| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শায়মা
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
আমার মনের ছোট্ট কোনের অলিন্দটার ঘুলঘুলিতে
একটা পাখি হঠাৎ এসে বসলো হেসে
চন্চুতে তার বন-গোলাপের পালক ছিলো
দিঠির মাঝে একটু মিঠেল আলোক ছিলো
কিচির মিচির মিষ্টি সূরের ঝিলিক তুলে
দুষ্টু পাখি খানিক আমায় ডাকছিলোও....
তখন আমি অহন মনের গহন বনে মহন ছিলাম বিষন্নতায়
সেই পাখিটা ছেদ ঘটালো, ইড়িক চিড়িক চন্চলতায়
উদাস আমার হৃদয়-তারে টংকারেতে সূর জাগালো
ছোট্টপাখি বাস কোথা তোর? কোথায় থাকিস-
কোন দেশে তোর আবাস নিবাস?
কোথা হতে শিখলি এ গান? ঘুম ভাঙালি বিষন্নতার!
কৌতুকে তার দুচোখ জ্বলে উঠলো হেসে
নিভলো আবার সেথায় জমাট নীলবেদনা
ভালোবাসার কাঙালপনা.........
জোনাক হৃদয় রিমঝিম রিম বাদল তানে
নীরব মুখর মৌন গানে, জানিয়ে গেলো তাহার কথা
পিন্জরে সে দেবে ধরা-যে তাহারে চিনতে পারে??
মায়ার শেকল পরিয়ে যতন চুপটি করে
লুকিয়ে তা'রে রাখতে পারে.......
নাম না জানা অচিনপাখি, সাধ্য আছে
আমার কি তার?
কোন বাঁধনে বাঁধবো তোরে?
তার কেঁটেছে আমার খাঁচার বহুকালের পথের ধারে....
সেই পাখিটার চক্ষুজলে কিসের ভাষা!
অভয় দিয়ে বললো আমায়
একটুখানি জায়গা রেখো মনের কোনে জন্যে আমার-
ভালোবাসার বাঁধন জালে আটকে রেখো
গান শোনাবো ভোরের বেলা, ঘুম ভাঙাবো
ভালোবাসার ডাকে রোজ সকালে, ঘুম পাড়াবো রাত্রীবেলায়...
আর যাবোনা কোথাও আমি!!
খোলা খাঁচায় আবাস নেবো.......চিরদিনের.....
আমাদের অবাক করা শব্দ যাদুকর কবি শহিদুলভাইয়াকে আমার এ লেখাটা উৎসর্গ করছি। আমার জন্য লেখা তার একটা কবিতা থেকেই একটা লাইন আমাকে এ লেখাটা লিখিয়েছে!!!
যদিও এই পিচকাভাইয়াটার অসাধারণ কাব্য দক্ষতার কাছে আমি নস্যি তবুও ভালোবাসা দিয়ে তার জন্য রচনা করলাম আমার এ লেখাটা! লেখাটা অং বং হোক আর যাই হোক ভালোবাসাটা তো খাঁটি। তাই দিয়ে পড়ে নিও আমার এই লেখাটা পিচকি কবিভাইয়া!![]()
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!![]()
২|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: সর্বনাশ।।।।।।।।মানুষ এত সুন্দর লিখতে পারে।অদ্ভুদ সুন্দর।
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৪
শায়মা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!
৩|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: রোজার দিনে কবিতা পড়ে এবং বুঝে ক্লান্ত হয়ে যাই
তবে যার জন্য উৎসর্গ করা সেই বলবে মুল কথা।
তার জন্য শুভেচ্ছা।
অ.ট. আমি ভাবছি আইডি উদ্ধার হৈল কেম্নে
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: আমার মডুভাইয়া আপুনিদের জান জালায় পোড়াই তারপর আইডি উদ্ধার করলাম ভাইয়া।![]()
তবে এত স হ জ কাব্য না বুঝিলে কেমনে চলিবেক???
৪|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৬
বেঈমান আমি বলেছেন: হে হে হে এই কবিতা তো আমার জন্য প্রযোজ্য।আমারে ডেডিকেট না করে পিচ্ছি কবিকে কেন করলা?
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: ![]()
ওকে
চলো তবে চাই
দূর নীলিমায়, পুস্প বিছানো গহন সে বনে
হাত ধরো সখা, নগ্ন দুপায়ে দলে যাবো পথ শুধুই দুজনে....![]()
৫|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৭
মেহেরুন বলেছেন: দারুন লিখেছেন আপু। +++++
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ মেহরুন আপুনি!!!!!!!!!!!!![]()
৬|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৮
নিরপেক্ষ মানুষ বলেছেন: প্রথম প্যারাটাতে সুরটা কাটা পড়েছে।তবে বাকি গুলোতে ঠিক আছে। খারাপ হয় নাই
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: জানিনা ভাইয়া
কি কাটাকাটি পড়েছে.....
যা মনে হয়েছে লিখেছি......
আমি কি আর সত্যিকাররে কবি!!!![]()
৭|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৯
বিলাতী পোলা বলেছেন: পড়লাম। চমৎকার লিখেছ আপু!!!
+ দিয়ে গেলাম।
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: থ্যাংকস থ্যাংকস থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!!!![]()
৮|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫
জামিল সারোয়ার আহাদ বলেছেন: ঝনঝনিয়ে চনচনিয়ে উঠলো বেজে মন
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: হা হা জামিলভাইয়া!!!![]()
৯|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
বেঈমান আমি বলেছেন: হাত বাড়ালেই বন্ধু হবো চলার পথের সংগী হবো
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন:
বকুলমাল্য রচিয়া রাখিও, কন্ঠে দুলিয়ে লইবো তাহাও
কাঁঠালচম্পা বাহুবন্ধনী, সিঁথিতে ছুঁইয়ো মুক্তো গোলাপ...
টগর ফুলে দুল বানাইয়া পরাইয়া দিও যতন করি
পায়ের নুপুর মালোতী লতায় , না হয় যুথিকা পারুল কলি....
১০|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৮
জেমস বন্ড বলেছেন:
+
dilam
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ জেমস ভাইয়া!!![]()
১১|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫২
বেঈমান আমি বলেছেন: আমারো পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারো পরানো যাহা চাই।
আজকে কথা হবে গানে গানে কবিতায় কবিতায়
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন:
নাগপন্চমে কোমরবিছায়, জড়াই্য়া নেবো নাগিন সম
হৃদয়ের পরে সূর্য্যমূখীর ছোয়াচ লইবো প্রিয়তম মম...
ফুল্য সাজ্জে ফুলবালিকায় ঝরাইওনা তাহে তপ্ত দাহে
দন্ড দিওনা নির্বাসিতায় পথিক প্রবর রেখো তাহা মনে...
১২|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৩
কালীদাস বলেছেন: ছবির ফটুটার মত একটা মেয়ে পাইলে হয়ত বিয়া করতাম
সমস্যা হইল, আমার চেহারা আবার রিকশাওয়ালাদের মত
(পোস্ট পৈড়া যেই অংশটা বুচ্ছি তার উপর কমেন্ট করলাম
)
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!
এত স হ জ লেখা না বুঝলে বড় বড় কবিদের কঠিন লেখা কেমনে বুঝবে!!!!![]()
যাইহোক দোয়া করি যেন ঠিক ঠিক এমন একটা মেয়ে পেয়ে যাও খুব তাড়াতাড়ি!![]()
১৩|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৫
একজন আরমান বলেছেন: আপু লেখাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি অনেক ছোটো মানুষ বিধায় অনেকবার করে পড়ে বুঝতে হয়েছে। অনেক উচ্চমার্গীয় ব্যাপার সেপার।
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭
শায়মা বলেছেন: আরে না!!!!!!!!!!!!!!!!
উচ্চমার্গীয় না মোটেও!!!!!!!!!!![]()
একদম স হ জ এবং সরল!!!!!!![]()
থ্যাংক ইউ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য!!!![]()
১৪|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: কালীদাস @ স্যার এক্সট্রা পাইলে আমারে ১ টা দিয়েন ![]()
কবিতায় ভালো লাগা।সুন্দর হয়েছে লেখা ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!![]()
১৫|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৬
বেঈমান আমি বলেছেন: কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিওনা।কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা।দেখবেই আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেনো পদ্মপাতার ও জল :!>
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: বাঁধিয়া রাখিও অদেখা সুত্রে অন্তরে রেখো গাঁথিয়া তাহা
পেলব কোমল স্বপ্ন বিলাসে মুড়াই্য়া দিও নিদ পিউকাহা
যদি বা হারাও, যদি দূরে যাও ডাকিবোনা কভু মুঢ় অভিমানে
জোস্নারাতিতে, হরিয়াল গানে শ্বেত অপরুপ অপ্সরী স্নানে............
১৬|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৮
আমার মন বলেছেন: আপনার কবিতা আমি পড়ি কিন্তু মন্তব্য করা হয়ে উঠে না। যার কারনে আপনার সাথে আমার পরিচয়টাও হয় না। ![]()
আমি আপনার মন। আপু আপনার কবিতা অনেক ভাল লাগে। প্রিয় তালিকাতে আপনাকে রেখেছিলাম সে অনেক দিন আগে।
শুভেচ্ছা।
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!![]()
১৭|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৮
একজন আরমান বলেছেন: আসলে আপু ব্যাপার তা না। সত্যি কথা টা যে কিভাবে বলি? তাও বলতেছি - আসলে আমার ছোটো বেলা থেকেই বই দেখলেই কেমন জানি শরীরে জ্বর আসতো। হোক সেটা পাঠ্য বই বা কোন গল্প উপন্যাসের বই। তাই কোন গল্প, উপন্যাস বা কবিতার বই পড়ার অভ্যাস ছিল না। তবে সামুর কল্যাণে এখন ব্লগের লেখা পড়তে ভালই লাগে।
আর এখন ইদানিং বই ও পড়া শুরু করছি। :#>
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: বাহ ভাইয়া সামু তাহলে তোমার শুধু পড়াপড়ি না লেখালিখির অভ্যাসও করে দিলো!![]()
১৮|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:১১
জুল ভার্ন বলেছেন: এখানে সব কবিদের ভীড়ে আমারমত একজন অকবির কিছু বলা সমুচীন হবেনা। শুধু সপ্তম ভাল লাগা জানাই।
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৩
শায়মা বলেছেন: হা হা ভাইয়া কে বলে তোমাকে অকবি!
নাম বলো একবার!![]()
১৯|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮
ঘুমন্ত আমি বলেছেন: কালীদাসের কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ ।
কবিতা আপনি লেখেছেন বেশ ।
এতো ছোট কবিতা পড়তে না পড়তেই হয়ে গেল পোষ্ট শেষ ।
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
শায়মা বলেছেন: ছোট মানুষ আমি
কবিতা লিখি এমনই
তাড়াতাড়ি যদি না করি শেষ
পিঠের উপর পড়বে বেশ একথাটা মানি![]()
২০|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৮
বেঈমান আমি বলেছেন: I can't love you if you won't let me
Can't touch me if you don't try
I can feel you
I know that you're ready to take it to the other side
Love will keep us alive
Let's make the moment right
It's now or never
Love will keep us alive
Even the darkest night
Will shine forever
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: The darkest night is always dark
though sometimes shown silver marks
those marks will be twinkling stars
and ,ll sing ours silent love..........
we might not alive on those days
but the wind can hear ours untold says
the sweetest moments that has passed away
our floating souls will fly with them!!!!!!
২১|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক, শেষ পর্যন্ত নিক উদ্ধার হলো। ![]()
কবিতার ব্যাপারে কি আর বলব। সব সময় তো খুবই সুন্দর, দারুন বলা যায় না। একঘেয়ে লাগে। তাই নতুন কিছু খুজছি। পেলে তখন আবার কমেণ্ট করব। ![]()
শুভকামনা। ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: হা হা
ওকে ভাইয়া
থ্যাংক ইউ অনেক অনেক!!!![]()
২২|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৪
কস্কি বলেছেন: আপনার ব্লগ এ পরথম কমেন্ট :`>
) ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ পড়ার জন্য!!![]()
২৩|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আপনি এখনও ঞ্চ লেখা শিখেন নাই ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১৩
শায়মা বলেছেন: না নচল্লা ভাইয়া!!!
টেলিসামাদরা এই লেখাটা কোনোদিন শিখেনা!!!!![]()
২৪|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৭
রেজোওয়ানা বলেছেন: শেষ পর্যন্ত নিক উদ্ধার হলো তাহলে!!
কবিতা সুন্দর!
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭
শায়মা বলেছেন: হুম শেষ পর্যন্ত অনেক ঝামেলা করে পেলাম!!!![]()
রেজুমনি কবিতা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!
বাট কমেন্ট এ দেখো আমি রবীন্দ্র সঙ্গীত লিখেছি!!![]()
![]()
২৫|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১৪
আবু সালেহ বলেছেন: ১০ তম ভালো লাগা রইলো......সুন্দর অনেক সুন্দর.....
চাবি পাইয়া দেরী হয়নি.....ঠিক না ...
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: হা হা ঠিক তাই সালেহভাইয়া!!!!!!!!!
একদম দেরী করিনি!!!!!!!!!!!!
সেকটা দিন বসে বসে গান গাচ্ছিলাম
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?????
২৬|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৩
রাতুল_শাহ বলেছেন: মনের আঙিনায় ঘুরাঘুরি করলে -মনের ঘরে নিমন্ত্রণ জানানো মনে হয় ভাল।
যাহোক কবিতাটা কপি পেষ্ট করার অনুমতি পাব???
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: হাহাহাহা
একশোবার পাবে!!!
তোমার সাত দুগুণে চৌদ্দখুন মাফ আমার কাছে ভাইয়া!!![]()
২৭|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮
বেঈমান আমি বলেছেন: আমরা যদি একসাথে দু'জন ভালবাসার মানুষকে নিয়ে দ্বিধায় থাকি তাহলে ঐ দু'জনের মধ্যে দ্বিতীয় জনকেই বেছে নেয়া শ্রেয়।
কারন প্রথম জনকে আমরা যদি সত্যিই ভালবাসতাম তাহলে আর দ্বিতীয় জনকে ভালবাসতে পারতাম না।
এইটা একটা ফ্রি উপদেশ তোমার জন্যে
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১
শায়মা বলেছেন: হাহাহাহা
আবার যদি তৃয়, ৪র্থ পন্চম আসে তখন!!!![]()
![]()
২৮|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আপনি এখনও ঞ্চ লেখা শিখেন নাই ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১৩
লেখক বলেছেন: না নচল্লা ভাইয়া!!!
টেলিসামাদরা এই লেখাটা কোনোদিন শিখেনা!!!!![]()
![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬
শায়মা বলেছেন: তুমি মনে হয় সেদিন প্রমিজ করেছিলে আমার মত উচু ব্লগারের পোস্টে আর কখনও কমেন্ট করবেনা।
এত তাড়াতাড়ি ভুলে গেলে !!!
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন: আবার আমার কমেন্ট তো বেশী হয়ে যাবে!!![]()
সেই দুঃখ সইবে কিভাবে!!!
![]()
২৯|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৩
রাতুল_শাহ বলেছেন: @ বেঈমান আমি : আপনার কবিতা কোথায় থেকে আসছে????
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০০
শায়মা বলেছেন:
বুঝাই যাচ্ছে কপিপেস্টো!!!![]()
৩০|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪
বেঈমান আমি বলেছেন: আসতেই পারে তখন সর্বশেষ টাই গ্রহন করা লাগপে
আইসা পড়ছে আমার রেভু ভ্রাতা
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: তাই নাকি!!!
তবে তথাস্তু বৎস্য!![]()
৩১|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০০
বেঈমান আমি বলেছেন: রাতুল_শাহ @দোহায় তোদের চুপ কর ভালোবাসিবারে দে মোরে অবসর
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০২
শায়মা বলেছেন: হায় হায় !!
কি হলো তোমার!!!!!
৩২|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০১
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: @বেইমান, আমার কমেন্টের মানে বুঝতে হইলে তুমারে কয়েক বছর আগে ফিরা যাওয়া লাগবে ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৩
শায়মা বলেছেন: কমেন্ট আরেকটাও বেড়ে গেলো!!![]()
আমার নিজেরই দুঃখ হচ্ছে এইবার!!![]()
৩৩|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৩
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: ধুর, কার কমেন্ট বেশি হইল এইসব নিয়া আমার চিন্তা নাই। সেদিন একজন জামাত সাপোর্টকারী আপনার ব্লগে আমাকে অপমান করছিল দেখে খুব কষ্ট পাইছিলাম। অনুরোধ করার পরও আপনি আমার কমেন্ট মুছেন নাই। আজ আপনার রিপ্লাই দেখে পুরান দিনের কথা মনে হল। লোভ সামলাতে পারলাম না।
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!
তুমি এবং তোমরা দু একজন কিন্তু সেই কথাটাই বলছিলে রেভু যে আমি কমেন্ট বাড়ানোর লোভে জামাত শিবির ছাগু পাগু কাউকেই কিছু বলিনা খুব ভালো সম্পর্ক রাখি!!!
আমি অনেকটা দিন সামুতে আছি এই কথাটা ইদানিং শুনছি তুমি এবং তোমরা দু একজন নিউ গজিয়ে ওঠা সিন্ডিকেটের মুখে!!!শুনো আজ একটা কথা স্পষ্ট করে বলে দেই, ভালো ব্যাব হার শেখা ও ধরে রাখাটা খুব কঠিন নয় আবার কিছু মানুষের জন্য ভীষন কঠিন! আর যতই জামাত ছাগু করে চেঁচাও না কেনো অযথা ট্যাগিংও দেখেছি এই ব্লগেই বিশেষ স্বার্থ সি্দ্ধির উদ্দেশ্যে!!
দলীয় কোঁদলবাজীও কম দেখিনি!! সেসবের উর্ধে থাকতে চেয়েছি!!!ভালো বিহেভকে অক্ষমতা দেখিয়ে ফায়দা লুটতে এসোনা খোকা!!
কষ্ট লাগলেই মানুষ পাগল হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় দৌড়াতে পারেনা । তার থাকতে হয় বিবেক বু্দ্ধি!!! তোমার কার্য্যকলাপটা ছিলো কিছুটা সেই রকম।
একজন জামাত সাপোর্টার তোমাকে গালি দিলো তুমিও দিলে। দুজনের কোনো পার্থক্যই রাখোনি মাঝ থেকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বন্ধু নিয়ে পোস্ট দিলে এখানে ওখানে আমার নাম নিয়ে মন্তব্য দিলে!!!
নিজের কষ্ট ঠিক বুঝতে পারো অন্যের ফিলিংস এর কোনো দাম নেই কেনো তুমি ও তোমার দু একজনদের মাঝে??
পুরানো দিনের কথা কেউ ভোলে না কেউ ভোলে....।
রেভু বড় হও মনে প্রাণে দোয়া করি বড় হও তুমি। অনেক বড়
পুরান দিন অনেক দেখবা ততদিনে জেনে যাবে আজ যে বুকের মাঝে লুকিয়ে থাকা বন্ধু সেও একদিন ঘেউ ঘেউ কুকুরের মত শত্রু হতে দু মিনিট সময় নেয়না!!![]()
যাই হোক তোমার কষ্টলাগার কথা বলেছো আই এ্যাম ফিলিং ব্যাড!
কষ্ট পে্যোনা!!!
এমন বোকার মত কষ্ট পেতে নেই!!!
জীবনে অনেক কষ্ট ছড়িয়ে আছে সেসব ওভারকাম করার চেষ্টা করো!!
ধৈর্য্য সাহস আর মেধায় অনেক অনেক উন্নত হও!!
পরী আপুর দোয়া
একজন কালো পরী!!![]()
৩৪|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৪
বেঈমান আমি বলেছেন: রেভোল্যুশন ব্ল্যাক @কয় বছর আগে ভ্রাতা?রহস্যের গন্ধ পাচ্ছি?
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: রহস্য গল্প লিখবা বেইমানজী!!
আই উইল হেল্প ইউ!!!!!!!![]()
৩৫|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৫
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: ধুর, কার কমেন্ট বেশি হইল এইসব নিয়া আমার চিন্তা নাই। সেদিন একজন জামাত সাপোর্টকারী আপনার ব্লগে আমাকে অপমান করছিল দেখে খুব কষ্ট পাইছিলাম। অনুরোধ করার পরও আপনি আমার কমেন্ট মুছেন নাই। আজ আপনার রিপ্লাই দেখে পুরান দিনের কথা মনে হল। লোভ সামলাতে পারলাম না।
৩৬|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: loving the post as regular
++ ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!![]()
৩৭|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: সেটা আপামনিরেই জিগাস কর ভ্রাতা @বেইমান
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: কেনো রেভু তুমিই বলোনা!!
কুটনামিতে তো নইলে সেরা হতে পারবেনা!!!
দোয়া করি এইবার সেটা হও তুমি!!
আল্লাহ আমাদের এ মনোবাসনা পূরণ করুক!!
৩৮|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১০
বেঈমান আমি বলেছেন: আজ আপনার রিপ্লাই দেখে পুরান দিনের কথা মনে হল। লোভ সামলাতে পারলাম না।
আমার ভাইয়ামনিটা কি জেলাস নাকি?
আমার কোনো আপামনি নাই গো ভাইডি
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৭
শায়মা বলেছেন: পুরান দিনের কথা কেউ ভোলে না কেউ ভোলে![]()
বেঈমান আমিও তোমার থেকে বেঈমানী শিখতে চাই!!!![]()
সত্যিই চাই......
৩৯|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১১
রাতুল_শাহ বলেছেন: @চেয়ারম্যান০০৭: আপনার ভয়ে তো মিয়া কালীদাসের রাতে ভয়ে ঘুম আইবো না। এইভাবে কেউ আবদার করে????
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: না না কালীদাসভাইয়ার জন্য যাকে সিলেক্ট করা হবে তার টুইন বোনকেই চেয়ারম্যান ভাইয়ার জন্য!!!!![]()
কাজেই নো প্রবলেম!!![]()
৪০|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৪
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: তাইলে তফাতে যাও ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: কাকে বলছো???
তুমি দেখছি আমার ব্লগ থেকে সবাইকে তাড়াতেই ব্যাস্ত রোজ রোজ!!![]()
৪১|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৫
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: আমার আজাইরা কমেন্টগুলা ডিলিট মারলেই খুশি হব ![]()
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: না !!
মুছবোনা!!
আই লাইক কমেন্টস আর তার জন্য আমি যা নয় তাই করতে পারি!!
৪২|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২০
বেঈমান আমি বলেছেন: শায়মা @ঐঈঈঈঈঈঈঈঈ আমার রেভু ভ্রাতারে কষ্ট দেও কেনো?????????????????
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬
শায়মা বলেছেন: না না কষ্ট দিতে চাই নাতো!!
আমি তো শুধু বেঈমানদেরকেই কষ্ট দিতে চাই!!
যেমন তুমি!![]()
৪৩|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৫
শহিদুল ইসলাম বলেছেন: ভীষণ অবাক হলাম শায়মা আপু !!
ভীষন ভালো লাগছে পোস্ট উৎসর্গ পত্রে নিজেকে দেখে !
হঠাত করেই মনটা ভালো হয়ে গেল , যদিও সারাদিন খুব কষ্টে ছিলাম , মেঘাচ্ছন্ন !!
প্রিয় আপু , আর কিবা বলার আছে ? ছোট্ট ভাইয়ের বাকি কথা হৃদয় দিয়ে বুঝে নিও !
সূর্য ডুবলে পরে আকাশ আমার বাণী -
পৌঁছে দিও এক বালিকার কানে -
কেউ জানে , কেউ জানে , জানো ?
যখন তখন -
নির্ঘুম এক মেঘের দেশে ভাসি !
যে আঁধারে পাখির বাসা কাঁপে ,
সেই পাখিদের নাম থাকেনা কোন !
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৯
শায়মা বলেছেন: ঠিক ঠিক আমি পৌছে দেবোই
সেই বালিকার কানে...
তোমার আকুল হৃদয় কথন
ঘুম পরীদের গানে.....
কেউ জানেনা, কেউ জানেনি
সেই বোবাপাখির নাম
তুমিই শুধু দিলে তাকে
লক্ষ্যমানিক দাম!!![]()
৪৪|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭
তামিম ইবনে আমান বলেছেন:
কোবতে কিন্তু চ্রম হইছে। পেলাস।
কবি তামীম ফেইল
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: না না ফেইল কেনো??
চলো কবির লড়াই শুরু করি!!![]()
৪৫|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭
শহিদুল ইসলাম বলেছেন: বন্য গোলাপ মেলে দিবে তার পাতা ,
গ্রাম্য বধূ পাতাতে লুকাবে মুখ ,
কাঠবেড়ালী অবাক চোখে ভাববে শুধু চেয়ে
সন্ধ্যা বেলায় তুলসী-তলায় কে জ্বালাবে ধূপ ?
অহন মনে গহন ঘোরে মহন কেন কবি ?
এঁকে দাও হৃদয় জুড়ে আমার যত বিষণ্ণতার ছবি ,
যে বুকে পুষেছি শাল আর সেগুনের ভালোবাসা
অন্ধ কূপের গহীন খোপে রুদ্ধ আলোক আশা ।
শ্রান্ত রাতে ক্লান্ত জলে ভ্রান্ত চাঁদের ছায়া ,
দীঘল কালো রাত্রি জুড়ে জোছনা ছড়ায় মায়া
ঘোড়া খাওয়া ঘাসের ডগায় পতঙ্গের সুঘ্রাণ
ঘরের কোণে চড়ুই কাঁদে , রঙ হারিয়ে ম্লান ।
আমের মুকুল সব ঝরে যায় মগ্ন টিনের চালে ,
দোয়েল পাখি বসে ঝিমোয় তারই ছোট্ট ডালে
বুকে তাহার হৃত-পালকের শোক ব্যথা ,
পূব উঠোনে ফাগুন হাওয়ায় উড়ে শুকনো পাতা ।
রং-তুলিতে রঙ করে দাও দুখক্লান্ত -
যত পাখির যত ধুসর পাখায়
আজ হাসুক , খেলুক , বসুক , সুখে
অর্জুনের ওই ভগ্ন - মৃত শাখায় ।
***
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: হা হা
আমাকে দেওয়া তোমার এ কবিতাই তো আমাকে এ কাব্য লেখালো ভাইয়ামনি!!![]()
৪৬|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭
জেমস বন্ড বলেছেন: খাইছে
আমার ই ডর করতাছে অহন :-& :-& , আপু এত্ত এত্ত এত্ত এত্ত বড় কমেন্ট রিপ্লেই দিলাইন
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: ভয় পেয়োনা ভাইয়া!!!!!!!!!!!!!!
আই লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!
ভয় পাবে মিচকা শেয়ালরা যাদের বড় কমেন্ট দেখলে নাকি এ্যাসিডিটি হয় উত্তর দিতে না পারার ভয়ে আর ঘাড়ে রদ্দা পড়ে মরার ভয়ে!!![]()
৪৭|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৪
রাতুল_শাহ বলেছেন: @শহিদুল ইসলাম ::আপনার কাছে ইফতারীর পর জিলাপী খামু ভাই। খাওয়াতেই হবে। আমি আর আপনি ঠিক আছে ভাই???
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: তোমরা দুজন কেনো???
রাতুলভাইয়া ওয়েট তোমারও সময় আসিবেক!!
তখন বড় পোলার বাবায় খায় খাওয়াতে হবে ওকে????????
৪৮|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: সূর্য ডুবলে পরে আকাশ আমার বাণী -
পৌঁছে দিও এক বালিকার কানে -
কেউ জানে না , কেউ জানে না , জানো ?
যখন তখন -
নির্ঘুম এক মেঘের দেশে ভাসি !
যে আঁধারে পাখির বাসা কাঁপে ,
সেই পাখিদের নাম থাকেনা কোন !
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: ![]()
৪৯|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: @ রাতুল ভাই , শুধু জিলাপী কেন , যা চান ( সাধ্যের মধ্যে
) সবই খাওয়ামু রাতুল ভাই
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪
শায়মা বলেছেন: আমরা কিন্তু দেখতে পাচ্ছি!![]()
৫০|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪০
রাতুল_শাহ বলেছেন: @শহিদুল ইসলাম:: ধূর ভাই ,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥
কবি- তোমার কাছে আমার জিলাপীর দাবী।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: ভাইয়া তুমি নাহয় কবির মত জীলাপী নিয়ে লিখে ফেলো এক কবিতা!![]()
৫১|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৩
রাতুল_শাহ বলেছেন: @শহিদুল ইসলাম : পকেটে (২+৫)=সাত টাকা আছে, আনলেই তো হবে???? পরে কিন্তু থালা-বাটি ধুইতে পারুম না।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৩
শায়মা বলেছেন: হা হা
শহীদভাইয়াদের বাসায় কি কাজের ছেলে চলে গেছে??? ![]()
৫২|
০২ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫০
শহিদুল ইসলাম বলেছেন: @ রাতুল ভাই ,
শুধু আপনার আর আমার জন্য
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৪
শায়মা বলেছেন: খুব খারাপ!!
সবার সামনে এইভাবে খানাপিনা!!![]()
৫৩|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪
রাতুল_শাহ বলেছেন: @শহিদুল ইসলাম : ঠিক আছে, শুধু আমি আর আপনি। কোণায় ঢুকে যামু, কেউ তাইলে দেখব না।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৫
শায়মা বলেছেন: আমার তৃতীয় নয়ন আছে!!![]()
৫৪|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৮
জেমস বন্ড বলেছেন: কি শুরু করলেন আফনেরা এয়
মিস্টি মুস্টি দিয়া এক্কেরে সব মধু মাখাইয়া ফালাইছেন ভাইয়েররা
ইফতারের অহন ও কিছু ঘন্টা বাকি আছে
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৬
শায়মা বলেছেন: এই জন্য তো ইফতারের পর আসলাম ভাইয়া!!
এদের মিষ্টির জালায় ব্লগ ছেড়ে পালিয়েছিলাম!!![]()
৫৫|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৪
বেঈমান আমি বলেছেন: লেখক বলেছেন: রহস্য গল্প লিখবা বেইমানজী!!
আই উইল হেল্প ইউ!!!!!!!
ওকে সুইটি উই উইল ডু দ্যাট
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৯
শায়মা বলেছেন: তোমাকে রহস্যের গোলক ধাঁধার স হ জ সমাধান দিয়ে দেবো ওকে?????![]()
৫৬|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৪
জোবায়ের নিয়ন বলেছেন: ভাল লাগা রইলো।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ জোবায়ের ভাইয়া!!![]()
৫৭|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
সায়েম মুন বলেছেন: একটুখানি জায়গা রেখো মনের কোনে জন্যে আমার-
---এই লাইনটায় একটু গড়বড় লাগলো। বাকীটা সুন্দর ও সুরেলা।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: আরে বাড়ির চাবি খুঁজে পেয়ে গড়বড় করে লিখেছি!!!!!!!
আর ঐ লাইন মিলিয়ে দাও ভাইয়া!!![]()
৫৮|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপু পোস্টে কুকুর ঢুকলে এইগুলানরে উস্টা দিয়ে বের করবা।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: ![]()
৫৯|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
জেমস বন্ড বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: আপু পোস্টে কুকুর ঢুকলে এইগুলানরে উস্টা দিয়ে বের করবা।
এগুলো কুকুর না এগুলো রোজা রাইখা তাবান তাবান ( অস্তির হইয়া গেছে )
What does that mean
ব্য ব্য
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৪০
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া???
৬০|
০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: আমরা বলে কেউ নাই। আমি আপনারে উদ্দেশ্য করে কিছু বলি নাই। আর আমি কাউরে গালিও দেই নাই। বৃষ্টিরে সবাই চেনে, নতুন কথা আপনার কাছে শুনতে হবে না আমার। আপনি কার কি কথা শুনছেন সেসব আমাকে বলতে আসবেন না। আর আপনার ঐ দেখানি শুভকামনা লাগবে না আমার। সব দেখা আছে আমার আড়ালে আবডালে কারা কি করে।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:৫০
শায়মা বলেছেন: ঠিক ই বলেছো রেভু তোমাকেও তো কম দেখলাম না!!
সবখানে গিয়ে তুমি যা শুরু করেছো তাতে তোমাকে বোকা ছাড়া কি আর বলার আছে আমার?? এসব কি হিংসা বিদ্বেস নাকি মানষিক অসুস্থতা জানা নেই আমার!! তোমাকে যতই দেখছি অবাক হচ্ছি!! ভদ্রতা সভ্যতা কিছুই কি শিখোনি তুমি???
আমার বলে কেউ নেই কি না নেই সেটা আমি যেটা ভাবছি সেটাই বলবো তুমি কি পারবে আমার মনের ভাব জোর করে বদলাতে বা আমার জানা মতে কি কি আছে তাই বা জানতে? মানুষের মনের ভাব বদলাতে পারতে তখনি যদি সেটা তোমার ব্যব হারে প্রকাশ পেতো।
উত্তোরত্তোর তোমার পাগলামী বেড়েই চলেছে। তুমি কিন্তু এইবার জাস্ট অফ হও। আমার মাথায় রাগের ভুত চাপিওনা। আমি তোমাকে জাস্ট আমার ব্বালগের বাইরে ছুড়ে ফেলে দেবো!!!
বারবার পাগলা জন্তুর মত দৌড়ে এসোনা। অনেক হয়েছে। নিজের চরকায় তেল দাও নয়তো তওমার মত হীন মানষিকতার তোমার দলের চরকায়।
তুমি আমাকে উদ্দেশ্য করে যা বলেছো তার ফল তুমি পেয়েছো তুমি নিজেও তা জানো শুধু শুদঘু শাক দিয়ে মৎস্য ঢাকার ট্রাই করোনা। বার বার বলছি মানুষের স হ্যের সীমা একটু কম কিন্তু আমার মত স্বঘোষিত পরীদের স হ্যের সীমা দারুন বেশী। সেই সীমা অতিক্রম করিও না।
শুভকামনা মানুষ কেমনে দেখায় বা কি করে তোমার মত একজন অপগন্ডের তা বুঝার সাধ্যের বাইরে। নইলে চেয়ারম্যানের জন্মদিনে দেওয়া শুভেচ্ছা পোস্টে গিয়েও তোমার এবং তোমাদের সেই পোস্ট নিয়ে সন্দেহ জাগে???
শুধু মাত্র চক্ষু লজ্জাহীন চোখের পর্দা ছাড়া মানুষদেরই এমন হয়।
তুমি মানো আর নাইবা মানো আমি তোমাকে অন্তর থেকেই দোয়া করছি
পরম করুণাময় তোমার উপর করুণা বর্ষন করুন।
সবকিছুর একটা সীমা আছে ভুলে যেওনা।
আর আড়ালে আবডালে তুমি কি করো সেটাও ভেবোনা কেউ দেখতে পায়না। শুধু তুমি এবং তোমরা দু একজনই তা দেখো।
নিজের বেলায় একরকম ও অন্যের বেলায় আরেকরকম এমন দেখতে পাবার দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটাও।
নিজে রা ক্ষুদ্র দল ও বিপুল সংখ্যক মালটি নিয়ে আড়ালে আবডালেও মগডালে বসে যা করো তাই সবার মাঝে দেখতে পাবে এ আর নতুন কি?
তবে মনে রেখো নিয়তি বলে কিছু আছে যা কাউকে ছাড়েনা।
এমন অভদ্র অসভ্য ব্যা ব হার ও মানষিকতা আমি সব সময় পরিহার করেছি এবং করি তাতে কয়েকটা জানো্যার সম মানুষ ঘেউ ঘেউ করলে আমার কিছুই আসে যায়না।
জন্তু জানোয়ার ও মানুষের মাঝে প্রভেদ এইখানেই মনুষ্য সমাজে বাস করে শুধুই সুসভ্য মানুষেরাই।
৬১|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:০২
তামিম ইবনে আমান বলেছেন: কিছু কিছু মাল্টি শুধু ব্যক্তি আক্রমন এবং টিজিং এর জন্য খোলা হয়।
অইসব নিক রে পোস্টে দেখলেই উস্টা মারা দরকার।
কি বলেন শায়মাপু?
চেয়ারম্যান০০৭ বলেছেন: আপু পোস্টে কুকুর ঢুকলে এইগুলানরে উস্টা দিয়ে বের করবা।
সহমত
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:১১
শায়মা বলেছেন: ঠিক তাই তারা অবশ্য সেটা জেনে বুঝেই আসে
ভাবখানা এমন আমি কি বীর!!!
ব্যান করলেও দমিনা।
ভাইয়া আমার মনে হয় এই নিকগুলা ছোটবেলায় বীরপুরুষ কবিতা পড়েছে অনেক অনেক।![]()
এখনও সেই বীরপুরুষ কবিতার ছোট্ট খোকা !!
বড় হোক বাবুরা!!![]()
৬২|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:০৫
বাচাল মানব বলেছেন: নিক কবে ফিরত পাইছেন??
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:১২
শায়মা বলেছেন: কালকে ভাইয়া!!!![]()
৬৩|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:০৭
sumon3d বলেছেন:
আপু জেলাসটারে বা'পায়ের জোরসে কিক দ্যান না ক্যান? দুরে গিয়া মরুক!!!!!!
(
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:১৬
শায়মা বলেছেন: ![]()
একবার আমি গ্রামে গিয়েছিলাম।
হঠাৎ আমার পা গিয়ে পড়লো একদম পঁচা কাঁদায়!!
আমি তো ভয়ে শেষ !!!
যতই ঝাঁড়ছিলাম কিছুতেই কাঁদাটা আমার পা থেকে পড়ছিলোনা!!
আমি তখন পিচ্চি ছিলাম তো ভয়ে কান্না শুরু করে দিলাম!!
তখন মা বললো, সবসময় দশকে শুনে পথ চলতে । সেটাই ট্রাই করি তবুও মাঝে মাঝে...![]()
৬৪|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:১২
অপ্রোয়জনীয় বলেছেন:
বাংলাদেশে অনেক জাতের ছাগল আছে। তার মধ্যে উন্নত প্রজাতির ছাগল হল ব্ল্যাক বেঙ্গল।
কমেন্ট টি পোস্ট রিলেটেড না হলেও কমেন্ট রিলেটেড।
সো, ডোন্ট মাইন্ড আপু
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:১৭
শায়মা বলেছেন: ওকে ভাইয়া
আমারও একই কাজই করতে হবে মনে হয় !!!![]()
নইলে ভালো কথা বললেও গাত্রদাহ এমন লোকজনের জন্য কি করার আছে?? ![]()
৬৫|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:২০
অন্ধকারের রাজপুত্র বলেছেন: লেখাটা অং বং হয় নাই ........... খুবই ভালো হইসে ! ![]()
++++++++
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:২০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাজপুত্র ভাইয়া!!
নিজের কাছে যখন অনেক মজা লাগে সেটাই আসলে মজার লেখা!!
এই লেখাটার একটা ইনার মিনিং আছে ভাইয়ামনি সেটা অবশ্য কেউ জানেনা আমি ছাড়া!!![]()
কাজেই না বললে বুঝবেনা
ঐ যে অনেকটা সেই গোপালভাড়ের মত নিজের হাতের লেখ নিজে গিয়েই পড়ে দিয়ে আসতে হয়!!![]()
৬৬|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:২৩
বাচাল মানব বলেছেন: রেভোল্যুশন ব্ল্যাক এর সমস্যাটা কি? সবার সাথেই ক্যাচাল করতে চায়!! োয়ায় ব্যাথা থাকলে নিজ নিকে আইয়া কথা কও । এক নিকে প্লাস দিবা আরেক নিকে োয়ার ব্যাথা নিয়া কান্নাকাটি করবা এইটা তো ঠিক না । ছাগু ুন্দাবি ুন্দা । তা না একবার নোমান নিয়া তার ব্যাথা পরক্ষনে আবার চেয়ার্যান নিয়া ব্যাথা । আবালের বাচ্চা নিজ নিকে ব্যাথা কইতে কি তোর লজ্জা লাগে?
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:২৩
শায়মা বলেছেন: ![]()
জানিনা ভাইয়া !!
রেভু তো তার সমসয়া বুঝতেই পারছেনা।
যে যাই বলে যা যাই করে তাতেই তার প্রবলেম।
শুধু ভাবছে তার রম্য সংকলন অনবদ্য আর সবারটা যাচ্ছেতাই ডাস্টবিন লেখা!!![]()
এই বাচ্চাটার কবে যে আল্লাহ বুদ্ধি দেবে ঘটে স্বয়ং আল্লাহ তায়ালাও জানেন কিনা সন্দেহ!!![]()
৬৭|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৮:২৫
অন্ধকারের রাজপুত্র বলেছেন: একটু আতলামি করা যাক ! ![]()
বানানগুলি ঠিক করেন আপু !
চন্চু >> চঞ্চু
চন্চলতায় >> চঞ্চলতায়..
পিন্জরে >> পিঞ্জরে ...
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:২৬
শায়মা বলেছেন: ঐ বানানটা কেমনে লিখে আমি পারিনা ভাইয়া!!![]()
৬৮|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:১২
ফয়সাল রকি বলেছেন: আর যাবোনা কোথাও আমি!!
খোলা খাঁচায় আবাস নেবো.......চিরদিনের....
আসলেই খোলা খাঁচাটাই শ্রেয়।
ভাল লাগল ভালোবাসা দিয়ে রচনা করা লেখা।
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!![]()
৬৯|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩২
ইসরা০০৭ বলেছেন: আর যাবোনা কোথাও আমি!!
খোলা খাঁচায় আবাস নেবো.......চিরদিনের....
কোথাও যাবার চিন্তা করেছিলে নাকি আপু
কবিতা ভালো লাগা আর শহিদুল ভাইয়াকে উৎসর্গ দেখে আরও ভালো লাগলো।![]()
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: না না আমি বলিনিতো এইটা!!
এতা বলেছে আমার অচিনপাখিটা!!![]()
অনেক অনেক থ্যাংকস ইসরামনি!![]()
৭০|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
শহিদুল ইসলাম বলেছেন:
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: কি হলো ভাইয়া??????????
এত খুশী কেনো জিলাপী খেয়ে???
৭১|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
রবি_জল বলেছেন: লেখক বলেছেন: ঠিক ই বলেছো রেভু তোমাকেও তো কম দেখলাম না!!
সবখানে গিয়ে তুমি যা শুরু করেছো তাতে তোমাকে বোকা ছাড়া কি আর বলার আছে আমার?? এসব কি হিংসা বিদ্বেস নাকি মানষিক অসুস্থতা জানা নেই আমার!! তোমাকে যতই দেখছি অবাক হচ্ছি!! ভদ্রতা সভ্যতা কিছুই কি শিখোনি তুমি???
আমার বলে কেউ নেই কি না নেই সেটা আমি যেটা ভাবছি সেটাই বলবো তুমি কি পারবে আমার মনের ভাব জোর করে বদলাতে বা আমার জানা মতে কি কি আছে তাই বা জানতে? মানুষের মনের ভাব বদলাতে পারতে তখনি যদি সেটা তোমার ব্যব হারে প্রকাশ পেতো।
উত্তোরত্তোর তোমার পাগলামী বেড়েই চলেছে। তুমি কিন্তু এইবার জাস্ট অফ হও। আমার মাথায় রাগের ভুত চাপিওনা। আমি তোমাকে জাস্ট আমার ব্বালগের বাইরে ছুড়ে ফেলে দেবো!!!
বারবার পাগলা জন্তুর মত দৌড়ে এসোনা। অনেক হয়েছে। নিজের চরকায় তেল দাও নয়তো তওমার মত হীন মানষিকতার তোমার দলের চরকায়।
তুমি আমাকে উদ্দেশ্য করে যা বলেছো তার ফল তুমি পেয়েছো তুমি নিজেও তা জানো শুধু শুদঘু শাক দিয়ে মৎস্য ঢাকার ট্রাই করোনা। বার বার বলছি মানুষের স হ্যের সীমা একটু কম কিন্তু আমার মত স্বঘোষিত পরীদের স হ্যের সীমা দারুন বেশী। সেই সীমা অতিক্রম করিও না।
শুভকামনা মানুষ কেমনে দেখায় বা কি করে তোমার মত একজন অপগন্ডের তা বুঝার সাধ্যের বাইরে। নইলে চেয়ারম্যানের জন্মদিনে দেওয়া শুভেচ্ছা পোস্টে গিয়েও তোমার এবং তোমাদের সেই পোস্ট নিয়ে সন্দেহ জাগে???
শুধু মাত্র চক্ষু লজ্জাহীন চোখের পর্দা ছাড়া মানুষদেরই এমন হয়।
তুমি মানো আর নাইবা মানো আমি তোমাকে অন্তর থেকেই দোয়া করছি
পরম করুণাময় তোমার উপর করুণা বর্ষন করুন।
সবকিছুর একটা সীমা আছে ভুলে যেওনা।
আর আড়ালে আবডালে তুমি কি করো সেটাও ভেবোনা কেউ দেখতে পায়না। শুধু তুমি এবং তোমরা দু একজনই তা দেখো।
নিজের বেলায় একরকম ও অন্যের বেলায় আরেকরকম এমন দেখতে পাবার দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটাও।
নিজে রা ক্ষুদ্র দল ও বিপুল সংখ্যক মালটি নিয়ে আড়ালে আবডালেও মগডালে বসে যা করো তাই সবার মাঝে দেখতে পাবে এ আর নতুন কি?
তবে মনে রেখো নিয়তি বলে কিছু আছে যা কাউকে ছাড়েনা।
এমন অভদ্র অসভ্য ব্যা ব হার ও মানষিকতা আমি সব সময় পরিহার করেছি এবং করি তাতে কয়েকটা জানো্যার সম মানুষ ঘেউ ঘেউ করলে আমার কিছুই আসে যায়না।
জন্তু জানোয়ার ও মানুষের মাঝে প্রভেদ এইখানেই মনুষ্য সমাজে বাস করে শুধুই সুসভ্য মানুষেরাই।
@ রেভোল্যুশন ব্ল্যাক
একটা নিরীহ মেয়ে ব্লগার তুরে যেভাবে লাথ্থি দিলো পোলা হইয়া থাকলে জীবনে আর কোনদিন কাউরে চুইলকাইতে আসবি না । শালা মাইয়া মানুষের উষ্ঠা খায় আবার ব্লগে ব্লগে গিয়া ম্যা ম্যা করে
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: ভাইয়া
রেভুলেশ্যনের জন্য দোয়া করো!!!
সে যেন হিংসা বিদ্বেষ ছেড়ে নিজের কাজে মন দিতে পারে।
৭২|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
মুকুট বিহীন সম্রাট বলেছেন: অং বং ভালোই লেগেছে শায়মাজী ![]()
কবি শহিদুল আসলেই চমৎকার কবি,
খুব ভালো লিখে সে ,কমেন্ট না করলেও তার লেখা মিস হয়না,আর তাছাড়া কবিতায় আসলে বলার কিছু থাকেনা,শুধু অনুভবের বিষয়।
ভালো থাকা হোক
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৪৩
শায়মা বলেছেন: ওহ সম্রাটজী শেষ মেশ তোমার দেখা পাওয়া গেলো!!
আমার বাড়ির চাবি হারিয়েছিলো ।
চাবি খুঁজে পেয়েই অং বং লিখে ফেললাম!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!![]()
৭৩|
০২ রা আগস্ট, ২০১২ রাত ৯:৫৮
জুন বলেছেন: কি শায়মা বাড়ীর চাবি পেয়েই এত সুন্দর কবিতা লিখে ফেল্লে
দোয়া করো যেন আমার বাসার চাবি হারায় আর আমিও এমন সুন্দর কবিতা লিখতে পারি
সত্যি বলছি অনেক ভালোলাগলো ।
+
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৪
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!
সেই কথা আর বলোনা!!
এমন ঝামেলা বাঁধিয়েছিলাম !!
কিছুতেই আর চাবি পাওয়াই যায়না!!!!!!!!!!![]()
অনেক কষ্টে খুঁজে পেলাম শেষে!!![]()
৭৪|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৭
sumon3d বলেছেন:
আপু, তুমি এই জেলাস ব্ল্যাক বেংগল গোটমনিরে যেভাবে কিক দিলা তাতে শেয়ালমনি আর ইদুরমনিদের যদি লজ্জা থাকে তাহলে আর অকারনে যেখানে সেখানে হুক্কি হুয়া দিবেনা। আশা করি তোমার কিকটা আসল প্রানীদের পিন্ডিতে গিয়ে আঘাত করবে!!!!!!!!!
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:১৪
শায়মা বলেছেন: ![]()
আবার আমার মাথায় শেয়ালমনির কথা এনোনাতো!!
এমনিতেই আমার মাথায় এখন পানি ঢেলে আসলাম!! শেষে ঠান্ডা লাগলে আমি কি করে গান গাবো?? কাল আমার রেকর্ডিং আছে!!![]()
৭৫|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৭
বাচাল মানব বলেছেন: @রবি_জল ব্লগার দেশের কথার লাষ্ট পোষ্টের মন্তব্যগুলা দেখেন । রেভোল্যুশন ব্ল্যাকের লেঞ্জা সেখানে দেখতে পাইবেন
@শায়মা পরীদের রাগারাগি করা ভাল না
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ভাইয়া মাথায় রাগের ভুত চাপলে আমি পরী থেকে ডাইনীবুড়ি হয়ে যাই!!!![]()
স্যরি!!!![]()
৭৬|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৮
বাচাল মানব বলেছেন: @রবি_জল ব্লগার দেশের কথার লাষ্ট পোষ্টের মন্তব্যগুলা দেখেন । রেভোল্যুশন ব্ল্যাকের লেঞ্জা সেখানে দেখতে পাইবেন
@শায়মা পরীদের রাগারাগি করা ভাল না
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:১৭
শায়মা বলেছেন: না আর রাগ করবোনা!!
আমার চেহারা তাহলে খারাপ হয়ে যাবে তাইনা ভাইয়া!!
সারাখন ঝগড়াঝাটি মাথায় রাখে যারা তাদের চেহারাটাও হয় ঠিক ওমনি ক্ষ্যান্ত বুড়ি মার্কা!!!![]()
৭৭|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:১৭
বেঈমান আমি বলেছেন: ঐ ক্যাচাল বন্ধ ।এইখানে কবিতা আর গান চলবে।সুইটি আমার গানটা কই?খালি কবিতাই চলবে না
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:১৯
শায়মা বলেছেন: ![]()
কোন গানটা যেন??????
হা হা হা হাসতে হাসতে মরে গেছি!
তোমার গান না জানি কেমন একমাত্র তুমি জানো!!!!![]()
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:২৬
শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=p_gAO8rkpjA
আচ্ছা এইটা শোনো ওকে???![]()
৭৮|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:২১
মেহবুবা বলেছেন: জানিনা এই পোষ্ট পড়ে চোখের সামনে ভেসে উঠল একটা মঞ্চ নাচ হচ্ছে , আর সেই নাচের সাথে এই পোষ্টের কথাগুলো গান অথবা গানের সাথে নাচ ।
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:২৪
শায়মা বলেছেন: আপুনিমনি!!!!!!!!!!!!!!!
কোথায় থাকো তুমি!!!!!!
অনেক অনেক মিস করি তোমাকে মাঝে মাঝে!!
কেনো জানিনা!!![]()
৭৯|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৩২
বেঈমান আমি বলেছেন: আমি জানতাম তুমি আমার মনের কথা জানো
হাউ ডু ইউ দু দ্যাট?
৮০|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৩২
বেঈমান আমি বলেছেন: ডু
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪০
শায়মা বলেছেন: আমি পরীরাণী না !!!!!!!!!!!!
সবার মাইন্ড রিড করতে পারি!!!
বাপরে!!
আলাই বালাই সেদিন এই কথাটা বলাতেই কে যেন খেপে উঠেছিলো !!
মাইন্ড রিড না ছাই জানেন বলেছিলো!!
তবে সে আজ জেনে গেছে আমি সত্যিই যে সেটা জানি!![]()
৮১|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
যাযাবর৮১ বলেছেন:
++++++++++++++
লিখা হইছে চরম
পড়া হয় নাই গরম
আমি হলাম করম
লাগে তাই শরম :#>
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:০১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
ভালোই তো তড়িৎ কবি তুমি!!![]()
৮২|
০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৬
ভাবুক একজন বলেছেন: রেভোল্যুশন ব্ল্যাক@বুকের পাটা থাকলে আসল নিকে আস। আমিও আসল নিকে আসবো।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ২:৫৯
শায়মা বলেছেন: তোমার আসলনিকটা আমারও জানার খুব ইচ্ছা ভাবুকভাইয়া!
৮৩|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:০০
বেঈমান আমি বলেছেন: ভাবুক একজন @আপনি মাল্টি
কষ্ট পাইলাম।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ২:৫৯
শায়মা বলেছেন: কেনো?
বুঝাই তো যাচ্ছে ভাবুকভাইয়া মালটি!![]()
৮৪|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:০৮
নীলঞ্জন বলেছেন: অসাধারণ কবিতা, শায়মা।
কবিতায় 'ইনভারশানের' চমৎকার প্রয়োগ ঘটিয়েছো।
অনেকদিন পর অংবং না, একটা খুব ভালো কবিতা পেলাম তোমার কাছ থেকে।
শুভ কামনা রইল।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!![]()
৮৫|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:১৪
শোশমিতা বলেছেন: অনেক সুন্দর কবিতা!
ভালো লাগলো আপু +
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:২২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!![]()
৮৬|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:২৮
রুমি আলম বলেছেন: কোথা হতে শিখলি এ গান? ঘুম ভাঙালি বিষন্নতার!
ভালো লেগেছে।
বলতে ইচ্ছে করছে, কোথা থেকে শিখলে এমন সুন্দর কবিতা লেখা, কেমন আছে অনাগত কবিতারা!
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৩:৩২
শায়মা বলেছেন: কি যে বলো ভাইয়া!!
এমন একটা অং বং কবিতাকে এমন করে বললে টেবিলের নীচে লুকাতে হবে আমার!!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!![]()
৮৭|
০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২৬
ভাবুক একজন বলেছেন: মাল্টি বলে কিছু নেই। আমি হচ্ছি আমি, ভাবুক আমি
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:১১
শায়মা বলেছেন: ঠিক আছে! মালটি বলে আসলেই কিছু নেই!
মালটির কোনো দোষও দেওয়া যায়না যতখন না সেটা অন্যের পিছে লাগার জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্যব হৃত হয়!
ভাবুক একজন নিকটাকে আমার মনে হয়েছিলো অন্যের পিছে লাগার জন্য ব্যবহার করা হচ্ছে কারণ অপু তানভীরের লেখার অনুকরণে মজা করতে দেখে!
ভাইয়া
এক পুকুরে একদল ব্যাং (মোবাইলে বানানটা পারছিনা) একদিন ছেলেরদল খেলতে গিয়ে হঠাৎ তাদেরকে দেখতে পেয়ে ঢিল ছুড়তে শুরু করলো! বাং গুলো যতই ভয়ে লাফালাফি করছিলো ছেলের দল ততই হল্লা করে খুশীতে মেতে উঠছিলো !
তাই দেখে ব্যাং সর্দার ছেলেদের ডেকে বললেন, তোমাদের জন্য যা মজা তা অনেক সময় অন্যের কষ্টের কারণ!
ভাবুকভাইয়া মাতবরী আমি কখনই করতে চাইনা তবুও বলছি ফান করার সময় আমাদেরকে অন্যের ফিলিংস এর মর্যাদা দিতে হবে!যতই হাসি পাক বা বিরক্ত হও তুমি হয়তো অনেক বুদ্ধিমান কিন্তু আরেকজনের সরলতা নিয়ে তাকে মনে কষ্ট দিয়ে ফেলার কি মানে আর!![]()
যাইহোক আমার স্বভাববিরুদ্ধ মাতবরী করলাম ! রাগ করোনা ভাইয়া!
অনেক ভালো থেকো! মজার মজার গল্প লিখে আমাদের মন ভরাও!
৮৮|
০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৫:৫৬
মুনসী১৬১২ বলেছেন: আপি দুর্দান্ত তবে দুএকটা জায়গায় একটু তাল কেটেচে.. মুন ভাইয়া দেখিয়েছে.....
কমেন্টের কবিতা/গান টা (ফুলের নাম দিয়ে-বেঈমান ভাইয়ার উত্তরে) রবির না তোমার----অসাধারণ
আর হুম এমন হলেতো চলবে না মিষ্টি আপি...আরো .......হতে হবে......কারণ তুমি না হলে ....এটা তুমি আমার চেয়ে বেশি ভালো বুঝবে..তুমি আমার চেয়ে বেশি অভিজ্ঞ এ পরিবেশে
ভালো থেকো সর্বদা
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:১৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া অনেক অনেক ভালোবাসা তোমার জন্য!![]()
রবীন্দ্র সংগীতটা লিখে আমিও মজা পেয়েছি!![]()
৮৯|
০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৫:৫৯
মুনসী১৬১২ বলেছেন: আর কবিতার ইনার মিনিং ধরতে গেলে খেই হারিয়ে যায়....হিসেব মেলে না...বহুদিন গণিত করি নাতো বুঝলে
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:১৮
শায়মা বলেছেন: না না ইনার মিনিং তোমার মত করেই তুমি ধরো ভাইয়ামনি!![]()
শুধু আসল মিনিংটা আমি জানি আর জানুক সে!![]()
৯০|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৭:০৭
নিমা বলেছেন: সেই পাখিটার চক্ষুজলে কিসের ভাষা!
অভয় দিয়ে বললো আমায়
একটুখানি জায়গা রেখো মনের কোনে জন্যে আমার-
ভালোবাসার বাঁধন জালে আটকে রেখো
গান শোনাবো ভোরের বেলা, ঘুম ভাঙাবো
ভালোবাসার ডাকে রোজ সকালে, ঘুম পাড়াবো রাত্রীবেলায়...
অসাধারনন আপু
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:১৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!![]()
৯১|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৩৩
আমিভূত বলেছেন: এমন একটা পাখি কেই তো খুজছি আপি ![]()
পাখির গান না শুনতে পারি তবে তোমার কবিতাতেই সকালবেলা ঘুম ভাঙল ![]()
কবিতায় ++++
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১০:২০
শায়মা বলেছেন: গুড গুড ভেরীগুড ভুতভাইয়া!![]()
৯২|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ১১:২৮
একজন আরমান বলেছেন: হুম আপু। সামুকে ধন্যবাদ। ![]()
ইতোমধ্যে আমি একটা গল্পও লিখে ফেলেছি।
:#>
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন: ভেরীগুড ভাইয়া!
তোমার গল্পটা পড়বো অবশ্যই!
৯৩|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৭
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
কবিতা আর উৎসর্গ দুটোতেই ভালো লাগা -------------
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ছুটি আপুনি!![]()
৯৪|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:২১
একজন আরমান বলেছেন: লেখক বলেছেন: ভেরীগুড ভাইয়া!
তোমার গল্পটা পড়বো অবশ্যই! ---
ধন্যবাদ আপু। তবে লজ্জা পেলুম। :#>
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: লজ্জা পাবে কেনো!!!
নো লজ্জা ভাইয়া!![]()
৯৫|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৫৪
শিপু ভাই বলেছেন:
সিটি কর্পোরেশনের "কুকুর নিধন" অফিসের ফোন নাম্বার আছে কারো কাছে???
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:১৪
শায়মা বলেছেন: কুকুর নিধন অফিস সত্যি আছে নাকি শিপুভাইয়া!!!
৯৬|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:১৮
শিপু ভাই বলেছেন:
হুম আছে। না থাকলে এত দিনে ঢাকা শহর কুকুরে ভরে যেত।
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২০
শায়মা বলেছেন: আমাকে নাম্বারটা খুঁজে পেলে দিও তো ভাইয়া!
৯৭|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২৯
স্যাম মার্ক্স বলেছেন: বাহ! আপনি তো বেশ লিখেন
আমিও মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। তেমন হয়ে উঠে না যদিও।
কবিতাকে ভালো লাগা জানালাম
শুভকামনা।
**কবিতার পোস্ট ও ক্যাচাল থেকে বাদ যায়না?
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: হা হা
না ভাইয়া এক হাড়ি দুধে এক ফোটা গোবরই যথেষ্ঠ!! আর ইদানিং দু তিন ফোটা চলে এসেছে কাজেই!!![]()
যাইহোক ভাইয়া এই সব নিয়েই জীবন!!!![]()
তুমি যতই দূরে থাকতে চাও তোমার গায়ে এসে পড়বেই।![]()
অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য।![]()
৯৮|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:০৮
স্যাম মার্ক্স বলেছেন: আমরা অবশ্য বলতাম - এক বালতি দুধে এক ফোটা চানা পড়লেই দুধ নষ্ট। এখানে চানা মানে গরুর মুত্র কে বুঝানো হতো। গ্রামের বাড়িতে আর কি
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: ওহ তাই হবে ভাইয়া!!
ভুলে গেছিলাম!!![]()
৯৯|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭
একজন আরমান বলেছেন: নতুন নতুন লিখছি তো, তাই একটু লজ্জা লাগছে। আমি আবার একটু লাজুক কিনা। :#> :!>
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: তোমার প্রেমফল পড়লাম ভাইয়া! হাসতে হাসতে শেষ আমি!![]()
১০০|
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬
একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপুনি।
ওইটাতো হঠাৎ করে মনে এলো তাই লিখে ফেলেছি, কিন্তু গল্পটা অনেকটা ভেবে চিন্তে লিখেছি, একদম অন্তর থেকে।
লেখার অনেক ইচ্ছা ছিল আগে থেকেই। কিন্তু গতমাসের একটা কাহিনীর পর লেখার ইচ্ছাটা আরও তীব্র হয়েছিল। পড়ে দেখ ভাল লাগতে পারে।
:!>
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:০১
শায়মা বলেছেন: ওকে সেটাও পড়বো অবশ্যই।![]()
১০১|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:১৭
জামিনদার বলেছেন: এই কবিতার একটা প্যারডি করে ৬ থেকে ২২ সেকেন্ডের মধ্যেই পাবলিশ করছি।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:২৭
শায়মা বলেছেন: করোই না তোমাকে কি করি তখনই বুঝবে জামিনদার ভাইয়া!!!!!!:![]()
![]()
১০২|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:৪৪
শাহেদ খান বলেছেন: দারুণ ছন্দ আর শব্দের খেলা ! পড়তে ভাল লাগল খুব !
+++![]()
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:০০
শায়মা বলেছেন: ![]()
থ্যাংক ইউ শাহেদভাইয়া!![]()
১০৩|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:১৪
শহিদুল ইসলাম বলেছেন:
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:০২
শায়মা বলেছেন: কি হলো কবিভাইয়া???
১০৪|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:১৭
অরুনাভ বলেছেন: "একটুখানি জায়গা রেখো মনের কোনে জন্যে আমার-
ভালোবাসার বাঁধন জালে আটকে রেখো
গান শোনাবো ভোরের বেলা, ঘুম ভাঙাবো
ভালোবাসার ডাকে রোজ সকালে, ঘুম পাড়াবো রাত্রীবেলায়..."
---- এই লাইন গুলি মনে ধরেছে....কিন্তু " longing for love".....চড়ূই পাখিটা কষ্ট পাবে পরে....![]()
![]()
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৪
শায়মা বলেছেন: হুম আমারও তাই মনে হচ্ছে ভাইয়া!!!![]()
কি আর করা!!!![]()
![]()
১০৫|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩১
সালমাহ্যাপী বলেছেন: আমিই মনে হয় লাস্ট পার্সন হই তোমার সব লেখায় তাই না????
বাই দ্যা ওয়ে অনেক সুন্দর একটা কবিতা।অনেক ভালো লেগেছে।
শব্দের মিল বেশি ভালো লেগেছে
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৫
শায়মা বলেছেন: না আপুনি!!!!!!!!
লাস্ট হবেনা!!
আর হলেও নো প্রবলেম!!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!
১০৬|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
একজন আরমান বলেছেন: থ্যাংক ইউ আপুনি। কমেন্ট করতে ভুলো না যেন। কমেন্ট পেলে আমরা নতুনরা আরও ভাল লেখায় উৎসাহিত হতে পারব। ![]()
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৮
শায়মা বলেছেন: কিন্তু কমেন্টের কথা এই রকম মুখ ফুটে বল্লেই তোমার পিছনে শেয়াল লেগে যাবে কিন্তু ভাইয়া!!
না বলতেই লাগে আর বল্লে আর রক্ষা নাই।![]()
বি কেয়ারফুল....
১০৭|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চঞ্চুতে তার বনগোলাপের পালক ছিলো
দিঠির মাঝে একটু মিঠেল আলোক ছিলো
পড়তে পড়তে ভাবছিলাম কোনো বিখ্যাত কবির কবিতা থেকে উদ্ধৃত করেছেন। শেষের নোট পড়ে একটা কথাই 'ফস্' করে মুখ ফুটে বেরিয়ে এলো- অবিশ্বাস্য!
আপনার কবিতার মান ক্রমশ উর্ধ্বমুখি।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪২
শায়মা বলেছেন: ভাইয়া
তোমার পা ছুঁয়ে সালাম করলাম!!!
আমার এতটুকু উন্নতির জন্যও তোমার অবদান কম না সেটা আমি কিন্তু কখনও ভুলিনা!!
কি হয়েছে না হয়েছে জানিনা তবে তোমার এমন কমেন্ট পড়লে চোখে পানি এসে যায়!!!
মাঝে মাঝে ভাবি ফান করে বলছো নাকি!
১০৮|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে ভাবি ফান করে বলছো নাকি! আমার উপর বিশ্বাস রাখেন, নিজের উপরও। শুভ কামনা।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া তোমার উপর বিশ্বাস আছে!![]()
১০৯|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৪
সমানুপাতিক বলেছেন: অনেক ভাল লাগলো আপু । শুভকামনা তোমার জন্য।
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১০
শায়মা বলেছেন: অনেক থ্যাংকস ভাইয়া
আমার লেখাটা পড়ার জন্য!![]()
১১০|
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪০
একজন আরমান বলেছেন: সতর্ক করার জন্য আবারও ধন্যবাদ আপু। ও আমি বলি আমার একটা পোস্ট বাজে কমেন্টের জন্য আমাকে বাধ্য হয়ে ড্রাফ্ট করতে হয়েছে। ![]()
অথচ অনেকের বাজে বাজে পোষ্টেও সুন্দর কমেন্ট পড়ে। ![]()
০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: হা হা হা ![]()
১১১|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৩৬
একজন আরমান বলেছেন: হাসছেন কেন আপু? ![]()
আমি নতুন বলে কেউ suggestion দিবে তা না দিয়ে গালি দিয়েছিল। ভাবলাম আমিও সেই রকম উত্তর দেই।
কিন্তু বাবা'র বলা পুরনো প্রবাদটা মনে পড়ে গেল- "কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়?"
তাই না দিয়ে ভাল ভাবেই জবাব দিচ্ছিলাম। তাও দেখি গালি দিয়ে যাচ্ছে। শেষে ড্রাফ্ট করে ফেললাম।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: জানিনা কি ছিলো সে পোস্টে!
তবে পোস্ট নির্দোষ হলে পাগলা জন্তুরুপী মানুষের জন্য পোস্ট ড্রাফট করবা কেনো?
তাকেই ব্লক করে দেবে! সে অপশন তো আছেই!
১১২|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:৩০
হামিম কামাল বলেছেন: স্বরবৃত্তের ওপর দারুণ একটা নিরীক্ষা এটা। ভুল বললাম আপু? দারুণ লাগলো। প্রিয়তে নিলাম।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১১৩|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ৭:৩৩
আরজু পনি বলেছেন:
কবিতাটা দারুণ মিষ্টি লাগলো।
এক মন্তব্যের জবাবে দেখলাম মোবাইল দিয়ে জবাব দিয়েছেন!!! এতো বড় জবাব কেমন করে দিন মোবাইল দিয়ে?! আমার তো ইদানিং মোবাইলে ব্লগ দেখলে চোখ ব্যাথা করে
ঞ্চ= ঞ + চ !
৩৩ +
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:০৬
শায়মা বলেছেন: আপু আসলে মোবাইল না আইপ্যাডে দিয়েছিলাম! মোবাইলের মত আইপ্যাড ফোনেটিকে বানান বানাতে আমার ঝামেলা করে!
কিন্তু আইপ্যাড লিখেও আবার কার কোথায় ব্যাক্তি আক্রোশের শিকার হই সেকথা ভেবেই মোবাইল লিখেছিলাম!
সাধারণত খুব বড় উত্তর আমি তখনই দেই যখন কোনো কিছু এক্সপ্লেনেশনে আমি হিমসিম খাই!ঁ
নতুবা আমার গৎ বাঁধা উত্তর তো আছেই!
আই লাভ ইউ আপুনিমনি/ভাইয়ামনি!
আপুনি অনেকগুলো দিন একইভাবে কাটিয়ে আসছি হঠাৎ এক অসভ্য ক্ষুদ্র দলগোষ্ঠির রোষানলে পড়েছি!সকলের সাথে সদ্ভাব বজিয়ে রাখার আমার আচরণকে তারা বিশেষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ভিন পথে চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বেক্কলের মত!
আপু হঠাৎ গজিয়ে ওঠা ব্যং এর ছাতা যদি হঠাৎ নিজেকে মহীরুহ ভাবে আর সকলকে আমি ছায়া দেবো ভেবে মোড়লী করতে যায় তবে সে কি পরিমান হাস্যোস্পদ হবে সেকথা তাকে কে বুঝাতে যাবে!
বুঝলে তো সে মহীরুহই হত ব্যাং এর ছাতা না!![]()
অনেক কথা আজও লিখে ফেললাম,আমার কবিতার সাথে সাথে মন্তব্যগুলোও পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপুনি!
এই বানানটা দেখিয়ে দেবার জন্যও অনেক অনেক ধন্যবাদ!
যাইহোক অনেক কথা লিখে ফেললাম! সত্যি একদিন এই ব্লগে এসে আমি অনেক অনেকগুলো মানুষের মাঝে যে ভালোবাসার বন্ধন খুঁজে পেয়েছিলাম তা এতগুলো দিন পরে এসে কিছু স্বার্থপর মানুষের কারণে নষ্ট হয়ে যাবে ভাবতেই খারাপ লাগে!
বিশেষ করে যখন দেখি একদিন চুপি চুপি এই ব্লগ থেকেই পরিচিত কেউ কেউ
হিংসা মনোভাবপন্নতায় ফেসবুকে ঘন্টার পর ঘন্টা ভালোমানুষি দেখিয়ে এখন ফেসবুকেই আবার হিংস্বাত্মক কথা চালাচালি করে!
অবাক হই মানুষ কেমনে এত নির্লজ্জ অসভ্য বেহায়া হয়! চক্ষুলজ্জাহীন স্বার্থপর এই মানুষগুলোর জন্য পরম করুণাময়ের করুণা বর্ষিত হোক!ঁ
নইলএ এ স্বভাব তার পার্র্থীব জগতে বজায় থাকলে তার ধ্বংশ অনিবার্য্য!
আল্লাহ তার মংগল করুন!![]()
ভালো থেকো আপুনি অনেক অনেক!
১১৪|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ৯:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: তাই কি হয় কখনো ?
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: কে বলেছে হয়না!
হয় হয় হয়তো অন্তমনি!![]()
১১৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১০:২০
খন্ডকাব্য বলেছেন: আমি ভাষাহীন.....তাই শুধু ভাল লাগা জানিয়ে গেলাম
আর তোমার ব্লগে এত ক্যাচাল কেন !!!
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ কাব্যবাবু!![]()
সে এক ছোট্ট ইতিহাস!
পরে বলবো!
এখন ভালো লাগছেনা!![]()
১১৬|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:০৬
যাযাব৮৪ বলেছেন: ভাল লাগলো তোমার লেখা .........
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ যাযুভাইয়া!![]()
১১৭|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:২৪
আমিই ঈশ্বর বলেছেন:
হুমম , ভাল হয়েছে ।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ অনেক অনেক!
১১৮|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগায় ভরিয়ে দিলে
কেমন এক মায়ার ছলে
কেমন করে লিখতে পারো
মনের কথা অমন তরো
সহজ ভাষায় সহজ সুরে
আমরা যারা কাছে-দূরে
হৃদয় দিয়ে ভালোবাসি
দেখতে চাই মুখের হাসি
দুষ্টু লোকের তিক্ত কথায়
অল্পতেই তার ছিড়ে যায়
সুর ছেড়ে যায়, এই যে দেখো
তোমার পাশে আমরা আছি
ভয়কি তোমার, সবাই মিলে
এগিয়া যাওয়ার পণ করেছি।
Let the barking dog barking.
kick them after marking.
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: সজীবভাইয়া
মুখে না বললেও জানি, স্বার্থান্বেষী হিংসুটে অসুস্থ মানষিকতার মানুষগুলো সংখ্যায় খুব কম!
আই লাভ ইউ অল ভাইয়া আর যাদের কথা উপরে বললাম তাদের জন্য প্রার্থনা পশুত্ব মনোভাব কাটিয়ে যেন তারা মানুষ হতে পারে একদিন!
১১৯|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:২০
মাহবু১৫৪ বলেছেন: আপনার প্রতিটা লেখা আমার ইচ্ছে হয় সাজিয়ে রাখি আমার শোকেশে। কিন্তু এত এত চরম সব লেখা আপনি উপহার দেন যে যদি রাখতে যাই তাহলে শোকেশে ধরবে না।
সামুতে এই অবধি যতগুলো সংকলন পোস্ট হয়েছে প্রায় সবগুলোতেই দেখেছি আপনার পোস্ট আছে। আমি আসলে কি বলবো ভাষা পাচ্ছি না।
যাই হোক, বেশি কথা বললে অনেকে হয়তো ভাবতে পারে আমি তেল মারছি। অথচ বিশ্বাস করেন এই কথাগুলো আমি মন থেকেই বলেছি।
আমার এই প্রায় ৩ বছরের ব্লগীয় জীবনে আমার একটা ইচ্ছে মনে ভিতরে পুষে রেখেছি। আজ বলি আপনাকে। আর সেটা হল আপনার সাথে আমি একবারের জন্য হলেও দেখা করবো।
আমার আশা কি পুরন হবে?
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: ভাইয়া তোমার আর সজীবভাইয়ার করা শেষের এই দুটো কমেন্ট হঠাৎ চোখে পানি এনে দিলো! মাঝে মাঝে অবাক হই নিস্বার্থ কিছু ভালোবাসা দেখে!কোনটা তেল আর কোনটা মন থেকে বলা সে নিন্দুকেরা যাই বুঝুক আমি ঠিকই বুঝি আর তাই হঠাৎ চোখে পানি চলে আসে! আমি একটু অতি আবেগী ভাইয়া! এটাও আমার দোষ!
ভাইয়া তোমার ইচ্ছের মূল্যটা আসলেই অমূল্যনীয় !সেটার মূল্য আমি এ জীবনের পর পরজীবনেও শোধ করতে পারবোনা!
ভাইয়া তোমার মন্তব্যের জবাব খুব কঠিন আমার কাছে!
আমি এ নিষ্ঠুর পৃথিবীটাকে নির্বাসনে রেখে এ অপার্থীব জগতকে সকলকিছুর উর্ধে রাখতে চেয়েছি! এভাবেই থাকতে চাই ভাইয়ামনি!
প্বথিবীতে অপূরণীয় ইচ্ছেগুলোই সর্বদা স্বরণীয়! আমি সারাজীবন তোমার মনেই থাকতে চাই! ভুলবোনা মাহবু নামে একটা লক্ষী নিস্বার্থ ভাইয়া ছিলো আমার এ অপার্থীব জগতে যার ইচ্ছের মূল্য দিতে আমি অপারগ ছিলাম!
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!
অনেক ভালো থেকো!
১২০|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৪৮
শ্রাবণ জল বলেছেন: চন্চুতে তার বন-গোলাপের পালক ছিলো
দিঠির মাঝে একটু মিঠেল আলোক ছিলো
বেশ সুন্দর।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৫৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপু!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!
১২১|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:০৭
মাহবু১৫৪ বলেছেন: আমি জীবনেও কারো সাথে জেদ করি নি। তবে জেদ না করলেও আমার মন থেকে চাওয়া ইচ্ছে গুলো আল্লাহ পূরণ করে দেন। শুরুর দিকে যদিও মনে হয় যা চাচ্ছি তা হবে না। কিন্তু পরে ঠিকই হয়। আমি বিশ্বাস করি মনের সৎ ইচ্ছে গুলো উনি ঠিকই বুঝতে পারেন। যাই হোক আপু, আমার এই ইচ্ছে পূরণ হবেই এটা আমার দৃঢ় বিশ্বাস।
সামু ব্লগে আপনি সহ আরো কয়েকজন আপু আছেন যাদেরকে আপনি গত পোস্টে পঞ্চ কণ্যা বলেছিলেন। উনাদের সাথেও আমার দেখা করার অসম্ভব ইচ্ছে।
ভাল থাকবেন সবসময়
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:১৫
শায়মা বলেছেন: হুম তোমাকে পরীর দেশে একদিন দাওয়াৎ দিতেই হবে দেখছি ভাইয়া!
সাথে ঐ পাঁচ রত্না আপুকেও ডাকবো!![]()
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!
অনেক ভালো থেকো তুমিও সবসময়!
১২২|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:০৯
একজন আরমান বলেছেন: পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর থেকে তাই করবো। ![]()
আসলে নতুন তো তাই ঘাবড়ে গিয়েছিলাম শিক্ষিত সমাজের কুৎসিত অবয়ব দেখে।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: ঘাবড়িও না ভাইয়া!
অপরাধীরা সবসময় দূর্বল আর ভীতু হয়!![]()
১২৩|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:১৯
রডোডেনড্রোন বলেছেন:
আপি , তোমার কবিতাটা না অনেক ভাল লেগেছে আমার ।
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১২৪|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:৪২
বিহাইন্ড দা এনিমি লাইন বলেছেন:
আপুমনি, আমি মুগ্ধ ।
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১২৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:৫১
েরজা , বলেছেন:
কি যে সব ছাইপাশ লেখ না ।
এসব না লিখলে হয় না ![]()
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: না চলেনা!
হরলিক্স ছাড়া আমার চলেই না!![]()
১২৬|
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:২২
ফয়সাল হুদা বলেছেন:
আমি কিন্ত ছাইপাশ উড়িয়ে
সোনার ছোট্ট ছড়া পেলাম ।
৪০ নম্বর প্লাস দিলাম
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া রেজাভাইয়া আমার পিছে লেগেই থাকে দুষ্টামি করে!
পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি!![]()
১২৭|
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৪:২১
একজন আরমান বলেছেন: "অপরাধীরা সবসময় দূর্বল আর ভীতু হয়!" -
মনে থাকবে।
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:২৮
শায়মা বলেছেন: হুম সবসময় এটা মনে রাখবে ভাইয়া!![]()
১২৮|
০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০
মাস্টার বলেছেন: আহা! প্রিয়জন কে কাছে পাবার ইচ্ছেখানি কতোই না প্রবল!!
কবিতা ভালো লাগলো অনেক। প্লাসের ফুলঝুড়ি ছুটিয়ে একটা কথা কই...
এইসব বাদাইম্মাদের ব্লক করে রাখতে পারেন না!! নিজের খোজ নাই, পাড়াপ্রতিবেশীরে সমানে খোচাইয়া যাবে... আপনাকে, আরজুপনি কে, চেয়ারম্যান কে খুচাইয়া গেলো... মনে করেন ব্লগের অনেকেই এখন তার নাম জানে...এইটাই সে চায়... তার মামলা এই যায়গায় ডিস্মিস... এইসব বেয়াদপের মাঝে পুরান অনেকের ছায়া দেখা যায়... কিন্তু ধরা না পড়া পর্যন্ত এইরকম উলটাপালটা করেই যাবে...
যাইহক, অনেক দিন পর আপনার ব্লগে আসলাম।। হবে নাকী কবিতা চালাচালি!!
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: মাস্টারজী কেমন আছো???
তোমার কমেন্ট দেখে সত্যিই খুব অবাক হলাম!!! কখনও আবারও আমার ব্লগে তোমার দেখা পাবো স্বপ্নেও ভাবিনি।
যেদিন ফেসবুকে দেখলাম তোমার নাম মাহদি নাকি মেহদী জেনে সেদিন খুব অবাক হলাম কিন্তু!! কারণ তুমিও বেশ বন্ধুত্বসুলভ আচরণই দেখিয়েছিলে এক সময়!!!
যাইহোক
বাদাইম্মাদের ব্লক করে দেবো!! তাহলে কমেন্ট আসবে কোথা থেকে!!!![]()
আমি তো কমেন্টের জন্য যাহা নয় তাহাই করি এ খবরটা পাওনি এখনও!!!!!
ওর নাম যে জানে সে জানুক আমার কি তাতে আমার কমেন্ট বেড়েছে তাতেই আমি খুশী!! ভীষন খুশী!![]()
এইসব বেয়াদপের মাঝে পুরান যাদের ছায়া দেখি তারাই তো এই সব বেয়াদপের মালটি সে কি আর এই বুড়ি ব্লগারকে বুঝিয়ে দিতে হয় বলো!! কম তো দেখলাম না আর!!!
ধরা পড়লেও কি উলটা পালটা আর থামে বলো???
বোকারা বুঝতেই পারেনা কোথায় সে পড়িয়াছে ধরা। তাই আবার বোকার মতই ফেসবুকে আজে বাজে স্টাটাসে লাইক দিয়ে এসে এখানে আবার ভালোবাসাবাসি কমেন্ট করে। আমি তাদের ছলনায় ভুলবোনা ভুলিনা!!
কাজ নেই আমাকে তাদের আর ভালোবেসে!!! এটা কিন্তু গান। জীবনের চরম শিক্ষনীয় গান!![]()
কবিতার নিউ পার্টনার পেয়েছি !!
আপাতত আমার সকল কবিতা তাহারই তরে....![]()
১২৯|
০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১১
আফিফা মারজানা বলেছেন: দীপ ছিলো
শিখা ছিলো
তুমি এলে না বলে. . .
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৫৯
শায়মা বলেছেন:
![]()
১৩০|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:৫৪
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১১:১৬
শায়মা বলেছেন: ওকে।
১৩১|
০৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪১
বেঈমান আমি বলেছেন: কবিতার নিউ পার্টনার পেয়েছি !!
আপাতত আমার সকল কবিতা তাহারই তরে.
তাই নাকি?
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: বেঈমানজী তোমাকে অনেক খুশী খুশী লাগছে!![]()
১৩২|
০৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৩
মাহবু১৫৪ বলেছেন: অনেক বড় একটা আশা কিংবা ইচ্ছের কথা শোনালেন। দেশে আসার পর অবশ্যই এই আশা পূরণ করবো। অপেক্ষায় রইলাম।
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৯
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা মাহবুভাইয়া!
১৩৩|
০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৭
দা লর্ড বলেছেন: বেশ কয়েকবার পড়লাম আপনার কবিতা। অনেক সুন্দর লিখেছেন। কবিতা আর আপনি; দুটোর জন্যই শুভকামনা রইলো। ভালো থাকবেন। পোষ্টে ৪৬তম ভালোলাগাটা আমার।
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২০
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়ামনি!
১৩৪|
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৩
জামিনদার বলেছেন: দিলামতো
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: ![]()
কি দিয়েছো ভাইয়ামনি???
১৩৫|
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৩
জামিল আহমেদ জামি বলেছেন: WOW!!! ...
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!![]()
১৩৬|
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৬
সান্তনু অাহেমদ বলেছেন: বন্ধু দিবস শুভ হোক।
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
১৩৭|
০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭
ভিয়েনাস বলেছেন: তখন আমি অহন মনের গহন বনে মহন ছিলাম বিষন্নতায় লাইনটা খুবি মজার লাগলো
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: শহিদুল ভাইয়ার কবিতা থেকে নেওয়া লাইন!![]()
অনেক অনেক থ্যাংকস আমার লেখাটা পড়ার জন্য ভাইয়া!![]()
১৩৮|
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৮
পেংগুইন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। আপনি দারুণ লেখতে পারেন।
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস পেংগুইনভাইয়া!
১৩৯|
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আজকাল তোমার পোস্টে বাকবিতন্ডা বেশি হচ্ছে,এগুলোকে এড়িয়ে চলায় পটু শায়মা হুট করে এইভাবে জড়িয়ে যাওয়ার রহস্য কি?
এই জন্য উচিৎ ব্লগীয় সম্পর্কের বাইরে কোন রকম যোগাযোগ না করা,আমিও এক সময় এফবি দিয়ে একটা যোগাযোগ মেইন্টেইন করতাম যা আমার ভুল ছিলো,এই মুহুর্তে যা একদমি করিনা কারো সাথে।
পুরো ব্লগ জুড়েই এইসব হচ্ছে,এমন মানুষদের দুভাবে সামলানো যায়,হয়তো ইগনোর নয়তো তার ভিতর থেকে ভালো মানুষটা বের করে আনা।দ্বিতীয়টাই উত্তম যা তোমার ভালো জানার কথা।
এ্যনিওয়ে প্রিয় বন্ধু ভাবায় একটু অনাধীকার চর্চা করলাম।![]()
ভালো থাকা হোক
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৯
শায়মা বলেছেন: ![]()
তোমার এই কমেন্টের জবাব তো এইখানে দিলে আবার মহাযুদ্ধ লেগে যাবে সম্রাটজী!
তার থেকে পরে ভেবে দেখবো কিভাবে উত্তর দেওয়া যায়।
আর ভেতরের ভালো মানুষকে বের করে আনতে বলছো???
মানুষ আজকাল মানুষ থেকে পশুর মধ্যে উলটা ঢুকে যাচ্ছে!!![]()
এত কষ্ট আমি কি পারবো???
১৪০|
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৫
মাস্টার বলেছেন: গতকাল পরের কমেন্টের উত্তর আগে দিয়েছিলেন দেখে ভেবেছিলাম আমার কমেন্টের উত্তর আর দিবেন না
তোমার কমেন্ট দেখে সত্যিই খুব অবাক হলাম!!! কখনও আবারও আমার ব্লগে তোমার দেখা পাবো স্বপ্নেও ভাবিনি।
আমাকে আপনার মনে আছে যে সেটাই তো জানতাম না। আমার মতো কত ভাইয়া আপনার ব্লগে ঘুরে!! দু একটা মাস্টার কে কে মনে রাখে বলুন!!
যেদিন ফেসবুকে দেখলাম তোমার নাম মাহদি নাকি মেহদী জেনে সেদিন খুব অবাক হলাম কিন্তু!! কারণ তুমিও বেশ বন্ধুত্বসুলভ আচরণই দেখিয়েছিলে এক সময়!!!
এই কথাটার মানে কি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলবেন? ফেসবুকে আমার নাম মাহদী। মাহদী হাসান। আপনার সাথে ফেসবুকে কি আমি অবন্ধুত্বসুলভ আচরন করেছি? ইন ফ্যাক্ট, আপনার সাথে আমার ফেসবুকে বন্ধুত্বই তো নাই যতদুর জানি। আর ব্লগেও আপনার সাথে একসময় বন্ধুত্বসুলভ আচরন করে পরে অবন্ধুত্বসুলভ আচরন কি করেছি?
ফেসবুকে আমার নাম মাহদী জেনে অবাক হওয়ার কি আছে?
বাদাইম্মাদের ব্লক করে দেবো!! তাহলে কমেন্ট আসবে কোথা থেকে!!!
আমি তো কমেন্টের জন্য যাহা নয় তাহাই করি এ খবরটা পাওনি এখনও!!!!!
খবর সব ই পাই। খবর চালাচালি করার লোকের অভাব নেই অনলাইন দুনিয়ায়। কিন্তু সেসব খবরে মাস্টার গা করেনা। কে কি বলেছে তার থেকে মাস্টারের চোখ-ব্রেইন কি দেখছে আর কি বুঝছে সেটার উপর নজর দেই বেশী। অপরের কথায় আর দশটা অনলাইন অ্যাক্টিভিস্ট এর মতো মাস্টার লাফায় না।
বোকারা বুঝতেই পারেনা কোথায় সে পড়িয়াছে ধরা। তাই আবার বোকার মতই ফেসবুকে আজে বাজে স্টাটাসে লাইক দিয়ে এসে এখানে আবার ভালোবাসাবাসি কমেন্ট করে। আমি তাদের ছলনায় ভুলবোনা ভুলিনা!! কাজ নেই আমাকে তাদের আর ভালোবেসে!!! এটা কিন্তু গান। জীবনের চরম শিক্ষনীয় গান!
কিছু বোকা আছে তারা জানেই না তারা বোকা... কিছু বোকা আছে তারা অন্যের কথায় নির্ভর করে... কিছু বোকা আছে তারা নিজেদের অতি চালাক ভাবে... কিছু বোকা সবসময় কিছু না কিছু এক্সপেক্ট করে...
বোকার কত রকম বাহার!!
ও হ্যাঁ, ভালো আছি। জব আর সিনেমা পিপলস নিয়ে দূর্দান্ত ব্যাস্ত...
ভালো থাকবেন। শুভ কামনা।
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯
শায়মা বলেছেন:
হুম তুমি ঠিকই ভেবেছিলে মাস্টারজী তোমার কমেন্টের উত্তর আমি দিতে চেয়েছিলাম না।
পরে আবার কিছু কথা ভেবে উত্তর দিলাম।
তোমাকে আমার হয়তো সত্যিই মনে থাকতোনা কারণ কিছু তোমার মত ও হাজার হাজার তোমার মত না এমন ভাইয়ারা আমার আছে। তবুও তোমাকে মনে রাখতেই হলো সেটারও কারণ তো অবশ্যই কিছু আছে তাইনা??
এই কথাটার মানে কি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলবেন? ফেসবুকে আমার নাম মাহদী। মাহদী হাসান। আপনার সাথে ফেসবুকে কি আমি অবন্ধুত্বসুলভ আচরন করেছি? ইন ফ্যাক্ট, আপনার সাথে আমার ফেসবুকে বন্ধুত্বই তো নাই যতদুর জানি। আর ব্লগেও আপনার সাথে একসময় বন্ধুত্বসুলভ আচরন করে পরে অবন্ধুত্বসুলভ আচরন কি করেছি? ফেসবুকে আমার নাম মাহদী জেনে অবাক হওয়ার কি আছে?
হ্যাঁ করেছো!
আর তাই তোমাকে ঐ কথাটা বলেছিলাম। হুম তোমার সাথে ফেসবুকে কোনো রকম কন্ট্যাক্ট আমার নাই কিন্তু তোমার সাথে যাদের আছে তাদের কিছু শিশুসুলভ পাগলামীতে চোখ বুজে সায় দেয়া মাহদী হাসান নাম দেখেই জানতে পেরেছিলাম ব্লগের মাস্টার নাকি সেই মাহদী! তাই একটু অবাক হয়েছিলাম। যদিও অবাক হওয়াটা ভীষন বোকামী তারপরও তোমার আমার ব্লগে এসে কিছুদিন আগে অবিরল কাব্যচর্চার কথা মনে পড়ায় সেই অবাক হওয়া। ভাবলাম বাপরে !! এমন দুমুখো সাপ একটা দুইটা না আরও অনেকেই তো আছে দেখছি!!
খবর সব ই পাই। খবর চালাচালি করার লোকের অভাব নেই অনলাইন দুনিয়ায়। কিন্তু সেসব খবরে মাস্টার গা করেনা। কে কি বলেছে তার থেকে মাস্টারের চোখ-ব্রেইন কি দেখছে আর কি বুঝছে সেটার উপর নজর দেই বেশী। অপরের কথায় আর দশটা অনলাইন অ্যাক্টিভিস্ট এর মতো মাস্টার লাফায় না।
আমি অপরের কথায় লাফাইনি মাস্টারজী!! আমি নিজের মস্তিষ্ক চক্ষু ও কর্ণের বিবাদ ভঞ্জন করিয়াই যা বলিবার বলিয়াছি।
কিছু বোকা আছে তারা জানেই না তারা বোকা... কিছু বোকা আছে তারা অন্যের কথায় নির্ভর করে... কিছু বোকা আছে তারা নিজেদের অতি চালাক ভাবে... কিছু বোকা সবসময় কিছু না কিছু এক্সপেক্ট করে...
বোকার কত রকম বাহার!!
তোমার কথাবার্তায় মনে হচ্ছে তুমি বোকাদের নিয়ে বিশেষ পি এইচ ডি করেছো আর তারপর বোকার সংজ্ঞা উদ্ভাবন করেছো। একটা কথা মনে আছে তো নিজেকে যে চালাক ভাবে সেই সবচাইতে বড় বোকা!
তোমাকে আমার এখন তেমনি একজন মনে হচ্ছে!!![]()
তুমি গায়ের জোরে অন্যের চোখে আমাকে দেখাতে চাইলেই কি আর আমি দেখবো বলো?? নিজের বুদ্ধি বিচার চক্ষু কর্নের উপর এখনও আমার অনেক বেশী আস্থা রয়েছে মাস্টারজী!!
আমার মনে হয় তুমি খুব বন্ধুবৎসল একটা মানুষ আর তাই বন্ধুরা যা বলে আর যাই করে তাতে চোখ মুখ বন্ধ করে সায় দিয়ে ফেলো ।এতে অন্য কারো অনুভুতির কি পরিণাম হয় তার মূল্য দেবার সময় তোমার নেই।
যাই হোক তুমি যা তাই থাকো, আমিও চাইনা গায়ের জোরে আমার নিজের ভাবনাটা তোমার উপর চাপিয়ে দিতে। আমার ভাবনা নিয়ে আমিই থাকি তুমি তোমার মত থাকো। অনেক অনেক ভালো !![]()
১৪১|
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৫
উজবুক ইশতি বলেছেন: একটুখানি জায়গা রেখো মনের কোনে জন্যে আমার-
ভালোবাসার বাঁধন জালে আটকে রেখো
গান শোনাবো ভোরের বেলা, ঘুম ভাঙাবো
ভালোবাসার ডাকে রোজ সকালে, ঘুম পাড়াবো রাত্রীবেলায়...
হৃদয় ছুয়ে গেল আপু.................. ধন্যবাদ
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৪২|
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬
মুকুট বিহীন সম্রাট বলেছেন: অবশ্যই পারবে,যুদ্ধের চেয়ে এটা অনেক সহজ,ভালোর বিকল্প নেই।
যারা নেট ইউজ করে তারা কোননা কোন ভাবে কিছু মন্দে জড়িয়ে যেতেই পারে,একান্তই যারা নৈতিক চরিত্র হারা তাদের কথা আলাদা।এখানে যারা আসে তাদের মন্দের চেয়ে ভালোর ভাগটাই বেশি।এখানের প্রতিটা মানুষ ১০টা কথা বল্লে আমি দেখছি তাদের ৭ টাই ভালো কথা,মাঝে মধ্যে রাগের বশত কিছু ভুল করে বসলেই সে মন্দ তা এক কথায় বলা যায়না শায়মা।
কয়দিন আগে আমি দর্পন নামের এক ব্লগারের হাড়ের খবর এই ব্লগে উঠে এসেছে,তার মন্দকে একদম খোলা বাজারে ছেড়ে দেয়া হয়েছে,সে যখন বুঝলো তার আর বিন্দু মাত্র সন্মান নেই এই ব্লগে তখন তার আচরণ আগের চেয়ে আরো বেশি খারাপ হতে লাগলো। সবাই এক বাক্যে তাকে ইগনোর শুরু করলো।সেও সেটার জবাব খুব নোংরা ভাবে দিতে শুরু করলো,ক্ষতিটা তার যত হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই ব্লগের।এটার উপর সবার একটা খারাপ ধারণা সৃষ্টি হতে এমনিতে শুরু হয়েছে।
মানুষের মধ্যকার মন্দ গুলোকে তুলে ধরা বা বাজারে প্রকাশ করার মানসিকতাও কিন্তু খুব বেশি উন্নত বলে আমার মনে হয়না।
হাদিসেও আছে তোমরা যদি অন্যের গোপন দোষ প্রকাশ করে দাও তাহলে আমি আল্লাহও তোমাদের কোন দোষ গোপন করবোনা,
শেষে দেখলাম ঐ আমি দর্পনের ব্লগে বাঘ মামা নামের এক ব্লগার তাকে অন্তর থেকে কিছু অনুরোধ করলো যেন সে নিজেকে বদলায় ,অন্তত যেন ব্লগের পরিবেশ নষ্ট না করে, দর্পন তার কথা রাখলো এবং সে তার আচরণে এখনো পর্যন্ত সংযত করেই চলছে।বিষয়টা আমার খুব ভালো লেগেছে।
সেই জন্যই বলছি কেউ যদি দোষ করে তার সাথে আরেকটা দোষ বা কট্টর মনোভাবে তাকে পরিবর্তনে সহযোগীতা হবেনা বরং সে জেদি হয়ে আরও বেশি ভুল করে বসবে।আর মাথায় রাখতে হবে যে অন্যায় করে সে দিনের কোন এক সময় তা নিজেও টের পায়,সে নিজেই নিজের কাছে ছোট হয়ে থাকে মুখে যতই প্রতিবাদ করুকনা কেন,আমাদের উচিৎ তাকে সংযত আচরণে তার মধ্যকার খারাপটাকে সরিয়ে ভালোটা চোখের সামনে এনে দেয়া যেন সে মায়ায় ভালোবাসায় পড়ে নিজেকে বদলাতে সাহস পায়।
তুমি আমার চেয়ে এইসব ভালো বুঝো,তাই বলবো সব কথার উত্তর প্রতিবাদ বা যুক্তি তুলে ধরতে নেই।সব মন্দের প্রকাশ বা ব্যখ্যায় আসেনা।মন্দ লোকেরা নিজের কাছে সব সময় ছোট আর অস্থিরতায় ভুগে এইটা নিশ্চিৎ এর চেয়ে বড় শাস্তি ওদের জন্য আর কি হতে পারে বলো?
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: সম্রাটজী
অপরাধী আর মন্দ মানুষরা অনেক বেশী দূর্বল এ কথা সত্যি আর সবচেয়ে বড় সত্যি তারা সবচাইতে বোকা!!
আর আমি সব সময় সবকিছু ভালো বুঝিনা আমার মাথায় রাগের ভুত চাপলে মাঝে মাঝে আমি পরী থেকে শাকচুন্নী ডাইনী হয়ে যাই। কখনও কারও মনে এতটুকু দুঃখ দিতে চাইনা। এত টুকু খারাপ বিহেভও করিনা তারপরও বার বার বিরক্ত কতক্ষণ সহ্য হয় বলোতো??
আমি কি ধরণী সর্বংসহা???
সম্রাটজী ইফাতারের সময় হয়ে যাচ্ছে! ইফতার করতে যাও।![]()
০৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: সম্রাটজী আমার বন্ধুদিবসের গান শুনেছিলে কালকে বেতারে??? ![]()
১৪৩|
০৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৩
যাযাবর৮১ বলেছেন:
বন্ধু দিবসে আপনাকে শুভেচ্ছা....................
--------------------------------------------------------------
আবার বন্ধু দেখা হবে(গীতি কবিতা)
তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
প্রাণেতে কিছু কথা সুর আর গান
বেজে উঠে শুধু জেনো তা অফুরান
চায় পেতে আবার সেই হারানো সুখ
মনেতে বন্ধু শান্তি ফিরে আসুক।
তবে তাই হোক
--------------রবে না কোন কষ্ট শোক
তবে তাই হোক
--------------করো না কোন অনুযোগ
তবে তাই হোক
--------------রেখো না কোন অভিযোগ।
তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
স্বপ্ন ছুঁয়ে যাবে আজকে প্রাণ
জেনে রেখো বন্ধুত্ব অনির্বাণ
হৃদয়ে হৃদয় রেখে ভুলে যাও দুখ
জীবনে বন্ধু মুক্তি ফিরে আসুক।
---------------------------------------------------------------
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। ![]()
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!![]()
১৪৪|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার কবিতা।
সুন্দর ভাবনায় অসাধারণ শব্দ চয়ন।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৪৫|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:০৮
স্বদেশ হাসনাইন বলেছেন: সুইট পোয়েম!
-
বেঁচে থাকি
তোর জন্য
বন-গোলাপের পাখি
বিষাদ ছিল,
মন খারাপের
দিবস এবং রাতি
ডাকছে পাখি
হৃদয়-তারে
সূর জাগিয়ে প্রাণে
আর যাবোনা
কোথাও আমি!!
অন্য কোন খানে
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫১
শায়মা বলেছেন: ভাইয়া তোমারটা তো আরও আরও অনেক সুন্দর!!!!
১৪৬|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৯
তিথির অনুভূতি বলেছেন: আর যাবোনা কোথাও আমি!!
খোলা খাঁচায় আবাস নেবো.......চিরদিনের.....
++
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫২
শায়মা বলেছেন: ![]()
তিথিমনি!!
১৪৭|
০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৮
সারেমল বলেছেন: ভাল।
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!![]()
১৪৮|
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর ছন্দময়।
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
১৪৯|
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৫
বাজেকাম বলেছেন: বরাবরের মতই আমি লাস্ট।
০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন: ![]()
কিছু হবেনা ভাইয়া!
পড়া জন্য অনেক অনেক থ্যাংকস!![]()
১৫০|
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৯
মুর্তজা হাসান খালিদ বলেছেন: অহন, গহন, মহন, ইড়িক, চিড়িক = এই শব্দ গুলার অতি সহজিকরণ অর্থ জান্তে মুঞ্চায়
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: ইড়িক চিড়িক হলো চড়ুই এর ডাক আর অহন গহন মানে গভীর বন আর মহন মানে মগ্ন!! যদিও এটা শহিদুল ভাইয়ার লাইন তবুও আমি এইভাবেই মিনিং করেছি।![]()
১৫১|
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫১
*প্রাচী* বলেছেন: Kobita te plus apu
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ।![]()
১৫২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৬
সাইফ হাসনাত বলেছেন: আপনি কি আসলেই কারো প্রিয় বোনটি!?
বাহ, বেশ! সেই ছোটভাইকে অনেক অনেক ঈর্ষা। কাব্য ভালো....
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪০
শায়মা বলেছেন: সব্বাই তো আমার ভাইয়ামনি ভাইয়া শুধুই দুএকজনের অপ্রিয় বোন।![]()
আর এই ছোটভাইটাকে ঈর্ষা করোনা। সে একটা লক্ষীভাইয়া।![]()
১৫৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:০০
বড় বিলাই বলেছেন: আপনার কবিতাগুলো সব সময়ই এত মিষ্টি হয় কিভাবে।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৯
শায়মা বলেছেন: আপুনি তোমাকে আজকাল এত কম কম দেখি কেনো???
কেমন আছো???
অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য।![]()
১৫৪|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: শায়মাপু, আমার ২০০০ তম কমেন্ট। আপনাকে গিফট করলাম
ভালো থাকবেন
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ তামিমভাইয়া!!!!!!!!!
তোমার ২০০০ তম মন্তব্য আমাকে দেবার জন্য!![]()
১৫৫|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৫০
হিবিজিবি বলেছেন: এত চমৎকার সব শব্দ কোথায় খুঁজে পেলেন!!
অনেক অনেক সুন্দর আর গোছানো একটা কাব্য। বেশ ভালো লেগেছে।
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২১
শায়মা বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
১৫৬|
০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৫
মোঃমোজাম হক বলেছেন: ভীষন ভাল হয়েছে , কবি সায়মা
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!
অনেক অনেক থ্যাংকস!!!!!![]()
১৫৭|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫২
সাইফুলহাসানসিপাত বলেছেন: বাহ ! মিষ্টি আপুনির মিষ্টি কবিতা । সুন্দর হয়েছে ।
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: সাইফুলভাইয়া কত্তদিন পর দেখলাম তোমাকে!![]()
লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!![]()
১৫৮|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮
বড় বিলাই বলেছেন: ইদানীং ব্যস্ততা আর ঝামেলা খুব বেড়ে গিয়েছে। ল্যাপটপ নিয়ে বসাই হয় খুব কম। দোয়া করবেন আপু যেন ঝামেলা কেটে যায়।
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৭
শায়মা বলেছেন: তোমার সকল ঝামেলা কেটে যাক আপুনি!
তাড়াতাড়ি ফ্রি হয়ে যাও!![]()
১৫৯|
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১১
আশিকুর রহমান টিংকু বলেছেন:
বাবারে বাবা !!!
কুয়াশা কবিতা ভালো পাইনা, গপ্প পাই
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: কেনো!![]()
![]()
১৬০|
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৮
যাযাবর৮১ বলেছেন:
নতুন পোস্টু পড়ে টেস্টু পাবেন
সাল্লু ভাইয়ের দাওয়াত নিবেন![]()
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: সাল্লুভায়া কেমন আছো
নতুন নতুন পোস্টু দেছো।
বেশ বেশ বেশ তোমার বাড়ি
যাচ্ছি এখন ডাকছি গাড়ি।![]()
১৬১|
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯
রিমন রনবীর বলেছেন: কবিতা ভালা পাইনা।বড়ই বেরসিক মানুষ
০৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন: কেমন আছো রিমন ভাইয়ামনি???
১৬২|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১২
রিমন রনবীর বলেছেন: আমি মাশাল্লাহ ভালই নাই,থাকিওনা
তুমি ভালা থাকলেই আমি ভালা।বুঝলা আপুনি?
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: আহালে!!!!!!!!
কি হয়েছে ভাইয়াটা???![]()
আমি ভালো থাকলেই তুমি ভালো!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ .......
তাহলে আমি সব সময় ভালো থাকবো ওকে???![]()
১৬৩|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৮
নক্ষত্রচারী বলেছেন: সুন্দর, সুশীল এবং সুরচিত ......,
শহিদুল ভাইকেও অভিনন্দন
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৬৪|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:০০
সোহরাব সুমন বলেছেন: অনেক ভালোলাগলো !!!!!
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!![]()
১৬৫|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪
সিরাজ সাঁই বলেছেন: ++++
ভাষার স্বল্পতার কারনে এখানেই থেমে গেলাম।
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬
শায়মা বলেছেন: হা হা
আমার লেখা পড়ার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!![]()
১৬৬|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
সিরাজ সাঁই বলেছেন: ভালো কথা, জিজ্ঞাসা করতে যেয়ে আবার ভুলে গেছি। পোস্টের ইমেজটি কি কাগায়া'র ডিজিটাল আর্ট ?
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: মনে হয় তাই হবে ভাইয়া।
আমি নেট থেকে নিয়েছি।![]()
১৬৭|
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২১
স্বর্ণমৃগ বলেছেন: ভাললাগা!
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!
থ্যাংক ইউ!!!!!!![]()
১৬৮|
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৪
জাতির নানি বলেছেন: সুন্দর লিখছো নাতনী
তা নাতী কি ভালা?
১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৯
শায়মা বলেছেন: নানিভাইয়া
থ্যাংক ইউ!!!!!!!
কেমন আছো???
আমরা সবাই ভালো আছি।![]()
১৬৯|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৬
কান্টি টুটুল বলেছেন:
পাখির সাথে বাক্যালাপ সুন্দর হৈছে
শহিদুল ভাই কি এই ব্লগে লিখেন? যদি লিখেন তবে সৌভাগ্যবান ঐ ভাইয়ের লিংক পোস্টে দিলে ভাল হয়।
১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩২
শায়মা বলেছেন: হাহাহা ভাইয়া
Click This Link
এই নাও শহিদুলভাইয়ার লিন্ক......![]()
১৭০|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:১১
মনজুরুল হক বলেছেন: স্ক্রল করতে করতে হাঁপিয়ে উঠলাম!
আছ কেমন শায়মা গুল্লু?
১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!
সেই প্রিয় প্রোপিক ভাইয়ামনির!!!!!!!!!!
অনেক ভালো আছি ভাইয়া!!!![]()
১৭১|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৩
ShusthoChinta বলেছেন: কেমন আছো আপুনি?
তোমার কমেন্টগুলোর ভাষা এত হালকা,সাবলিল আর হাসিখুশি, অথচ তোমার কবিতাগুলোর ভাষা কেমন বিষন্ন! সব হাসিখুশি মানুষের মধ্যেই বোধহয় একজন বিষন্ন একাকি মানুষ বাস করে তাই না? অনেকের ক্ষেত্রে তো এই হাসি হাসি মুখোশের আড়ালে কান্নাও লুকিয়ে থাকে,তুমি আবার তেমন নও তো?
১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৭
শায়মা বলেছেন: আরে না ভাইয়া!!!!!!!!!!!!![]()
সবাইকে দুঃখ লাগাই দিতে চাই কবিতায়।![]()
আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!![]()
১৭২|
১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৫
শিপন মোল্লা বলেছেন: আগেই বলেছি আপানার লিখার তারিফ করার সামর্থ্য আমার নেই। আপনার লিখা ও আপনি এই ব্লগে সব চেয়ে জনপ্রিয় ব্লগার। আমি অবাক হয়ে যাই একটি মানুষ কতো খানি গুনি হলে যে এরকম হয়া যায় তা আপনি প্রমান।
১০ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩
শায়মা বলেছেন: আবুশিথিভাইয়া
থ্যাংকস অনেক অনেক এমন একটা মন্তব্যের জন্য।
১৭৩|
১০ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: অনেক বেশি সুন্দর! মায়াময়! মোহময়! মিষ্টি!
১০ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
১৭৪|
১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১২
ম্যানিলা নিশি বলেছেন: ছোট্টপাখি বাস কোথা তোর? কোথায় থাকিস-
কোন দেশে তোর আবাস নিবাস?
কোথা হতে শিখলি এ গান? ঘুম ভাঙালি বিষন্নতার!
অনেক সুন্দর,ভাল লাগার মতন
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!![]()
১৭৫|
১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৫
যাযাবর৮১ বলেছেন:
নতুন আর এক পোস্টু
পাবেন আপনি টেস্টু
না আসলে পাবো কষ্টু
যাযাবরের শ্রম নষ্টু।![]()
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:১১
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে ভাইয়ামনি।![]()
১৭৬|
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৮
নাট বল্টু... বলেছেন: আমাকে কেউ ভালবাসেনা শায়মা পরী...
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৪
শায়মা বলেছেন: আহালে ভাইয়াটা!!
তাই বুঝি তুমি ওমন করে কাঁদছো?
১৭৭|
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৭
জ্বীন কফিল বলেছেন: লাইকাতুন্নাহার ওয়ার হ্যামনি
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: এইটা কি জ্বীন দেশী ভাষা জ্বীনভাইয়া???![]()
১৭৮|
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৮
নাট বল্টু... বলেছেন: নাহ, আমি তুমার কুবিতা পড়ে কাঁদছি...
আর যাবোনা কোথাও আমি!!
খোলা খাঁচায় আবাস নেবো.......চিরদিনের.....
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: আহালে!! আহালে!!আহালে!!
থাক থাক আর কান্দেনা ভাইয়াটা।![]()
১৭৯|
১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৪
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: খুব বেশি সুন্দর!
অনেক অনেক ভাল লাগা।
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৮
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপু!![]()
১৮০|
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৮
আহমেদ চঞ্চল বলেছেন: ভাল লাগা রইলো--------------
১১ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।![]()
১৮১|
১৩ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯
ফা হ মি বলেছেন: বাহ!দারুণ ছন্দময় কবিতা!!
১৩ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ফাহমি ভাইয়া!!![]()
১৮২|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১২:২২
অবচেতনমন বলেছেন: মায়ার শেকল পরিয়ে যতন চুপটি করে
লুকিয়ে তা'রে রাখতে পারে.......
অসাধারন ছন্দের মিল রয়েছে.............ভালো লাগল.....আর রইল ভালবাসা।
১৪ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৮
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!![]()
১৮৩|
১৭ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৬
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: শুভ জন্মদিন, আপু।
ঈদ মোবারক।
জন্মদিন অনেক ভালো কাটুক।
১৭ ই আগস্ট, ২০১২ সকাল ৯:০১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
থ্যাংক ইউ!
থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৮৪|
১৭ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৬
ফারাহ দিবা জামান বলেছেন: আমার মনের ছোট্ট কোনের অলিন্দটার ঘুলঘুলিতে .।.।.।.।
পুরাটাই নিখাদ কবিতা ।
একটা জায়গায়ও ছন্দ পতন হয়নি ।।
অসম্ভব সুন্দর আপু ।
এত সুন্দর তুমি কিভাবে চিন্তা করো .।.।.।.।.।
পিন্জরে সে দেবে ধরা-যে তাহারে চিনতে পারে?? .।.।.।.।।
খুব খুব সুন্দর ।
১৭ ই আগস্ট, ২০১২ সকাল ৯:০২
শায়মা বলেছেন: আপুনি তোমার কবিতাগুলো আরও বেশী সুন্দর!
আমি তোমার ফ্যান!![]()
১৮৫|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২১
hasin82 বলেছেন: তখন আমি অহন মনের গহন বনে মহন ছিলাম বিষন্নতায়
সেই পাখিটা ছেদ ঘটালো, ইড়িক চিড়িক চন্চলতায়
উদাস আমার হৃদয়-তারে টংকারেতে সূর জাগালো
ছোট্টপাখি বাস কোথা তোর? কোথায় থাকিস-
কোন দেশে তোর আবাস নিবাস?
কোথা হতে শিখলি এ গান? ঘুম ভাঙালি বিষন্নতার
তুমি এত ভালো কিভাবে লিখ, আপুনি? ছোট ভাইয়াটার খুব জানতে ইচ্ছে হয়.।।
আমার ব্লগে একটু ঢুঁ মেরে আসতে পার। তোমার কমেন্ট পেলে অনেক খুশি হবো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: ![]()
ওকে তোমার ব্লগে যাচ্ছি!![]()
১৮৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১
অর্ধ বলেছেন: হাঁফিয়ে উঠার মত সুন্দর!
কোমল, মিষ্টি আর বিষণ্ণ।
প্রায় " আমরা তখন পাখী ছিলাম আমরা তখন ফড়িঙ" কবিতাটির মতই সুন্দর। কিংবা তার চেয়ে খানিক বেশী।
অবিরত ভাল থাকুন আপু।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৮৭|
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৪
মিঠেল রোদ বলেছেন: বাপরে আপনার কবিতা দেখি একেবারে ভিতরে ঢুকে যায়।ভাল লাগল কবি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া পড়ার জন্য!![]()
১৮৮|
১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ছোট্টপাখি বাস কোথা তোর? কোথায় থাকিস-
কোন দেশে তোর আবাস নিবাস?
কোথা হতে শিখলি এ গান? ঘুম ভাঙালি বিষন্নতার!
অংবং কবিতা.......???
হায়রে শায়মা আপু..এই যদি হয় অংবং
আমার গুলো কবিতাই নয়
আমি বড়জোড় পাগলা কবি কবি রাজ্যের সঙ
এত সুন্দর লিখে তুমি বল যদি অংবং
ভালো কবিতা কোনগুলি শুনি ?নাকি করছো ঢং
তোমার মনে প্রাচুর্য ভরা
হৃদয় জুড়ে ছড়িয়ে আছে নানা কবিতার রঙ।
১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
আসলেই অং বং
শুনো আমি শুধুই পড়ালেখা আর নাচ ছাড়া একাডেমিক্যালী কিছুই শিখিনি।
ছোট্টবেলায় আমার প্রিয় ব্যাক্তিত্ব মুস্তাফা মনোয়ার শুনিয়েছিলেন এক বাণী
ছবি আঁকার গোপন রহস্য বা মেইন নিয়ম.........
সেটা কি জানো?? ছবি আঁকার একটা মজার নিয়ম আছে সেটা জানলেই শিল্পী হওয়া যায়~~~![]()
সেটা হলো ছবি আঁকার কোনো নিয়মই নেই।
সারাজীবনে এ কথাটা আর ভুলিনি!!!!!!!!!!!!!
নিয়ম ছাড়াই অং বং শিখে চলেছি সারাটাজীবন
যে যা বলিস ভাই আমি অং বং নিয়েই খুশী থাকতে চাই।![]()
হাহাহাহাহাহাাহাহা
১৮৯|
১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু কবিতার নাম পরিবর্তন করেছি..আপনার মত মহারথীর কথা ফেলি কিভাবে....ভালো থাকবেন..আপনি কি গ্্রাম পছন্দ করেন না।গ্রাম নিযে কবিতা পাই না ব্লগে তাই নিজেই গ্রম নিয়ে লিখে ফেল্লাম।আমাদের গ্রামে যেতে লাগে মাত্র ১ ঘন্টা।
১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
শায়মা বলেছেন: গুড!! তাহলে তো তুমি ইচ্ছে হলেই চলে যেতে পারো তোমাদের গ্রামে!!
আর গ্রাম দেখলে কি আর কবিতা না লিখে পারা যায়???
ভাইয়া আমি যেবার ফার্স্ট বান্দরবান যাই। সকালে উঠেই ছবির মত চারিপাশ দেখে সাথে সাথে একটা পেপার নিয়ে আঁকতে বসে গেছিলাম বান্দরবানের ছবি।![]()
১৯০|
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?আপনি তো মহান আর্টিস্ট..আমার সেই বিদ্যা নাই।কবিতা লিখার চেষ্টা করি এই আরকি..যখন বান্দরবান গেলাম..তখন বান্দর খোজে হয়রান একটাও পাইনি..আমাদের ফিল্ড ট্রিপ ছিলো ৭দিনের......বরঞ্চ সাপের কথা শুনেছি..এমনকি ভয়ংকর মশাও নাকি আছে..জনালায় মশা প্রতিরোধক নেট দেয়া।এক কামড়ে মারা যাওয়ার চান্স..আমার বন্ধু আবদার আরী বাধালো ঝামেলা..যাকগে সেসব কথা..আমারআবদার আলী রম্য রচনা পড়লে সব জানতে পারবেন......
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: ওকে ভাইয়া পড়বো তোমার আবদান আলী রম্য রচনা।
১৯১|
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১
রুদ্র জাহেদ বলেছেন: নির্মল সুন্দর মিষ্টি কবিতা...
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!![]()
১৯২|
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
জেন রসি বলেছেন: কবিতা সুন্দর হইছে!
কিন্তু বনগোলাপের বনভুমের নিবাস হতে পাখি চলে আসলে কিন্তু যেকোন মাত্রায় পতিত হইতে পারে! ![]()
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: যে কোন মাত্রায় পতিত হোক। পতিত হইয়া মরুক আমার কি!
আমার দরকার ছিলো কাব্য রচনার আমি তাহাই করিয়াছি!![]()
১৯৩|
০৩ রা মার্চ, ২০২৩ রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: কবিকে ভালোবেসে লেখা সুন্দর কবিতা। বার বার পড়ার মত। + +
কবিতায় কয়েকটি অভিব্যক্তির দ্যোতনা চমৎকার হয়েছে, যেমনঃ
*ঘুম ভাংগালি বিষণ্ণতার
*ভালোবাসার কাঙালপনা
*চঞ্চুতে তার বন-গোলাপের পালক ছিল
*সেই পাখিটার চক্ষুজলে কিসের ভাষা!
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: তখন কবিতা লেখার বেশি সময় ছিলো।
এখন সময়ের সাথে যুদ্ধ চলছে ভাইয়া।
১৯৪|
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটির শেষ (ষষ্ঠ) লাইনের শেষ শব্দটি "ডাকছিলোও" এর পরিবর্তে "ডেকেও ছিলো..." করলে বোধহয় ছন্দটা আরেকটু বেশি মিলতো। দ্বিমত না থাকলে ছোট্ট একটি সম্পাদনার মাধ্যমে সংশোধন করে নিবেন।
৩৩ ও ৬০ নং প্রতিমন্তব্য ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: আচ্ছা করবো।
কিন্তু কে আর পড়ে পুরানো লেখা? ![]()
১৯৫|
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৩২
খায়রুল আহসান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং মুকুট বিহীন সম্রাট এর মন্তব্যগুলো এবং আপনার প্রতিমন্তব্য ভালো লেগেছে।
১১৯, ১৩৯, ১৪০ নং প্রতিমন্তব্য ভালো লেগেছে।
সবশেষে, সব মিলিয়ে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পোস্ট। + +
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তখন আমি অন্য মানুষ ছিলাম তারপর আরেক মানুষ হয়েছি এখন আমি আরেক মানুষ এসবের আগেও আরেকজন ছিলাম। ![]()
১৯৬|
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮
খায়রুল আহসান বলেছেন: "কিন্তু কে আর পড়ে পুরানো লেখা?" - আমার মত এত বড় দুনিয়াটাতে আর কেউ কি নেই? অনেক আছে, ভবিষ্যতেও থাকবে।
আর কেউ পড়ুক বা না পড়ুক, আপনি তো মাঝে মাঝে পড়তেই পারেন। কারণ, কবিতা মানব মনের শুদ্ধতম অনুভূতির সরল অভিব্যক্তি। পরে যদি আবার একটা কবিতার বই বের করেন, তখন তো কাজে লাগতেও পারে।
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: হা হা হয়ত থাকবে ভবিষ্যতে। কিন্তু তখন আমি থাকবো কিনা জানিনা, ব্লগও থাকবে না হয়ত।
যাইহোক ভাইয়ামনি মাঝেমাঝে তোমার কল্যানে পুরানো কমেন্ট আর রিপলাই পড়ে ভাবি এইটা কি আমি ছিলাম!!!!!!!
এত সময় ছিলো আমার!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:২৭
মুখ ও মুখোশ বলেছেন:
চমৎকার!!!!
পোস্টে +