!!!!!
৭৮| ২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৩
নাজনীন১ বলেছেন: অনেক সুন্দর এবং পরিশ্রমী একটা কাজ হয়েছে শায়মাপু! দেশে থাকলে তোমার এই পুতুল কথা আমার বাচ্চাদের এখনি শোনাতাম। একদিন নিশ্চয়ই শোনাবো।
এর আগে ব্লগার সাদা মনের মানুষ ভাইর কিছু কবিতা প্রিন্ট করে নিয়ে গেছিলাম তাদের জন্য। এখন উনাকে ব্লগে সেভাবে দেখি না।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: আপুনি অডিও আর ভিডিওগুলা দেখাও প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!
৭৯| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৩
নীল ভোমরা বলেছেন:
রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও
বাঁকা গায়ের পথটি ছেড়ে কোথায় তুমি যাও
চমৎকার পাপেট শো......খুব সুন্দর। পারফেক্ট উপস্থাপন।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!!
আমার পোস্ট আর পাপেট শো টা দেখার জন্য।
৮০| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৭
খাতা কলম বলেছেন: ওটাই, মানুষ দেখতে মন চায়
ওটা দেখানগো আমারে
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: সবকিছু মন চাইলেই কি পাওয়া যায় বলো???
৮১| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৪
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: তাই তো বলি একজন এত গুণ দখল করে নিলে অন্যদের ছিটেফোটা ও না থাকার কথা ।
অনেক পরিশ্রমী কাজ আপুনি , এক কথায় নাইস ।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: হা হা হা
এমন করে বললে কিন্তু সোজা টেবিলের তলায় লুকাতে হবে।
অনেক অনেক অনেক থ্যাংকস আপুনি.....
আমি এত মজা পেয়েছি কাজটা করে কি আর বলবো!!!!!!!!
৮২| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২০
রিমঝিম বর্ষা বলেছেন:
অনেক সুন্দর হইছে আপি। রাখাল ছেলের ভয়েসটা সবচাইতে সুন্দর হইছে। আর বুড়ো দাদুর ভয়েসতো সত্যি সত্যি বুড়ো।
২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৬
শায়মা বলেছেন: হা হা হা রিমঝিমনি!!!!!!!!!!!!!!!
সবগুলা আমি করেছি!!!!!!!!!!!!!!!
৮৩| ২২ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪২
অর্পণ! বলেছেন: আমাদের আপুটাতো দারুণ কাজের!
বিয়া সাদী হইছে নি? তয় পাত্র পাইলে খোজ দিতাম
অনেক অনেক সুন্দর হয়েছে
২২ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৬
শায়মা বলেছেন: বিয়াশাদীর কথা বলা যাবেনা ভাইয়া।
ব্লগে সবাই আমার ভাইয়া। ঘটক পাখীভাইকে ডিসলাইক করি।
এইখানে দেখতে চাইনা।
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
৮৪| ২২ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৮
রাহি বলেছেন: ভগিনী/নানী, বেবি কও ক্যান?
বন্ধ হয় নাই
কোনো সলুশ্যন?
২২ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১২
শায়মা বলেছেন: আহারে!!!!!!!
তাহলে আর হবেও না।
৮৫| ২২ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৬
এস এম ফারুক হোসেন বলেছেন: +++++
২২ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৮৬| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৩
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক অনেক সুন্দর হয়েছে......
তুমি এত জনের কম্ঠ নিজেই দিয়েছ - এটাতো অসম্ভব এক কাজ , ভাবাই যায় না।
ইউ টিউব লিংকে পাঁচটা অংশ। একটি ভিডিওতে আনা যায় ? সম্ভব হলে একটি ভিডিওতে দেয়ার অনুরোধ করছি।
শুভকামনা সবসময়ের জন্য.........
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
ভালো ভিডিওটা পেলেই লিন্ক দিয়ে দেবো।
৮৭| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৫
রাখালীয়া বলেছেন: কেমন আছো আপি?অনেক দিন পর ব্লগে ফিরেই ভাবলাম তোমার বাড়িতে একটু ঢু দেই।খুব মজা পেয়েছি।নিজেকে অনেক পিচ্চি পিচ্চি লাগছে
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: আরে কোথায় ছিলে এতদিন আপুনি???
আমি ভেবেছিলাম হারিয়েই গেছো।
অনেক ভালো লাগলো তোমাকে দেখে।
৮৮| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৮
রাহি বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৫
শায়মা বলেছেন: কান্না করেনা ভাইয়া।
ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখলেই চলবে।
৮৯| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৩
হাসান যোবায়ের বলেছেন: খাইছে!
আপনে দুনিয়ার ব্যাবাক জ্ঞান লইয়া জন্মগ্রহন করিছেন।
ভিডিও দেখলাম বেশ ভাল হয়েছে। আমি শো বাস্তবে কখনো দেখি নাই।
আপনার জন্য শুভকামনা রইল। আরো নিত্য নতুন প্রতিভা নিয়ে এগিয়ে যান।
(আপনার কন্ঠ শুনে অনেক হাসি পেয়েছে
)
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৬
শায়মা বলেছেন: হা হা হা আমার নিজেরও হাসি পেয়েছে অনেক !!
কিনতু কি করবো?
কেউ তো এগিয়ে এলোনা।
আর শুনো তুমি যে লিটিল জিনিয়াস সেটা কি ভুলে যাও?
৯০| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
সৈয়দ নাসের বলেছেন: ভালোলাগা রইলো সায়মা । কেমন আছো ? নববর্ষের শুভেচ্ছা ।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৯
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
আমি ভালো আছি।
পোস্টটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!
৯১| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৯
রাখালীয়া বলেছেন: একটু ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে,এখন কিছুটা ফ্রী!!
হারিয়ে গেলে তোমাদের এতো সুন্দর সুন্দর লেখা কি করে পড়বো,তাই ফিরে আসা
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১০
শায়মা বলেছেন: না হারিয়ে যেওনা।
শুধু লেখা পড়লে চলবেনা । লিখতেও হবে তো আপুনি।
৯২| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:৪৮
মে ঘ দূ ত বলেছেন: কি অদম্য ইচ্ছেশক্তি আপনার! এ যেন দূরন্ত ঘোড়ার পিঠে চড়ে তড়বারী হাঁকিয়ে একাই যুদ্ধ জয় করে ফেলা। প্রণতি আপনার এই মনোবল এবং জয় করার এই দুর্দান্ত ইচ্ছেশক্তিকে।
শুরুর কবিতা আবৃতিটা কি মিষ্টি হয়েছে! অওওও । মিষ্টি মিষ্টি
আপনার দুষ্টু ছেলেরা ভয় পায়নিতো রাখাল বালকের পরিণতি দেখে? আর দুষ্ট ছেলেরে বুঝি ওমন জিহবা বের করে রাখে! হেহে
দেরীতে শুভেচ্ছা নতুন বছরের।
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: হা হা হা তোমার কথা শুনে হাসছি মেঘদূত!!!!!!!!!!!!!!!!!!!!!!
এ যেন দূরন্ত ঘোড়ার পিঠে চড়ে তড়বারী হাঁকিয়ে একাই যুদ্ধ জয় করে ফেলা।
দুষ্টু ছেলেরা ভয় পেয়েছে।
মনে হয় আর কখনও মিথ্যে বলার আগে ভাববে এইবার।
অনেক অনেক থ্যাংকস মেঘদূত!!!!!!!!!
৯৩| ২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪০
সালমাহ্যাপী বলেছেন: ্বাহ বাহ খুবিইইইইইইইইইইইইইইইই ভালো লেগেছে আপি
আপনি পারেনও বটে
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৪
শায়মা বলেছেন: আমিও অনেক মজা পেয়েছি এই পাপেট শোটা করতে পেরে।
অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!
৯৪| ২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৭
ট্রোজানহর্স বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: কি ভাইয়ামনি??????
এই ইমো এর মানে কি ভাইয়ামনি মনি ???
৯৫| ২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫১
খাতা কলম বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: আরে তুমিও !!!!!!!!!!!!!!!
ট্রোজানভাইয়া আর তুমি একই ইমো কেনো!!!!!!!!!!!!!:O
এই ইমো দেবার কারণ কি ভাইয়ামনি মনিরা???
৯৬| ২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯
েরজা , বলেছেন:
আমি ছবি পাঠালে , আমার মত দেখতে একটা পুতুল বানায়ে দিবা ?
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৭
শায়মা বলেছেন: দেবো দেবো চোখা কানা না না চশমা পরা পুতুল তাইনা ভাইয়া???
তুমি আমার ভিডিওগুলা দেখো।
অডিওটা শোনো ভাইয়া।
৯৭| ২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৪
ইহতিশাম আহমদ বলেছেন:
নবীন লেখক সমাবেশ ২০১২-তে পুস্তক প্রর্দশনী ও বিক্রয়ের জন্যে যোগাযোগের আহবান
২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
৯৮| ২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৬
ইহতিশাম আহমদ বলেছেন: নবীন লেখক সমাবেশ ২০১২-তে পুস্তক প্রর্দশনী ও বিক্রয়ের জন্যে যোগাযোগের আহবান
২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৯৯| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: লাইভ দেখতে পারলে ভালো হতো! ব্যাপার্না!
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: লাইভ দেখলে অবশ্যই আরো মজা হত ভাইয়া।
ভালো ভিডিওটা এখনও হাতে পাইনি।
পেলে লিন্ক দিয়ে দেবো।
১০০| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৯
শাহেদ খান বলেছেন: পাপেট শো'র মত জটিল একটা কাজ !!! শায়মা'পু, কী পারো না???
Really proud of u, apu !
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আরও অনেক সৃষ্টিশীলতায় ভরিয়ে রাখো চারপাশ !
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৫
শায়মা বলেছেন:
এইগুলা পারাপারির কিছু না ভাইয়া।
একটু ইচ্ছে করলে সবাই পারবে।
১০১| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
ওরে! গুণবতী কন্যা, আমরা কি শুধু ভার্চুয়াল শো দেখবো? রিয়েল শো দেখবো না ??
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০২
শায়মা বলেছেন: দেখবে দেখবে~!!!
নেক্সট টাইম ওকে???
এইবারেরটা প্রথম ছিলো তো।
১০২| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৩
রাতুল_শাহ বলেছেন: শাহেদ ভাই, ভাবতেছি, মেকা পর্ব শেষ করার পর, শায়মা আপুর শিষ্য হয়ে যাবো।
একটা রিকমেন্ডেশন করে দিলে ভাল হত।
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২০
শায়মা বলেছেন: মেকা পর্ব আবার কি?
জানিনা
আর শিষ্য হতে গেলে তার আগে পাখার অর্ডার দিতে হবে তোমার জন্য এক জোড়া।
১০৩| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৭
রাতুল_শাহ বলেছেন: মেকানিক্যাল পর্ব ।
পাখা কি জন্যে রে ভাই?
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: ওহ তাই বলো।
পরীর দেশে কি পাখা ছাড়া আসা যায়!!!!
তাই পাখা ......
১০৪| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, আমার ওপর রাগ করলে নাকি? মজাটা কি একটু বেশীই করে ফেলেছি আজ??
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১১
শায়মা বলেছেন: না রাগ করিনি তবে আমি আবার বেশী ঝামেলা দেখলে সেই পথ মাড়াই না।
সাবধানে থাকি।
১০৫| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৪৭
কাউন্সেলর বলেছেন: অনেক ভালো।
২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৩
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১০৬| ২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩১
েরজা , বলেছেন:
তুমি-তো কথা দিয়ে কথা রাখনা !!
আমার গান কই ???
আর ছবি পাঠান লাগবে না , I'm just looks like monkey .
so make use of a monkey and make it .
২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৯
শায়মা বলেছেন: হা হা হা হা
সেটা তো অনেক ইজি হবে বানাতে।
ওকে গান পাঠিয়ে দেবো আজকেই।
১০৭| ২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৪
জুন বলেছেন: অসাধারণ সুন্দর শায়মা
২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!
১০৮| ২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৫
ধীবর বলেছেন: কাজটা খুবই ভালো করেছো। চারিদিকে আ দেখি শুনি, বাচ্চারা হিন্দি আর ইংরেজির মিশেল শিখছে। সেই তুলনায় তোমরা স্কুলের খুদে পোড়োদের বাংলা উপকথাগুলি পুতুল নাচের মাধ্যমেই শোনাচ্ছো। গর্ব করার মতই বিষয়। তোমাদের এই মহৎ উদ্যোগ শুধু একটি স্কুলের গন্ডি পেরেয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক এই শুভ কামনা করছি। +++
২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: আমার স্কুল কিন্তু ইংলিশ মিডিয়াম ভাইয়া। তবে আমাদের স্কুলের নীতি কালচার মেইনটেইন করা। নো হিন্দী মিন্দি ইন আওর স্কুল।
আর এই পাপেট শোটা করে আমি নিজেই সবচাইতে খুশী। সারাদিন এই ছবিগুলো দেখি। পাপেট শো ভিডিওটা বার বার দেখি।
ভালো ভিডিওটা পাইনি। স্কুলে গেলেই পাবো। হরতালের কারণে স্কুল বন্ধ!!
১০৯| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২০
েরজা , বলেছেন:
হা হা হা দিয়ে কাজ হবে না ।
একটা পুতুল বানাও আর আমার অফিসের ঠিকানায় পাঠায়ে দাও ।
গান পাঠাও ..............
২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: ওকে ওকে ওকে তাহাই হইবেক!!!!!!!!!!
১১০| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৬
লেখোয়াড় বলেছেন:
পুতুল নাচের ইতিকথা।
অনেকবার দেখেছি, গ্রামে, পাড়ায়, মহল্লায়।
আজ দেখরাম ব্লগে।
ধন্যবাদ শায়মাকে।
২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: ভিডিও আর অডিও টা দেখেছো ভাইয়া?
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১১১| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৯
েরজা , বলেছেন:
গান এখনও আসে নাই কেন ?
২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৭
শায়মা বলেছেন: যাইতেছে।
ঢাকা থেকে সাভার যেতে সময় লাগেনা????
হরতালে এমনিতেই যোগাযোগ ব্যাবস্থা প্রায় বিছিন্ন!!
১১২| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯
মেহবুবা বলেছেন: একটা তালিকা দিও যেটাতে থাকবে তুমি কোন্ কোন্ কাজ পারো না বা তোমাকে দিয়ে হয় না
২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন:
কত্ত কিছু এখনও পারিনা আপু।
লিস্ট দিলে সব জারিজুরি ফাঁস হয়ে যাবে তো।
১১৩| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১১
েরজা , বলেছেন:
অহনতরি আহেনাইক্কা , মিজাটা বিলা হইতাছে কইলাম ।
২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: স্যরি ভাইয়া।
উঠে গেছিলাম। এখুনি মেইল করছি।
আর ভুল হবেনা ।
১১৪| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৭
জুল ভার্ন বলেছেন: খুন্দর উপস্থাপনের জন্য ৫৯তম ভাল লাগা।
একটা সত্যি কথাঃ আমার কাছে পুতুল নাচ কোনো অজানা কারনে অসহ্য!
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: ভাইয়া এটা ঠিক সেই রকম পুতুল নাচ না।
হ্যানড পাপেট শো ছিলো। আর ইশপের সেই মিথ্যেবাদী রাখাল আর বাঘের গল্পটা ছিলো।
বাচ্চাদের শিখানোর জন্য অনেক সুন্দর একটা গল্প!
আর আমার পুতুলগুলোর ছবি আমি রোজ দেখি আমার এতই ভালো লেগেছে।
নিজের কাজে নিজেই সবচাইতে বেশী খুশী আমি।
আমার পোস্ট টা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১১৫| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৯:২১
মেহবুবা বলেছেন: @ জুলভার্ন ভাই, অনেক আগে দেখা আমার একটা পছন্দের মুভি 'আগার তুম না হোতে' তে রেখাকে দেখেছিলাম পুতুল নাচের দৃশ্যের সাথে একাকার হয়ে যেতে , মনে দাগ কেটে আছে তার সেই নাচ । তখন থেকে পুতুল নাচে আমার আগ্রহ ।
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: মানুষও মাঝে মাঝে পুতল সেজে নাচে।
সেটাও নৃতের একধারা।
১১৬| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৫
অথৈ সাগর বলেছেন:
লাইভ দেখার নিমন্ত্রণ পেলাম না
সুন্দর প্রচেষ্টা । আমাদের সন্তানরা তো পুতুল নাচ কি জিনিস জানতেও পারবে না।
আপনি এত গুনের অধিকারী আর গুণবতী হন।
২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: এমন একটা কমেন্টের জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১১৭| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৩
অন্ধ দাঁড়কাক বলেছেন: পুতুলনাচ!!!!! খুবি ইন্টারেস্টিং!
তুমি কি দড়ির উপরে সাইকেল চালাতেও পারো?
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১১
শায়মা বলেছেন:
ইনশাল্লাহ পারবো মনে হয়। চেষ্টা করতে দোষ কি? তবে দড়িটা ছিড়ে যখন পড়বে তখন হয়তো সকল চেষ্টার অবসান ঘটবে।
১১৮| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৫২
দুর্বার বলেছেন: এক কথায় অসাধারন।
কেমন আছেন আপু?
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: ভালো আছি!!!
অনেক অনেক থ্যাংকস!!!!!!!!
১১৯| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৩৪
আরুশা বলেছেন: আপু আপনার যে এত প্রতিভা তা আগের পোষ্টগুলোতেও দেখেছি।
অসাধারন পোষ্টে প্লাস।
২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন:
অনেক অনেক থ্যাংকস আরুশামনি।
১২০| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২২
মুনসী১৬১২ বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: কি হলো ভাইয়া??
হঠাৎ এই ইমো কেনো???
১২১| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪২
মিজান আনোয়ার বলেছেন: ইসরে পুতুলের নাচ...যদি সরাসরি দেখতে পারতাম।
X
অনেক সুন্দর হয়েছে লেখা এবং ছবি। .
২৬ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!
১২২| ২৬ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শায়মাপু আছু কেমুন?? ভালু???
সুন্দর পুষ্ট দিছোতো দেকি
২৬ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৫
শায়মা বলেছেন: আরে তুমি কই থেকে উঠে আসলে!!!!!!!!!!
এতদিন কই লুকায় ছিলে!!!!!!!!!
১২৩| ২৬ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তুমিতো আমার কোন খবরই নিলানা , তোমর সাথে কোন কথা নেই।
নতুন জবতো তাই নেটেই আসতে পারিনি। একটু শক্ত হয়ে এখন নেট নিলাম নতুন। চলে আসলাম।
২৬ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৪
শায়মা বলেছেন: পরীদের কত্ত কাজ জানোনা!!!!!!!!!!
তাই খবর নিতে পারিনি।
১২৪| ২৬ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭
নীলতারা বলেছেন: শিরোনামটা অদ্ভুদ সুন্দর... টেনে নিয়েই এলো!
২৬ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০০
শায়মা বলেছেন: ভাইয়া ভিডিওটা দেখো আর অডিওটা শোনো।
সেটাই এই পোস্টের মেইন।
১২৫| ২৬ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল তো।
২৬ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
১২৬| ২৬ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩১
নাহোল বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
শায়মা বলেছেন: হা হা
এত খুশী কেনো জানি তো ভাইয়া।
১২৭| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৩:২৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ৬৪তম ভাললাগা জানালুম আর সময়করে পুতুল নাচ দেখে নিব
আপু একটা অপটপিক ছিল কোথাও তোমাকে টেক্সট করেছি জবাব দাওনি এমনটা শায়মার কাছে কি করে আশা করি বল :/
২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২০
শায়মা বলেছেন: নিশ্চয়ই রং নাম্বারে টেক্সট করেছিলে ভাইয়া।
নইলে এমন তো হবার কথা নয়।
পুতুলনাচ এখুনি দেখো। কত মজা যে পেয়েছি এই কাজটা করে তা কখনও বলে বুঝাতে পারবোনা।
১২৮| ২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০০
গাধা মানব বলেছেন: ঢাকা থেইকা সাভার যাইতে সময় লাগলেও আমি কিন্তু প্রায় প্রতিদিনই ঢেকায় আইসা কেলাস করি।
(হলে না থাকলে আর কি!
)
২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২১
শায়মা বলেছেন: ওহ তুমিও দেখছি রেজাভাইয়ার মত সাভার থাকো।
আমার সাভার অনেক ভালো লাগে।
১২৯| ২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর,,,,,,,,,ওহ্ ভীষণ ভাল লাগলো
২৭ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি।
তুমি আমার ভিডিওগুলা দেখো।
১৩০| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২২
রুদ্রপ্রতাপ বলেছেন: ছোট বেলায় অন্তরার প্রেমে পড়ছিলাম। মনে পৈড়া উদাস হই গেলাম।
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪২
শায়মা বলেছেন: আমি এখনও অন্তরার প্রেমেই আছি।কারণ আমি এখনও ছোট আছি তো তাই।
১৩১| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন: আপু আপনি তো আর যোগাযোগ করলেন না???
আমি ইমেইল এড্রেস দিয়েছিলাম । আবার দিলাম । [email protected]
যদি রাগকরেন তাহলে কমান্ট মুছে ফেলেন । টাটা
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: আরে তোমাকে মেইল করেছিলাম তো।
১৩২| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৭
বড় বিলাই বলেছেন: আপনি তো সত্যি সত্যিই ইতিহাস গড়ে ফেললেন। ভীষণ সুন্দর হয়েছে পুতুল নাচ। পুতুলগুলোও খুব সুন্দর। অনেক অনেক অভিনন্দন আপু।
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!
কোথায় ছিলে এতদিন !!!!!!!!!!!!!!!!
আমি ভাবছিলাম তুমি কেনো দেখছোনা আমার পুতুলনাচ??
অনেক অনেক থ্যাংকস আপুনি।
১৩৩| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন: আমি পাই নি তো!!!
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪১
শায়মা বলেছেন: ওকে আবার দেবো ভাইয়া।
১৩৪| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৩:১১
রেজওয়ান তানিম বলেছেন: সত্যি ভাল লাগল আপনাদের পুতুল নাচ।
নববর্ষ নিশ্চয়ই খুব মজা করে পার করেছেন ?
২৮ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০৬
শায়মা বলেছেন: আমারও অনেক ভালো লেগেছে !!!!!!!!!!!!
পুতুল তো এমনিতেই সেই ছোটবেলা থেকে ভালো লাগে।
১৩৫| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৩:১৮
মুনসী১৬১২ বলেছেন:
২৮ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫১
শায়মা বলেছেন: আরে এত হাসি কেনো????
এত খুশী কেনো?????
কিছুই তো বুঝলাম না।
১৩৬| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯
যাযাব৮৪ বলেছেন: গোপাল ভাড় কে দারুন লাগে...........
জটিল হইছে তোমার লেখাটা.....
প্লাস মারলাম......
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
গোপাল ভাঁড়কে গায়ের মাতবর বানিয়ে দিয়েছি।
১৩৭| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৭
যাযাব৮৪ বলেছেন: ভিডিও গুলো দেখলাম........।
audio গুলো আরো ক্লিয়ার হলে ভালো হত
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: আচ্ছা তোমাকে পাঠিয়ে দেবো।
৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: http://www.mediafire.com/?78551oskiuhi4pz
এই যে শুধুই ক্লিয়ার ভয়েস!!
১৩৮| ২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয় তে রাখলাম । মেয়েদের সাথে বসে একবারে দেখবো ।
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০৮
শায়মা বলেছেন: ওহ ভালো ভিডিওটা দিতেই তো ভুলে গেছি এত ক্যাচক্যাচ ক্যাচালী দেখে।
১৩৯| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৯
ডলুপূত্র বলেছেন: ভালো লাগলো। আরো আরো লেখা চাই।
Click This Link
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
এটা লেখার উপর টেখা......মানে আমার পাপেট শোটা নিয়ে লেখা । অনেক অনেক মজার একটা কাজ আমার লাইফের।
তোমার গল্প অসাধারণ ভাইয়া!!!!!!!!!!!
আমি তোমার ফ্যান।
১৪০| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩০
ফারজুল আরেফিন বলেছেন: ইদানিং তেমন কিছুই পড়া হয়না, আপনার পোস্টও পড়া হয়না।
কেমন আছেন?
খুব সুন্দর পোস্ট।
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: আমার পোস্টটা পড়ার চাইতে ভিডিওগুলা দেখো ভাইয়া।
১৪১| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৬
আবু সালেহ বলেছেন: যে বড় পোস্ট দিয়েছ তাতে আমি নাই...............কারন বাবাকে নিয়ে হাসপাতালে আছি এক সপ্তাহ ধরে................পরে সময় করে পড়ে নিবো....
২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩০
শায়মা বলেছেন: বাবার জন্য অনেক অনেক শুভকামনা সালেহভাইয়া।
বাবা তাড়াতাড়ি সেরে উঠুক।
পোস্ট পড়তে হবেনা ভিডিও গুলা দেখলেই হবে ভাইয়া।
১৪২| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৯
ফেরারী পাখি বলেছেন: অসাধারণ কাজ হয়েছে.......
২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো?????????????????????
অনেক অনেক থ্যাংকস আমার কাজটা দেখার জন্য আর আমার ব্লগে আসার জন্য।
১৪৩| ২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: My dear most & best favorite blogger
I wanna say you thousand times “I love you too much”
If you wish , you can call me “তুই”
২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: আই লাভ ইউ আপুনিমনি!!!!!!!!!!!
আমি কিন্তু এইবার তোমাকে চিনতে আর ভুল করিনি!!!!!!!!!!
তুমি একবার আমাকে চিনতে ভুল করেছিলে.......আমি কিন্তু করলাম না।
তোমার পোস্ট দেখলাম। তুমি খুব স্পষ্টবাদী ও সাহসী মানুষ। আর অবশ্যই অবশ্যই সত্যিকারের বুদ্ধিমান, ম্যাচিুউরড, শিক্ষিত মানুষ । তুমি শুধু নারী নও। সেটাই বোঝা যায়।
আমি মনে হয় ৯৯% নারীই রয়ে গেলাম।
নো প্রবলেম। আমি নারী হয়েই আরও ৯৯ বার জন্মাতে চাই। আমি এতদিনে জেনেও গেছি নারী হয়েও কি করে কুৎসিত কালো আঁধার কাটিয়ে খুব ভালোভাবে বেঁচে থাকা যায়।
তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপুনি। তোমার বেবিদের জন্য একটা গল্পবলা সিডি পাঠাতে চাই। কিন্তু কেমনে পাঠাই?
১৪৪| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৮
অনন্ত দিগন্ত বলেছেন: ওরে , কিউট কিউট পুতুল ... অডিও টাও বেশ হয়েছে , কিন্তু পুরো অনুষ্ঠান টা কৈ ? এখনো দিলা না ক্যান ?
৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৪
শায়মা বলেছেন: অন্তমনি!!!!!!!!!!!!!!!!!!
কেমন আছো আজকে???
মন ভালো হয়েছে????
সেদিন না কেনো যেন অনেক মন খারাপ ছিলো??
ফুল ভিডিওটা পেনড্রাইভ করে বাসায় এনে দেখছি সেভেন মিনিটস পর হ্যাং হয়ে যায়।
তবুও সেটা অনেক অনেক বেটার ভিডিও আচ্ছা এখুনি ইউটিউবে করে দিচ্ছি। ওয়েট।
৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৮
শায়মা বলেছেন: Click This Link
এতক্ষনে হলো।
১৪৫| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: ওয়াও , থ্যাঙ্কুম্যাঙ্কু ...
এটার পর আজকে আর খারাপ থাকা কি যায় বলো ?
তবে দুষ্ট লোকেরা বলে আমার মন খারাপ হলে নাকি লেখা ভাল বের হয় মাথা থেকে , তাই সবাই চায় আমার সবসময় মন খারাপ থাকুক ... কি আর করা ( দীর্ঘশ্বাসের ইমো )
৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৩
শায়মা বলেছেন: না না মন ভালো করে একটা ভালো লেখা লিখে ফেলো এইবার। আর মন খারাপ চাইনা।
১৪৬| ৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:৫০
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
তুমি একবার আমাকে চিনতে ভুল করেছিলে.......আমি কিন্তু করলাম না ---এই কথাটার মানে বুঝিনি আপুনি
আমি মনে হয় ৯৯% নারীই রয়ে গেলাম।---আমি ও নিজেকে ৯৯.৯৯% নারী বলে ভাবতেই পছন্দ করি আপুনি , কঠোর পারিবারিক বিধি-নিষেধের বেড়াজালে বড় হয়েছি , শুধু আমাদের বাসার ফোন নাম্বারটা বাইরের কেউ জেনে যাবে এই কারনে অনেক আগে থেকেই এই ব্লগের কথা জানলেও রেজি করার সাহস পাইনি । আপনি আমার এই লিখাটা পড়লেই বুঝতে পারবেন Click This Link
এখনো পর্যন্ত ব্লগে কোন ১৮+ শব্দ লিখার সাহস হয়নি আমার ।
আরো বিস্তারিত বলতে গেলে একটা পোষ্ট হয়ে যাবে----- সময় করে লিখবো একদিন।
তোমার বেবিদের জন্য একটা গল্পবলা সিডি পাঠাতে চাই। কিন্তু কেমনে পাঠাই?--- আমার বেবিদের জন্য শুধু বস্তা বস্তা দোয়া পাঠালেই চলবে আপুনি --ধন্যবাদ
৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: সেটাও বুঝি তুমি একটা ভদ্র সদ্র লক্ষী আপু। আর তাই আমি তোমাকে এত লাইক করি।
স্পষ্টবাদী আবার ভদ্র এবং লক্ষী ।
এমনি থেকো আপুনি।
শুধু বস্তা না ট্রাক ট্রাক দোয়া তোমার বাবুরা যেন ঠিক তোমার মত হয় আপুনিমনি।
তোমার লেখাটা পড়বো।
১৪৭| ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪০
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: পোষ্ট অনেক ভালো হয়েছে ।।
পুতুল নাচ দেখলাম ।।
অসাধারন কাজ ।।
৩০ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
আমিও পাপেট শো করে অনেক অনেক মজা পেয়েছি।
১৪৮| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০০
জেনারেশন সুপারস্টার বলেছেন: সেঞ্চুরী থেকে দুই পোস্ট দূরে।আগাম শুভেচ্ছা
৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৬
শায়মা বলেছেন:
সেঞ্চুরী !!!!!!!!!!!!
ওহ ওকে।
সেটা কবে হয় কে জানে আর!!!
১৪৯| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার তো দেখি অনেক গুন( পার্ট লওনের চান্স দিলাম আপনারে )
হা হা আসলেই খুব সুন্দর হয়েছে,অনেক খেটেছেন বোঝা যায়। !!! প্লাস।
৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫
শায়মা বলেছেন:
জানোনা সবাই আমাকে গুনবতী বলে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা পার্ট নিয়েই নিলাম।
১৫০| ০১ লা মে, ২০১২ রাত ১:০৭
সৈয়দ নাসের বলেছেন: বাহ খুব চমৎকার । অনেক ভালো লাগা সায়মা । ভালো থেকো
০১ লা মে, ২০১২ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৫১| ০১ লা মে, ২০১২ রাত ৮:২৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বাহ! দারুন কাজ করে ফেলেছ দেখি!
সত্যিই চমৎকার।
০১ লা মে, ২০১২ রাত ৯:২১
শায়মা বলেছেন: আরে আপুনি!!!!!!!!!!!!!!
এতদিন পর কই থেকে আসলে!!!!!!!!!!!!!!!!!!
জাফনামনিকে দেখাও আমার ভিডিও। শোনাও আমার অডিও।
১৫২| ০১ লা মে, ২০১২ রাত ৮:২৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ওহ নতুন বছরের শুভেচ্ছা
০১ লা মে, ২০১২ রাত ৯:২২
শায়মা বলেছেন: তোমার জন্যও অনেক অনেক শুভেচ্ছা আপুনি!!!!!!!!!!
১৫৩| ০১ লা মে, ২০১২ রাত ৯:২৪
পটল বলেছেন: হুম।
দেখেছি তো আগেই। মন্তব্য করার জন্য আসলাম।
''শহরের যেখানটাতে প্রতিবছর বৈশাখী মেলা বসে, সেখান থেকে আমাদের বাসা বড়জোড় ১ কিলোমিটার বা একটু বেশি। পুতুল নাচের জন্য মেলায় সব সময় ভীড় লেগেই থাকে। আমি যতবারই গেছি প্রচন্ড ভীড়ের কারণে সাহস কুলায়নি দেখার। একবার আমার এক বড় ভাই কিছু সময়ের জন্য নিয়ে গিয়েছিল। পুতুল নাচ নিয়ে ফ্যান্টাসি অবশ্য ছিল তখন। মনে পড়ে সেই দিন, কিছুটা এমনই রঙিন ''
০১ লা মে, ২০১২ রাত ৯:৩০
শায়মা বলেছেন: ঠিক সেই রকম পুতুলনাচ মানে গ্রামে গন্জে মেলায় যেমনটা হয় তেমনটা করবো নেক্সট ইয়ারে ভাইয়া। এটা আসলে পুতুলনাচের নামে পাপেটশো। হ্যান্ড পাপেট দিয়ে করেছি আমি।
এর পরবর্তী টার্গেট সুতা দিয়ে একদম সেই রকম পুতুলনাচ যার কথা তুমি বলেছো।
১৫৪| ০২ রা মে, ২০১২ রাত ১১:৩০
ইউসুফ খান বলেছেন: যা ই বলেন--- পোষ্টের শিরোনামটা কিন্তু চরম হইসে।
ভালো লাগসে।
০৩ রা মে, ২০১২ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: লেখা হোক যাহা তাহা, আমি শিরোনামে মহা পন্ডিৎ!!!
আমার কাছে সবাই শিরোনামে তাই পরামর্শ চায়। স্কুলের ডিসপ্লে বোর্ডগুলোতে বাচ্চাদের বিভিন্ন রকম কাজ নিয়ে কি হেডিং হবে সেসব এক নিমিষেই ঠিক করে ফেলাতে আমি মহা এক্সপার্ট!!!!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
১৫৫| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:০৫
নিখিলেস প্যারিসে বলেছেন: এই পোষ্টে দেখি আমার কমেন্ট নাই... ঘটনা কি আগে তো একবার পড়লাম...
যাক আবারো ভালো লাগা জানালাম..
০৩ রা মে, ২০১২ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: আমি কিনতু কারো কমেনট মুছিনি।
আর তোমারটাতো মুছামুছির প্রশ্নই উঠেনা।
১৫৬| ০৩ রা মে, ২০১২ রাত ৮:০১
বাবুনি সুপ্তি বলেছেন: আমার খুব শখ এমন পুতুল নাঁচ দেখব সরাসরি। কি সুন্দর। কাছ থেকে দেখতে পেলে খুব ভাল হত
০৩ রা মে, ২০১২ রাত ৮:১৬
শায়মা বলেছেন: নেক্সট টাইম তোমাকে কাছ থেকেই দেখানো হবে সুপ্তিমনি।
তোমাকে আর একদম দেখাই যায়না কেনো ???
১৫৭| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৩৯
পাগলমন২০১১ বলেছেন: দারুন সত্যিই দারুন হয়েছে আপু।
০৩ রা মে, ২০১২ রাত ১১:৪১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
১৫৮| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৪৮
আশকারি রহমান বলেছেন: Life e ekbar deksi
Assmaam Lagse
০৪ ঠা মে, ২০১২ সকাল ৮:০৬
শায়মা বলেছেন: যাক তবুও তো এই এততটুকুন লাইফে একবার দেখছো।
অনেকে কিন্তু দেখেই নাই। আর আমারটা অবশ্য হ্যান্ড পাপেট শো ছিলো। নেক্সট টাইম সুতা দিয়ে করে যেইটা সেই অরিজিন্যাল বাংলাদেশী পুতুলনাচটাই করবো।
১৫৯| ০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১২
~স্বপ্নজয়~ বলেছেন: :-<
০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন:
হায় হায় আজকাল এত সহজে ঘুমায় যাও ভাইয়া~!!!!!!!!!!!!!!!!!!
১৬০| ৩১ শে মে, ২০১২ রাত ২:২২
অপু তানভীর বলেছেন: আপু, জেগে আছো এতো রাতে ?? ঘুম আসছে না ?? (কমান্ট পড়া শেষে মুছে ফেল)
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: আরে আমি জেগে ছিলাম নাতো ভাইয়া।
আমার কম্পুটার জেগেছিলো।
১৬১| ১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৪১
জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন:
খুবই ভাল লাগল। আসলে কাজের প্রতি নিষ্ঠা আর একাগ্রতা থাকলে কোন বাধাই বাধা না। তোমার আরেকটা প্রতিভার সাথে পরিচিত হলাম।
ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৫৬
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া।
১৬২| ১৩ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এটার ভিডিওটাও দেখেছি। অনেক সুন্দর
১৩ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!
১৬৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
অশ্রু কারিগড় বলেছেন: অসাধ্য সাধন করিয়া দেখাইবার এই মনোবৃত্তি যেন আপনার চিরকাল রয় এই দোয়াই করি । আমি স্তব্ধ, বাক রুদ্ধ হওয়াতে আর কিছু বলিতে পারিতেছি না আপামনি । নিজ গুণে মাফ করিয়া দিবেন ।
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
শায়মা বলেছেন: হা হা হা
ভাইয়া
১৬৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ ।
১৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
অদ্ভুত_আমি বলেছেন: আগেও পড়েছিলাম, এবার পুনরায় পড়লাম আপু । অনেক ভালো লাগলো ।
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১৬৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
মামুন রশিদ বলেছেন: রাখাল ছেলের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত ভালোই লাগলো ।
এই পোস্টও প্রিয়তে থাকবে
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: ভাইয়া রাখাল ছেলে, বুড়া দাদু, পাখি, ইঁদূর, গাঁয়ের লোক, বাঘ সব গুলি কন্ঠই আমি দিয়েছি!!!!!!!!!
১৬৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০
বিপ্লব৯৮৪২ বলেছেন: যে পুতুলকে এত সুন্দর করে নাচাতে পারে সে নিজে না জানি কত সুন্দর নাচতে পারে। আশা করি কোন একদিন রবীন্দ্রনাথের কোন গীতিনাট্যে আপনার মনোমুগ্ধকর নাচের পোস্ট দিবেন , আমরা সবাই মন ভরে দেখব – এই প্রত্যাশায় রইলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তুমি আমার নামে কি বলেছো, কি লিখেছো সব দেখেছি কিন্তু!!!!!
তবে পোস্ট দিতে পারি এবং দিয়েছিলামও রবিঠাকুরের গীতিনৃত্যনাট্য নিয়ে
তবে দেখা যায়নি সেই পোস্ট শুধুই পড়া গিয়েছে ভাইয়া।
সেই পোস্টের লিন্কটা খুঁজে আনছি একটু পরে ওকে???
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
শায়মা বলেছেন: Click This Link
এই যে সেই পোস্টটার লিন্ক ভাইয়াজী!!
১৬৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫
বিপ্লব৯৮৪২ বলেছেন:
আপামনি,
আমি আপনাকে যা বলতে চেয়েছি তা আপনি বোঝেননি বা আমি বোঝাতে পারিনি। আপনি কোন গীতিনাট্যে অংশগ্রহন করে থাকলে সেটার লিংক দেন, দেখি। অথবা ভবিষ্যতে অংশগ্রহনের পরিকল্পনা থাকলে বলেন, দেখতে আসব। কারন আমার মন বলছে যে পুতুলকে এত সুন্দর নাচাতে পারে সে নিজে আরো বেশি সুন্দর করে নাচতে জানে।
১৬৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫
বিপ্লব৯৮৪২ বলেছেন:
আপামনি,
আমি আপনাকে যা বলতে চেয়েছি তা আপনি বোঝেননি বা আমি বোঝাতে পারিনি। আপনি কোন গীতিনাট্যে অংশগ্রহন করে থাকলে সেটার লিংক দেন, দেখি। অথবা ভবিষ্যতে অংশগ্রহনের পরিকল্পনা থাকলে বলেন, দেখতে আসব। কারন আমার মন বলছে যে পুতুলকে এত সুন্দর নাচাতে পারে সে নিজে আরো বেশি সুন্দর করে নাচতে জানে।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: তাতো অবশ্যই ভাইয়া। তোমার মন ঠিকই বলছে পুতুলদেরকে যে নাচাতে শিখাবে তাকে জানতে হবে আরও বেশি ভালো নাচ। কিন্তু সে যদি কোনো রোবো বা প্রোগ্রাম হয় তাহলে কি সেটা দেখে ফেলাটা ঠিক হবে বলো?
১৭০| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: জীবনের প্রথম পুতুল নাচের ইতিকথা ভালো লাগল। আপনার প্রতিভা অসামান্য; মুগ্ধ হ'লাম!
আপনারর লেখার স্টাইলটা বেশ আকর্ষণীয়। পাঠক মনযোগ না দিয়ে যাবে কোথায়?
নয় বছরের পুরনো এই পোস্টে সেদিনের সেই আনন্দানুভব এবং সাফল্যের গর্বিত ঔজ্জ্বল্য আজও সমভাবে দীপ্যমান, এবং থাকবেও, যতদিন এ পোস্ট ব্লগে থাকে।
অনেক, অনেক শুভকামনা....
১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: ভাইয়া
তখন আমি ইনোসেন্ট ছিলাম।
দিনে দিনে কমতে কমতে এখন একটু থেকে একটু হলেই আমি খড়গহস্ত হয়ে যাই।
কিন্তু যতক্ষন বাচ্চাদের সাথে থাকি ততক্ষন আমি ইনোসেন্ট থাকি।
অনেক মা বলেছে আপনি কেমনে এত প্রান পান?
তারা জানেনা ছোট্ট বেবিরা আমার প্রাণ।
১৭১| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
প্রত্যাবর্তন@ বলেছেন: সিম্পলি অসাধারণ ।
১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ সো মাচ।
আমারও অনেক মজা লেগেছিলো।
মনে হয়েছিলো এটাই বিশ্বসেরা।
১৭২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: প্রায় দশ বছর পর ভিডিওগুলো দেখলাম। ভালো, কিন্তু খুবই সংক্ষিপ্ত। তবে পরের লম্বা ভিডিওতাতে অবশ্যই নৈপুন্যের স্বাক্ষর রয়েছে।
আলুমিয়া এর ১৭ নম্বর মন্তব্যটা ভালো লেগেছে। আপনার প্রতিমন্তব্যটাও।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২
শায়মা বলেছেন: আর ভাইয়া আমিও তো তোমার মন্তব্যের সাথে সাথে নিজের কান্ডগুলো এসে দেখে যাই।
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!
১৭৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: জিসান শা ইকরাম বলেছেন: .... "তুমি এত জনের কম্ঠ নিজেই দিয়েছ - এটাতো অসম্ভব এক কাজ , ভাবাই যায় না" (৮৬ নং মন্তব্য) - আমারও তাই মনে হয়েছে। অসাধারণ কাজ করেছেন।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
শায়মা বলেছেন: হা হা তখনও আমি ভালো শিক্ষক ছিলাম না। নিজেই সকল কাজের কাজী হতে চাইতাম। পরে বুঝলাম শিক্ষা ছড়িয়ে দেবার জন্য কাজেই অন্যদেরকেও শিখাতে শুরু করলাম।
এতে দশের লাঠি একের বোঝা এটাও বুঝলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:২৯
অপু তানভীর বলেছেন: সবার আগে আমি লিখলাম মন্তব্য ।